১০০ দিনের কাজ
খরচ না-হলে টাকা নয়, চাপ বাড়ালেন জয়রাম
মতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রত্যাহারের পরে তাঁর সরকারের উপরে চাপ বাড়ানোর কৌশল অব্যাহত রাখল কেন্দ্রীয় সরকার। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে এ বার তাদের হাতিয়ার ১০০ দিনের প্রকল্প।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ শুক্রবার জানিয়ে দিলেন, ১০০ দিনের কাজে কেন্দ্রের দেওয়া টাকা পুরোপুরি খরচ হয়নি। তবে রাজ্যের প্রতি কেন্দ্র যে বৈষম্যমূলক কোনও আচরণ করবে না, তা বোঝাতেই জয়রাম জানিয়েছেন, ওই প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দের অভাব হবে না। কিন্তু আরও কেন্দ্রীয় অর্থ পেতে গেলে ইতিমধ্যে প্রাপ্ত অর্থ খরচ করতে হবে রাজ্যকে। গ্রামোন্নয়ন খাতে আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই জয়রামের চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি, ১০০ দিনের কাজের খাতে মাসভিত্তিক টাকা খরচের খতিয়ান, অডিট রিপোর্ট এবং কত দিন কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্য দেখেই টাকা অনুমোদন করা হবে।
১০০ দিনের কাজ প্রকল্পে চলতি আর্থিক বছরে তিন কিস্তিতে ২০৫৪ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে বলে ওই চিঠিতে (ডি.ও নং: ১১০৩৮/১/২০১২-এমজিএনআরইজিএ-৫) উল্লেখ করেছেন জয়রাম। চিঠিতে রাজ্যের পঞ্চায়েত দফতরেরই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, এ দিন পর্যন্ত মোট প্রাপ্য দু’হাজার ৫৫১ কোটি টাকার মধ্যে ১ হাজার ৯৯৩ কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গ। খরচই হয়নি ৫৫৮ কোটি টাকা। টাকা খরচ করতে না-পারলে কেন্দ্রীয় অনুদানের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন জয়রাম। চিঠিতে তিনি লিখেছেন, ‘১০০ দিনের কাজ প্রকল্পে কোনও রাজ্যের জন্যই টাকা বাধা হবে না, এটা স্পষ্ট জানিয়ে দিচ্ছি।
তবে ইতিমধ্যেই প্রাপ্ত টাকা প্রকল্প খাতে কী ভাবে ব্যয় হচ্ছে, তা দেখার পরেই কেন্দ্রীয় অনুদানের পরবর্তী কিস্তি দেওয়া হবে’।
টাকা খরচ করতে না-পারার কেন্দ্রীয় অভিযোগ অবশ্য মানতে চাননি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। সুব্রতবাবুর বক্তব্য, “এমন কোনও চিঠি এখনও পাইনি। তবে টাকা খরচ করতে পারিনি কে বলল?” বরং তাঁর পাল্টা অভিযোগ, “টাকার অভাবে আমাদের ১০০ দিনের কাজের মজুরি বাবদ ১ হাজার কোটি টাকার মতো আটকে রয়েছে।” মজুরি মেটাতে তাঁকে কেন্দ্রের দ্বারস্থ হতে হয়েছে জানিয়ে সুব্রতবাবু বলেন, “টাকার জন্য জয়রামকে অনুরোধ করেছি। উনি দু-এক দিনের মধ্যে টাকা পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন।”
কংগ্রেস সূত্রে অবশ্য বলা হচ্ছে, ইউপিএ-২ থেকে তৃণমূল নেত্রীর সমর্থন প্রত্যাহারের পরেও পশ্চিমবঙ্গের মানুষকে দুর্ভোগে ফেলার কোনও অভিপ্রায় কেন্দ্রীয় সরকারের নেই। জয়রাম শুধু কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার আবশ্যিক শর্ত রাজ্যকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তবে রাজনৈতিক শিবিরেরই একাংশের ব্যাখ্যা, এইম্স নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদই হোন বা ১০০ দিনের কাজ নিয়ে জয়রাম কৌশলে তাঁরা কেন্দ্রের ঘোষিত অবস্থান সামনে এনে এই পরিবর্তিত পরিস্থিতিতে মমতার সরকারের উপরে চাপ বজায় রাখছেন। এমন কিছু তথ্য তাঁরা জানিয়ে দিচ্ছেন, যা পঞ্চায়েত ভোটের সময় প্রদেশ কংগ্রেসের কাজে লাগবে।
প্রদেশ কংগ্রেসও তৃণমূলকে নিশানা করে চলেছে। তারা এ দিন অভিযোগ করেছে, খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) বিরোধিতা করে রাজ্য সরকার এবং বামপন্থী দলগুলিও ফড়েদের স্বার্থরক্ষার চেষ্টা করছে। খুচরো ব্যবসায় কেন্দ্র কেন এফডিআই আনছে, তা ব্যাখ্যা করে দলের তরফে একটি পুস্তিকা প্রকাশ করে প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, “চাষিরা যাতে সরাসরি টাকা পান, সেটাই এত দিন বলছিলেন সরকারের নীতি-নির্ধারকেরা। ফড়েরাই চাষিদের থেকে কম দামে ফসল কিনে চড়া দামে বিক্রি করে। এফডিআই এলে তা হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.