...ঢাকে পড়ল কাঠি

রামকৃষ্ণনগর বয়েজ ক্লাব:
এ বারের থিম খবরের কোলাজ। বিভিন্ন সংবাদপত্র থেকে স্বাধীনতা, গাঁধীর মৃত্যু, উত্তমকুমারের মৃত্যু, ভারতের বিশ্বকাপ জয়, বাংলার রাজনৈতিক পালাবদলের মতো নানা গুরুত্বপূর্ণ খবরের প্রতিলিপি দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে।

গড়িয়া মিতালি সঙ্ঘ: ৭২ বছরের পুরনো এই পুজো ‘নব দুর্গা’র পুজো নামে পরিচিত। প্রতি বছর দুর্গার ন’টি রূপের পুজো হয়। এ বার মণ্ডপ হচ্ছে রাজস্থানের এক মন্দিরের আদলে।

মহাময়াতলা মিলনী: দইয়ের চামচ এবং আইসক্রিমের কাঠি দিয়ে মণ্ডপসজ্জা। প্রতিমার সাজেও থাকছে আইসক্রিমের কাঠির কারুকার্য। চন্দননগরের আলোয় স্বামী বিবেকানন্দের জীবনের নানা কাহিনি তুলে ধরা হবে।

গড়িয়া আমরা ক’জন ক্লাব কামডহরি পূর্বপাড়া সর্বজনীন

কামডহরি পূর্বপাড়া সর্বজনীন:
মায়ানমারের নৌকার অনুকরণে লোহার জাল দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। থিম মায়ানমারের নৌকার শোভাযাত্রা। নৌকার উপরে বৌদ্ধ মন্দিরে পঞ্চ দুর্গার আরাধনা।

গড়িয়া আমরা ক’জন ক্লাব: অজিণ্ঠার গুহাচিত্রের প্রতিলিপি দিয়ে মণ্ডপ সাজানো হবে।

বোড়াল আতাবাগান সর্বজনীন: মণ্ডপে গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হবে। চণ্ডীমণ্ডপের আদলে মণ্ডপ।

রাজপুর সর্বজনীন: বিষ্ণুপুরের একটি মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। ব্যবহার করা হচ্ছে টেরাকোটার কাজ। পুজো প্রাঙ্গণে থাকবে বাঁকুড়ার লোকশিল্পীদের দৈনন্দিন জীবনের দৃশ্য।

রামকৃষ্ণনগর বয়েজ ক্লাব মহামায়াতলা মিলনী

সোনারপুর মোড় সর্বজনীন:
৬৩ বছরের পুরনো পুজো। মুর্শিদাবাদের ভগ্নপ্রায় জমিদার বাড়ির অনুকরণে মণ্ডপ। প্রতিমা সাবেক।

সোনারপুর বলাকা:
পঞ্চাশ বছরের পুরনো এই পুজোর মণ্ডপে গ্রাম্য পরিবেশ। প্রতিমাও গাঁয়ের বধূর আদলে।

নবীন সঙ্ঘ, দক্ষিণ জগদ্দল:
ঢোলকপুরের ছোটা ভীমকে দেখতে হলে এই মণ্ডপে আসতে হবে। থিম নির্বাচনে ছোটরাও অংশ নিয়েছে।

ধামাইতলা বালক সঙ্ঘ: সুজি দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। পুকুরের মাঝে কন্যাকুমারীর মন্দিরের আদলে মণ্ডপ। খেজুর গাছের খোলা দিয়ে তৈরি হচ্ছে পাহাড়।


বিধানপল্লি সর্বজনীন, গড়িয়া: লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলের আদলে হবে ৬০ বছরের পুরনো এই পুজোর মণ্ডপ। কৃষ্ণনগরের শিল্পীর তৈরি সাবেক প্রতিমা।

নিউ গড়িয়া কোঅপারেটিভ শারদোৎসব: পঁচিশ বছরের পুজো। সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন পংক্তিভোজের আয়োজন। হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিমা সাবেক।

ছবি: স্বাতী চক্রবর্তী




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.