দেবীর চক্ষুদান পর্ব
পুজোর ছুটিতে স্বামী আসবেন। দেড় মাস আগে চিঠি এসেছে। সেই থেকে অপেক্ষার পথ চেয়ে থাকা। সঙ্গে আনবেন সুগন্ধি তেল, আলতা, জরির ফিতে, পমেটম, আতর। পুজোর মেক-আপ-এর সাজ-সরঞ্জাম কমপ্লিট, অপেক্ষার চাহনি শেষ। তার পর,
-তোমার চোখে কী?
-কী আবার? কাজল।
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রেমের একটি সংলাপ।
পুজোর চোখের মেক-আপ-এ কিছু ভুল ত্রুটি হবেই। এখানেই ঈশ্বরের বাজি জিত। সবে আপনি আই-লাইনারের তুলিটি চোখের পাতায় ঠেকিয়েছেন, লোডশেডিং। কিংবা ছোট্ট চার বছরের বেবো 'মাম্মা, আমিও লাগাব' বলে ঝাঁপিয়ে পড়ল। সম্পূর্ণ কাজল লেপ্টে গেল। সমস্যার শুরু অন্য যে কোনও মেক-আপ চটজলদি ঠিক করা যায়, কিন্তু আই মেক-আপ-এর জন্য প্রথম থেকেই সম্পূর্ণ 'রি-ডু' (পুনরায় মেক-আপ) করতে হয়। অর্থাৎ, প্রথমে ক্রিম দিয়ে আলতো ভাবে মুখ (চোখে চাপ দিয়ে মুছলে রিংকল এসে যায়) মুছে নিন, তার ওপরে বেস, হালকা কমপ্যাক্ট এবং শ্যাডো লাগানোর পর আপনি কাজল বা আই-লাইনার-এর টান দিতে পারবেন।

আইশ্যাডো লাগানোর আগে: প্রথমে একটু হালকা বেস ব্যবহার করতে হবে। যাঁরা আই মেক-আপ ব্যবহার করেন না, তাঁদের জন্য এটি বেশি প্রয়োজন। এর ওপর একটু আলতো পাউডারের প্রলেপ বুলিয়ে নিন।

মাস্কারা লাগানোর আগে: চোখের পাতাগুলোকে একটু কার্লি করে নিতে হবে। মাস্কারা অবশ্যই নামী কোম্পানির কিনবেন। পুজোয় সারা দিন ঘোরাঘুরির পরে যদি আবারও মেক-আপ করে বেরোতে হয়, তবে কোনও গাঢ় রং ব্যবহার না করাই ভাল। যে কোনও একটি সফ্ট কালার বেছে নেবেন। আপনার চোখ অনেক বেশি ক্লান্তিহীন ও উজ্জ্বল লাগবে।

প্রথমে চোখের ওপরে স্কিন টোন-এর শ্যাডো লাগান। এ বার ওপরের পাতায় গাঢ় রঙের কোহল পেন্সিল দিয়ে দাগ টানুন। নীচের পাতার ধার বরাবর ও তার বাইরেও একই ভাবে কোহল পেন্সিল বোলান। হালকা বাদামি শ্যাডো দিয়ে কোহল লাইনটা স্মাজ করে নিন। এ বার মাস্কারা লাগান।

চোখের ওপরে কোনও স্ট্রং কালার (চোখে পড়ে এমন)-এর শ্যাডো লাগান। এক বারে উজ্জ্বল রং না এলে, যত ক্ষণ না মনের মতো হচ্ছে, একই শ্যাডো বার বার লাগান। আর অন্য কোনও রঙের শ্যাডো ব্লেন্ড করার দরকার নেই। এক স্ট্রোক-এই কোহল বা লাইনার টেনে নিন। স্ট্রং মাসকারা ব্যবহার করবেন।

চোখের ওপর যে কোনও নিউট্রাল রঙের শিমারি আইশ্যাডো লাগান। পাতা ঘেঁষে আইলাইন টানুন। ল্যাশ গাম দিয়ে ল্যাশ আটকে নিন। এ বার লাইনার দিয়ে ল্যাশ লাইন ব্লেন্ড করে নিন। মাস্কারা লাগানোর সময় দু’টো ল্যাশেই ব্লেন্ড করে দেবেন।

কাছাকাছি বা কনট্রাস্ট শেড-এর দু’তিনটে আই শ্যাডো নিন। এ বার সকেটের বাইরের দিকে সব থেকে গাঢ় শেডটা লাগাবেন। মাঝামাঝি রঙের শেডটা লাগাবেন মাঝের অংশে আর সিলভার বা গোল্ড হাইলাইটার ব্যবহার করবেন। ওই দুই রং বা কালো রঙের কোহল লাইন টানুন। ভাল করে ব্লেন্ড করবেন। উজ্জ্বল মাস্কারা লাগাবেন।

দেবী সিনেমায় শুধুমাত্র চোখের মেক-আপ করতে তিন ঘণ্টা সময় লাগত, একটি চোখ দেবীর অন্যটি মানবীর। দুটো চোখের মধ্যে এই অসামঞ্জস্য আনতে মেক-আপ আর্টিস্ট-এর প্রাণান্ত। সুচিত্রা সেনও চোখের মেক-আপ নিয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলেন। কারণ চোখই এক মাত্র মাধ্যম, যার মধ্য দিয়ে অভিনয়ের সমস্ত এক্সপ্রেশন ফুটে উঠবে। সুতরাং যেমন তেমন হলে মোটেই চলবে না। আশা করা যায়, বিদ্যা বালনের সেক্সি লুক আনতে এখন সম্ভবত একটু কম সময় লাগে।

সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.