আত্মঘাতী আশা ভোঁসলের মেয়ে |
নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন আশা ভোঁসলের মেয়ে বর্ষা ভোঁসলে। আজ বেলা ১২.৩০ নাগাদ মুম্বইয়ের পেডার রোডে আত্মঘাতী হন তিনি। ঘটনার পরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় আশা ভোঁসলে বাড়িতে ছিলেন না। তিনি দুবাইতে একটি অনুষ্ঠানের কাজে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে খবর পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০০৮-এ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
|
গুড়িয়া কাণ্ডে অভিযুক্ত ১১ |
গুড়িয়া কাণ্ডে চন্দননগর আদালতে আজ চার্জশিট পেশ করল সিআইডি। এই চার্জশিটে খুন, ষড়যন্ত্র ও তথ্য লোপাটের অভিযোগে ৩০২, ৩২০ ও ১৬৪ নম্বর ধারায় অভিযুক্ত করা হয়েছে উদয়চাঁদ কুমার ও শ্যামল ঘোষ-সহ ১১ জনের বিরুদ্ধে। প্রসঙ্গ, আড়াই মাস ধরে এই বিষয়ে তদন্ত করে সিআইডি।
|
লক্ষ্মীপুজো পর্যন্ত বাস ধর্মঘট স্থগিত |
আগামিকাল থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। ধর্মঘট এড়াতে আজ বেলা ১২টায় মহাকরণে জয়েন্ট কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন পরিবহণমন্ত্রী। অন্যদিকে, ট্যাক্সি সংগঠনগুলির সঙ্গে দুপুর ২ টোয় আলাদাভাবে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বৈঠক ইতিবাচক হলে ধর্মঘটের পথ থেকে সরে আসা হবে। পাশাপাশি ভাড়া বাড়ানোর জন্যও সরকারকে সময় দিতে প্রস্তুত—আজ এ কথা জানানো হয়েছে বাস সিন্ডিকেটের পক্ষ থেকে। আবার বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন নেতা বিমল গুহ জানান, ভাড়া না বাড়ালে পথে নামবে না কোনও ট্যাক্সি। আজ বৈঠকের পর কি সমাধান সূত্র বেরোয় সেই দিকে তাকিয়ে বাস ও ট্যাক্সি সংগঠনগুলি। দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সিন্ডিকেট জানিয়েছে, মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুজো পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। পাশাপাশি, পুজোর সময় পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আহ্বানও জানিয়েছেন। সুতরাং, ওই সময় পর্যন্ত বাস ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
শ্যামবাজারে মেট্রোয় আত্মহত্যা, বন্ধ ট্রেন চলাচল |
ফের মেট্রোয় আত্মহত্যা। শ্যামবাজার স্টেশনের ঘটনা। ফলে দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে, কবি সুভাষ থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে।
|
ভিড় সামলাতে পুজোর আগেই অতিরিক্ত মেট্রো |
পুজোর আগেই ফের বাস ধর্মঘটের আশঙ্কায় যাত্রীরা। বাস ভাড়া বাড়ানো নিয়ে আজ সরকার ও বাস মালিকদের বৈঠকের পর একটা আভাস পাওয়া যাবে। তবে, বাস ধর্মঘটের কথা মাথায় রেখে ও পুজোর সময় ভিড়ের চাপ সামাল দিতে মেট্রোরেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ডিজিএম প্রত্যুষ ঘোষ। তিনি জানিয়েছেন, রবিবার বাড়তি মেট্রো চালানো হবে, পাশাপাশি শনিবারেও রেকের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন ২০৫টি রেকের পরিবর্তে ২৭০টি ট্রেন চালানো হবে।
|
পুনরায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট চাভেস |
অনেক উত্তেজনা, চাপানউতোর, আলোচনা ও সমালোচনাকে থমকে দিয়ে ভাগ্যের পরীক্ষায় উতরে গেলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেস। চতুর্থবারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন প্রতিদ্বন্দ্বী ক্যাপ্রিলেসকে পরাজিত করে। চাভেসের প্রাপ্ত ভোট ৫৫.৪২ শতাংশ। অন্য দিকে, ক্যাপ্রিলেস পেয়েছেন ৪৫.৯৭ শতাংশ ভোট।
|