খেলার টুকরো খবর

হার দুর্গাপুরের
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের রবিবার জিতল সুভাষ চন্দ্র বয়েজ ক্লাব। অআকখ মাঠে তারা দুর্গাপুর হিরোজকে ৩-০ গোলে হারায়। গোল করেন রীতেশ বাল্মীকি, সরোজ চন্দ ও রতিকান্ত শেখর। শনিবারের প্রথম ডিভিশনের গ্যামন ব্রিজের মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। ডায়মা ক্লাব ও দুর্গাপুর অগ্রণী দু’টি দলের কোনওটিই কোনও গোল করতে পারেনি।

জয়ী কালিকাপুর
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবলে রবিবারের খেলায় জিতল কালিকাপুর। টিএমসি মাঠে তারা বাঁকিডাঙা আসানসোলকে ১-০ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের রূপলাল মাড্ডি। এই মাঠের শনিবারের খেলায় আরএনইএস সীতারামপুরকে ৪-৩ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের আমন সিংহ।

পঞ্চায়েত ও যুব ক্রীড়া
অনূর্ধ্ব ১৬ রাজ্য পঞ্চায়েত ও যুব ক্রীড়ায় বধর্মান জেলার ব্লকগুলিকে নিয়ে তিনটি প্রতিযোগিতা হয়েছে। তাতে জিমন্যাস্টিকে শীর্ষ রয়েছে কালনা। ব্যক্তিগত স্তরেও প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে সেখানকার প্রতিযোগীরাই। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রণজিৎ বিশ্বাস ও রানার্স মিরউদ্দিন শেখ। মেয়েদের বিভাগে রিনা খাতুন চ্যাম্পিয়ন ও প্রভাতী ক্ষেত্রপাল রানার্স হয়েছে। অ্যাথলেটিক্সে খেতাব জিতেছে মেমারি ১ ব্লক। বিশেষ কৃতিত্ব দেখায় শেখ সাইফুদ্দিন ও মৌসুমি সাহা। ফুটবলে দুর্গাপুর-ফরিদপুর ব্লক টাইব্রেকারে ৩-২ গোলে ভাতারকে হারিয়ে খেতাব জিতেছে।

জিতল আদিবাসী
বুধা গ্রাম যুব তৃণমূল আয়োজিত ভৈরবনাথ ফুটবলে রবিবার জিতল বড়থল আদিবাসী কৃষক সমিতি। বুধা মাঠে তারা অরবিন্দ সঙ্ঘ চিত্তরঞ্জনকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায়।

জয়ী ভারতী
—নিজস্ব চিত্র।
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারতী ভলিবল ক্লাব। এমএএমসি মাঠে তারা আমরা ক’জন বয়েজ ক্লাবকে ২ গোলে হারায়। গোল করেন গৌরব রায় ও অজিত প্রসাদ। পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়।

হারল লোকো
বিবেকানন্দ ব্যায়ামাগার আয়োজিত নয়ণ রায় স্মৃতি ফুটবলে রবিবার জিতল চরণপুর। কোটালডিহি মাঠে তারা লোকো সিসিকে ১-০ গোলে হারায়।

জিতল ঝাঁঝড়া
কুমারডিহি উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবলে শনিবার জিতল ঝঁঝড়া গ্রাম হরেকৃষ্ণ সঙ্ঘ। ক্লাবের মাঠে তারা শ্যামসুন্দরপুর উজালা ক্লাবকে ২-০ গোলে হারায়। রবিবার এই মাঠের খেলায় সরপী গ্রাম ১ গোলে ইয়ং স্টার চিনাকুড়িকে হারায়।

চ্যাম্পিয়ন মহাল
অন্ডালের দক্ষিণখণ্ড মাঠে ফুটবলের একটি মুহূর্ত। ছবি: ওমপ্রকাশ সিংহ।
দক্ষিণখণ্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল মহাল একাদশ। তারা পড়াশিয়া একাদশকে হারায়। আয়োজক সংস্থা জানায়, আটটি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

জয়ী ধনেখালি
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন আয়োজিত সুধীর মণ্ডল ও রঞ্জিত কুমার রাজা স্মৃতি ফুটবলের প্রথম সেমিফাইনালে জিতল ধনেখালি এসি। অভিরামপুর মাঠে তারা ৩ গোলে বর্ধমান ইয়ং স্টারকে হারায়। দু’টি গোল করেন সনাতন সোরেন এবং একটি গোল করেন রবিন কিস্কু।

প্রথম ডিভিশন
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে রবিবার ওয়াকওভার পেল ব্যারেট ক্লাব। পূর্ব রেলের আসানসোল মাঠে হিরাপুর এমসিটিএস না আসায় এই সিদ্ধান্ত বলে আয়োজক সংস্থা জানিয়েছে।

জয়ী পূর্ব রেল
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মাধব দাঁ স্মৃতি ফুটবলে রবিবার জিতল পূর্ব রেল সিসি। রামসায়র ময়দানে তারা অরবিন্দ-বিকে ২-০ গোলে হারায়।

সুপার ডিভিশন
সুপার ডিভিশন ফুটবলে জাতীয় সঙ্ঘ ২-১ গোলে হারিয়েছে পুলিশ এসি-কে। জাতীয় সঙ্ঘের হয়ে গোল করেন রাজীব ঘোষ ও আমির আলি দফাদার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.