কাবেরী বিতর্ক: বনধে বিপর্যস্ত কর্নাটক |
কাবেরী জলবন্টন নিয়ে উত্তাল গোটা কর্নাটক। সভা, মিছিলের পর এ বার বনধে বিপর্যস্ত রাজ্যের স্বাভাবিক জনজীবন। আজ ১২ ঘণ্টা বনধ ডেকেছিল কর্নাটক প্রোটেকশন ফোরাম। প্রাথমিক সূত্রে খবর, বেঙ্গালুরু ও কাবেরী নদী সংলগ্ন জেলাগুলিতে এর ব্যাপক প্রভাব পড়েছে। বেঙ্গালুরুর বেশ কিছু জায়গায় বিক্ষোভকারীরা বাস ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গিয়েছে। বিপর্যস্ত ট্রেন চলাচলও। পরিস্থতি সামাল দিতে ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
|
জঙ্গলমহলে নতুন রেশন দোকান |
জঙ্গলমহলে নতুন রেশন দোকান খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কর্মসংস্থান বাড়াতে এটি একটি নতুন উদ্যোগ সরকারের, দাবি খাদ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, তিন জেলায় মোট ৬৫টি রেশন দোকানের অনুমোদন দেওয়া হয়েছে। দোকানগুলির দায়িত্বে থাকবে জেলার স্বনির্ভর গোষ্ঠী। এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে, পুরুলিয়ায় অনুমোদন মিলেছে ২৫টি দোকানের, বাঁকুড়ায় ১৮ ও পশ্চিম মেদিনীপুরে ২২টি। তবে জায়গা মিলেছে ৬টি দোকানের জন্য। আরও জানা গিয়েছে, এই বিষয়ে ওই তিন জেলার জেলাশাসকদের চিঠি দিয়েছেন রাজ্য স্বনির্ভর গোষ্ঠী দফতরের মন্ত্রী।
|