টুকরো খবর
মুখ্যমন্ত্রীর বিচার রাজ্যেই, মত দীপঙ্করদের
মনমোহন সিংহের নীতির বিরুদ্ধে দিল্লি গিয়ে প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, কৃষকের দুর্দশার প্রতিকারের কী হবে? প্রশ্ন তুললেন সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর মতে, মমতা বামপন্থী কি না, এই নিয়ে তর্ক অবান্তর। কিন্তু এখনকার মমতার প্রকৃত বিচার হবে তাঁর রাজ্য চালানো দিয়েই। কলকাতায় দীপঙ্করবাবু বলেছেন, “মনমোহন সরকারের জনবিরোধী সিদ্ধান্তের যে প্রতিবাদ মমতা করছেন, তাকে স্বাগত। কিন্তু কেন্দ্র-বিরোধিতার রাজনীতি করে তিনি পশ্চিমবঙ্গে কী করেছেন, সেটা আড়াল করা যাবে না। রাজ্যই মমতার কাছে কষ্টিপাথর। তাঁর প্রথম পরিচয়, তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।” মমতা কেন মার্কিন সাম্রাজ্যবাদের নাম মুখে আনছেন না, তা নিয়ে হইচই করছে সিপিএম। তাদেরও এক হাত নিয়ে দীপঙ্করবাবু বলেছেন, “বামপন্থীরা আগে বিরোধিতা শুরু করলেও অনেক কথা বলার সুযোগ তারা করে দিয়েছে। ক্ষমতায় থাকার সময়ে সিপিএম আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, উইকিলিক্স বেরিয়েছে। শুধু মমতাকে বললে তো হবে না!” নারী নির্যাতনের প্রতিবাদে এ দিনই রাজ্য জুড়ে বিক্ষোভ দিবস পালন করেছে লিবারেশন। তামিলনাড়ুর কুডানকুলামে প্রস্তাবিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে শঙ্ঘ ঘোষ, কৌশিক সেন-সহ বিশিষ্টদের সই সংবলিত চিঠিও পাঠাচ্ছে তারা।

অপব্যবহারে ক্ষুব্ধ হাইকোর্ট, লাল বাতির গাড়ি ধরতে নির্দেশ প্রশিক্ষণের
লাল বাতির অপব্যবহার বন্ধে কলকাতা হাইকোর্ট ২০০৬ সাল থেকে বেশ কয়েক বার নির্দেশ জারি করেছে। সরকারি গাড়িতে লাল বাতির অপব্যবহার নিয়ে ফের সরব হল তারা। শুক্রবার লাল বাতি নিয়ে একটি জনস্বার্থের মামলার শুনানি চলাকালীন বিভিন্ন আইনজীবী বলেন, পুলিশের নিচু তলা পর্যন্ত অনেকেই লাল বাতি ব্যবহারকারীদের তালিকা সম্পর্কে অবহিত নন। পরিবহণ দফতরের কর্মীরাও বিষয়টি ভাল জানেন না। নিচু তলার পুলিশকর্মীরা অনেক ক্ষেত্রেই লাল বাতির গাড়ি আটকানোর সাহস দেখান না। হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীম মণ্ডলের ডিভিশন বেঞ্চ পরিবহণ ও স্বরাষ্ট্র দফতরকে নিচু তলার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেয়। তাদের নির্দেশ, লাল বাতির অপব্যবহার যে-কোনও মূল্যে বন্ধ করতে হবে। আগে বিভিন্ন সময়ে উচ্চ আদালতের নির্দেশের পরে সরকার লাল বাতি নিয়ে সাময়িক ভাবে কিছু ব্যবস্থাও গ্রহণ করেছিল। কিন্তু কিছু দিন ধরে পরিস্থিতি আগের জায়গায় ফিরে গিয়েছে বলে অভিযোগ। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এ দিন হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেই ২০০৬ সালে দায়ের করা নির্দেশ কঠোর ভাবে মানার জন্য সরকারকে নির্দেশ দেন। একটি জনস্বার্থের মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ওই মামলার আবেদনকারীর পক্ষে আইনজীবী ইদ্রিশ আলি বলেন, ইদানীং লাল বাতি বা ফ্ল্যাশারের অপব্যবহার বেড়েছে। পুলিশ অনেক ক্ষেত্রেই ব্যবস্থা নিচ্ছে না। ফলে অপরাধমূলক কাজে লাল বাতির গাড়ি ব্যবহারের আশঙ্কাও বাড়ছে।

পুরনো পদে কর্মী নেবে স্কুল সমিতি
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র মাধ্যমে স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয় ২০০৯ সালে। তার আগে যে-সব স্কুলে শিক্ষাকর্মীর পদ শূন্য ছিল, সেগুলিতে নিয়োগ করবে স্কুল পরিচালন সমিতি। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ২০০৯-এর সরকারি বিজ্ঞপ্তি জারির পর থেকে যত পদ সৃষ্টি হয়েছে, সব জায়গাতেই শিক্ষাকর্মী নিযুক্ত হবে এসএসসি মারফত। শিক্ষাকর্মী পদের বেশ কয়েক জন প্রার্থী হাইকোর্টে মামলা করেন। একসঙ্গে সেই সব মামলার শুনানি হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী এক্রামুল বারি বলেন, যে-দিন সরকারি সিদ্ধান্ত হয়েছে, এসএসসি সে-দিন থেকে নিয়োগের অধিকারী। সরকারি সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগের নিয়োগ তখনকার বিধি অনুসারেই হওয়া উচিত। ডিভিশন বেঞ্চ সব ক’টি মামলার রায় এ দিন একসঙ্গেই দেয়।

চোলাই রুখতে বাড়তি বিভাগ খুলছে সরকার
চোলাই মদের কারবারে রাশ টানতে আবগারি দফতরের পরিকাঠামোকে আরও জোরদার করছে রাজ্য সরকার। আজ, শনিবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে আবগারি দফতরের একটি প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে। গত ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে বিষমদ খেয়ে ১৭২ জনের মৃত্যুর পর থেকেই বেআইনি ভাবে মদ তৈরির ঠেকগুলির উপরে আবগারি দফতরে নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রী অমিত মিত্রের অধীন আবগারি দফতর তাদের প্রশাসনিক পরিকাঠামো ঢেলে সাজার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে। এত দিন বেআইনি মদের কারবার বন্ধ করার জন্য সারা রাজ্যে আবগারি দফতরের তিনটি ‘প্রিভেন্টিভ ডিভিশন’ কাজ করত। সেগুলি হল প্রেসিডেন্সি, বর্ধমান ও জলপাইগুড়ি। এখন সেই ডিভিশনের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ডিভিশনগুলি হবে আলিপুর, ব্যারাকপুর, দুর্গাপুর, মালদহ ও জলপাইগুড়িতে। এলাকা-ভিত্তিক নজরদারি বাড়াতে আবগারি দফতরের বাড়তি ২২টি রেঞ্জ অফিস এবং বাড়তি ৫৬টি সার্কেলের ব্যবস্থা হচ্ছে। নতুন সরকার আসার পরে শনিবার সরকারি ছুটির দিনে মন্ত্রিসভার বৈঠক এই প্রথম। বামফ্রন্ট জমানাতেও শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসার নজির নেই।

পুজোর পরে এক ছাতায় তৃণমূলের সব ইউনিয়ন
সরকারি কর্মী সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, পুজোর পরে একটি কনভেনশনের মধ্য দিয়ে নতুন ইউনিয়ন তৈরি হবে। তার নাম হবে ‘ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন’। শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের নেতাদের নিয়ে তৈরি কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের এক নেতা বলেন, “১১ অক্টোবর কোর কমিটির পরবর্তী বৈঠক। সেখানে থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই কনভেনশনের দিন চূড়ান্ত হওয়ার কথা।” রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের নামে সরকারি কর্মীদের একাধিক সংগঠন তৈরি হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী দলের অভ্যন্তরে ক্ষোভ প্রকাশ করেন। ইউনিয়নগুলিকে এক ছাতার তলায় আনতে ৪১ জনের কোর কমিটি গড়া হয়। এ দিন সেই কমিটির বৈঠকেই সংযুক্ত কর্মী সংগঠনের গঠনতন্ত্র চূড়ান্ত হয়। সংগঠনের এক নেতার কথায়, “আমরা ১২ সেপ্টেম্বর শিল্পমন্ত্রীকে গঠনতন্ত্রের খসড়া তৈরি করে দিয়েছিলাম। তিনি তা অনুমোদন করেন। তার ভিত্তিতে গঠনতন্ত্রটি গ্রহণ করেছি।” ওই নেতা বলেন, “প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটি হবে সর্বাধিক ১৫১ জনের এবং জেলা কমিটি হবে সর্বাধিক ৭১ জনের। এক বছরের কম চাকরি আছে, এমন কোনও সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারবেন না।”

আইন ভেঙে কয়লা তোলা রুখতে নির্দেশ
বেআইনি ভাবে কয়লা তোলা বন্ধ করতে রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসানসোল ও রানিগঞ্জ সংলগ্ন খনি অঞ্চলে বেআইনি ভাবে প্রচুর পরিমাণ কয়লা তোলার ফলে রাজ্য সরকারের বিপুল রাজস্ব-ক্ষতি হচ্ছে। ওই ক্ষতি যাতে না-হয়, তার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। সেই মামলার শুনানির পরে শুক্রবার হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপরি অসীম মণ্ডলের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ওই নির্দেশ দিয়েছে। ইসিএলের আবাসন থেকেও দখলদার উচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত। আবেদনকারীদের বক্তব্য, ওই দখলদারদের অনেকেই বেআইনি ভাবে কয়লা তোলার সঙ্গে জড়িত।

সরানো হল ইদ্রিশকে
দলের লক্ষ্মণরেখা অতিক্রম করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বহু বার সতর্ক করেও তাঁকে ওই কাজ থেকে বিরত করা যায়নি। অবশেষে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়েই দেওয়া হল ইদ্রিশ আলিকে। তবে তাঁকে দলের অন্য কাজে লাগানো হবে বলে শুক্রবার জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সুব্রতবাবু জানান, সংখ্যালঘু সেলের নতুন সভাপতি করা হয়েছে তৃণমূলের বিধায়ক এটিএম আবদুল্লাকে। ইদ্রিশ অবশ্য বলেছেন, “এ দিন পর্যন্ত তাঁকে এ কথা কেউ জানায়নি।”

ট্রাক ছিনতাই, ধৃত
ট্রাক ছিনতাইয়ের অভিযোগে কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকে শুক্রবার ৬ জন গ্রেফতার হল। গত ১৫ সেপ্টেম্বর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে ওই ছিনতাই হয়েছিল।

দেবলীনা জেলেই
রাষ্ট্রদ্রোহের মামলায় দেবলীনা চক্রবর্তীকে ফের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিল আদালত। ২০১০-এর একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.