টুকরো খবর
দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ কলেজে
কলেজের সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক তাঁর সই জাল করে টাকা তুলে নিয়েছেন বলে অধ্যক্ষের কাছে অভিযোগ করলেন ছাত্রীদের কমনরুমের সেক্রেটারি সুজাতা দাস। শুক্রবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের ঘটনা। এই কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে টিএমসিপি। এ দিন স্মারকলিপি দেওয়ার পাশাপাশি টিএমসিপির একটি গোষ্ঠী অধ্যক্ষের ঘরের সামনে প্রায় ঘণ্টা দেড়েক বিক্ষোভ দেখায়। অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ দাস বলেন, “ছাত্রীদের কমনরুমের সেক্রেটারি সুজাতা দাস অভিযোগ করেছে, তার সই জাল করে কমনরুম সংস্কারের জন্য ২ হাজার টাকা তুলে নিয়েছে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক। যদি অভিযোগের সত্যতা মেলে তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্র সংসদের মোট আসন ৪৬। এর মধ্যে ২৯টি আসন টিএমসিপির। বাকি আসন সিপির। সুজাতা দাসের দাবি, “এ ব্যাপারে গত ২৭ সেপ্টেম্বর অধ্যক্ষের কাছে লিখিত ভাবে জানিয়েছিলাম। তখন আশ্বাস দিলেও এখনও তিনি ব্যবস্থা নেননি।” এদিকে কলেজের কালচারাল সেক্রেটারি মঙ্গলময় দাসের অভিযোগ, “গত দু’তিন মাস থেকে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ কানে আসছিল। এ বার হাতেনাতে প্রমাণ পাওয়া গেল। অধ্যক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় এ দিন বিক্ষোভ দেখানো হয়েছে।” অভিযুক্ত সাধারণ সম্পাদক গোপীনাথ দাস বলেন, “মিথ্যা অভিযোগ। আমাদের ফাঁসানোর জন্যই এমনটা করা হচ্ছে।”

খালাসিকে মার, পথ অবরোধ
তোলা দিতে না চাওয়ায় এক ট্রাকের খালাসিকে মারধরের অভিযোগ উঠল রামপুরহাটে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে আড়াআড়ি ভাবে ট্রাক রেখে আধঘণ্টার বেশি সময় অবরোধ করলেন চালকেরা। ট্রাক চালকেরা প্রতিবাদ করায় তোলাবাজরা মোটরবাইক ফেলে পালিয়ে যায়। সাধারণ মানুষ ও ট্রাক চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই জাতীয় সড়কে একটি অসাধু চক্র তোলা আদায় করছে। পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। ট্রাক চালক মির্জা বসির আলির অভিযোগ, “প্রকাশ্য যে ভাবে তোলা আদায় চলছে তাকে ছিনতাই বলাই ভাল।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”

খাদান থেকে দেহ উদ্ধার
পাথরখাদান এলাকা থেকে শুক্রবার ভোরে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শেখ মোজাম্মেল (৩৫)। বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল থানার উদয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাপাসডাঙার একটি পাথর কলের কাজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠনো হয়েছে। যে পাথর কলের কাছে মৃতদেহটি পাওয়া গিয়েছে, সেই পাথরকলটির নৈশপ্রহরী আবুল বাশার বলেন, “নমাজ পড়ে ফিরে আসার সময় দেখি আমাদের গুদামের কাছে একটি মৃতদেহ পড়ে রয়েছে। তারপর লোকজন ডেকে পুলিশে খবর দেওয়া হয়।” জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানান, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

রজতজয়ন্তী উৎসব

রজতজয়ন্তী অনুষ্ঠান নলহাটির কলেজে। ছবি: সব্যসাচী ইসলাম।
রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে নলহাটি হিরালাল ভকত কলেজে। দু’দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিন শুক্রবার উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায় প্রমুখ। উপাচার্য বলেন, “কলেজ কর্তৃপক্ষ এখানে আরবি ও সাম্মানিক ভূগোল পড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন। আমি তাঁদের এ ব্যাপারে লিখিত আবেদন জানাতে বলেছি।” শনিবার কলেজে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.