ওডাফা ওকোলি কি মোহনবাগান ছাড়তে চাইছেন? ফেডারেশনের ‘সেকেন্ড উইন্ডো’ খুললে তিনি কি ফিরে যাবেন পুরনো ক্লাব চার্চিল ব্রাদার্সে? কিন্তু চার্চিল কি তাঁকে দেড় কোটি টাকা দিয়ে মাঝ-মরসুমে নেবে? মোহনবাগান অধিনায়ক কি ক্লাবের উপর অসন্তুষ্ট?
জোরালো ভাবে ওড়া খবরে তোলপাড় মোহনবাগান শিবির। ওডাফার ঘনিষ্ঠ বলে পরিচিত দলের ম্যানেজার বার্নার্ড পদত্যাগ করার পর গুঞ্জন আরও বেড়েছে। ওডাফা নিজে অবশ্য শনিবার সকালে ক্লাবের জিমে অন্যদের সঙ্গে অনুশীলন করেছেন। তিনি ‘রিলিজ’ চেয়েছেন এই খবর চাউর হওয়ায় প্রচণ্ড বিরক্ত ওডাফা। তাঁর প্রতিক্রিয়া, “বাজে খবর। যার কোনও ভিত্তি নেই। যত সব রটনা। কারা এসব বলছে?” মোহনবাগান সচিব অঞ্জন মিত্রও বলেছেন,“এ সব টিমের মনোবল ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করে কেউ রটাচ্ছে। কোনও ভিত্তি নেই। কোনও ঘটনাও ঘটেনি, ঘটবেও না।”
কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, শিলিগুড়িতে চার্চিল টিমের প্রধান আলেমাও চার্চিলের সঙ্গে ওডাফার এ ব্যাপারে একপ্রস্থ কথা হয়েছে। ফেড কাপের হারের পর সুভাষ ভৌমিকের ফরোয়ার্ড লাইনের হাল দেখে ক্ষিপ্ত চার্চিল কর্তারা। বেটো, বিলালকে রেখে হেনরি বা আক্রমকে ছেড়ে দিতে চাইছেন তাঁরা। সেই জায়গায় চার্চিল ফিরিয়ে আনতে চায় ওডাফাকে। আই লিগ দেওয়া স্ট্রাইকারকে যে তাঁরা সব সময়ই চান তা অবশ্য গোপন করছেন না গোয়ার পারিবারিক ক্লাবের প্রধান কর্তা আলেমাও চার্চিল। গোয়ায় ফোনে ধরা হলে তিনি বললেন, “ওডাফা যদি আসতে চায় আমরা নিতে রাজি। ও তো আমাদের ঘরের ছেলে।” সুভাষ কি ওডাফার ব্যাপারে কিছু জানেন? গোয়ায় ফোন করা হলে, চার্চিল কোচ অবশ্য ফোন তোলেননি। ওডাফা বিতর্কে জড়িয়ে পড়া টোলগেও এড়িয়ে গিয়েছেন সংবাদমাধ্যমকে।
গত বার মোহনবাগান দলের সঙ্গে মিশে যাওয়া ওডাফার এ বার সমস্যাটা কী? ক্লাব সূত্রের খবর, পিঠের ব্যথায় কাবু তাঁর বন্ধু স্ট্যানলিকে বাতিল করে দেওয়া হবে খবর পেয়ে চটেছেন ওডাফা। ক্লাব কর্তারা অবশ্য সবই অস্বীকার করছেন। আই লিগে এ বার বিদেশি পাল্টানোর নিয়ম বদল হয়েছে। আগে নিয়ম ছিল, একমাত্র চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেই নথিভুক্ত বিদেশি বদলানো যাবে। এ বার ক্লাব এবং সংশ্লিষ্ট বিদেশি নিজেদের মধ্যে আলোচনা করে টিমে না থাকতে চাইলে পরিবর্ত নেওয়া যাবে। ১৫ জানুয়ারি ২০১২ থেকে এক মাস নতুন বিদেশি নেওয়ার জন্য ‘সেকেন্ড উইন্ডো’ খুলবে ফেডারেশন। চার্চিলের লক্ষ্য ওই সময়টাই। ব্যারেটো-ভাইচুং থাকার সময় দুই তারকাকে নিয়ে মোহনবাগানে সমস্যা হয়েছিল। এ বারও ওডাফা-টোলগে নিয়ে সমস্যা হচ্ছে। দেখার কর্তারা কী ভাবে সামলান ব্যাপারটা। তাঁরা ইতিমধ্যেই পুরো দলের সঙ্গে কথা বলে সব কিছু মেটানোর চেষ্টা চালাচ্ছেন। |