টানটান উত্তেজনা। ঝড়ের বেগে ছুটছে লাল রঙের গাড়িটা। পিছনে ধাওয়া করে পুলিশ। গুলি, পাল্টা গুলি। মাথার উপর নজরদারি হেলিকপ্টারের পাখার ঝাপট। হলিউডি ফিল্মের দৃশ্য নয়। সত্যি ঘটনা। ফিনিক্সের পথে ব্যাপারটা ক্যামেরাবন্দি করছিল একটি টিভি চ্যানেল। সরাসরি সম্প্রচার হচ্ছিল। তাতেই বিপত্তি। পুলিশের হাতে ধরা পড়তেই আততায়ী মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে দিলেন। এমন ভয়াবহ দৃশ্য টিভিতে কেন দেখানো হল? তা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সঞ্চালক শেফার্ড স্মিথ জানান, পরিস্থিতি বুঝেই চিৎকার করেন, “বন্ধ কর, সম্প্রচার বন্ধ কর।” কিন্তু তত ক্ষণে সবটা হাতের বাইরে। শেফার্ডের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্প্রচার বন্ধ করে বিজ্ঞাপন দেখানো শুরু হয়। পরে তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু পরিস্থিতি তাতে হালকা হয়নি। খবরের সাইটগুলোর নির্মম প্রচার দেখে ক্ষিপ্ত এক ব্যক্তি বলেন, “এ আবার কী? যদি কেউ না দেখতে পান, এখানে ক্লিক করে পুনঃসম্প্রচার দেখুন এটা কোনও কথা হল!” পুলিশ জানিয়েছে, আততায়ীর পরিচয় জানা যায়নি। সকাল ১১টা নাগাদ একটি লাল রঙের গাড়ি চুরি করে পালান তিনি। পিছু নেয় পুলিশ। “কেন যে আত্মহত্যা করলেন, বুঝলাম না”, আক্ষেপ এক কর্তার।
|
এরা পুঁতে রেখে আসত দেশের প্রতিরক্ষা সংক্রান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ও মানচিত্র। ওরা পুঁতে যেত সোনার বিস্কুট আর হেরোইনের প্যাকেট। লেনদেন চলছিল দিব্যি। ওরা পাকিস্তানের এজেন্ট। আর এরা, পঞ্জাবের বিক্রয়কর বিভাগের আধিকারিক সুখপ্রীত সিংহ ও তার স্বামী সুরজপাল সিংহ। পাক সীমান্ত ঘেঁষা এক ফালি জমিতে এ ভাবেই সোনা ফলাত দু’জনে। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছে অমৃতসরের এই দম্পতি। পাকিস্তানের হয়ে চরবৃত্তির দায়ে তাদের আজ তরন-তারন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, পাক জঙ্গি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ওই মহিলার নিয়মিত যোগাযোগ আছে। তাদের কাছে দেশের নানা গুরুত্বপূর্ণ খবর পাঠাত এই দম্পতি। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি ও ভারতীয় সেনা অবস্থানের গোপন মানচিত্র পাওয়া গিয়েছে। সুখপ্রীতের ভাই দীর্ঘদিন ফেরার। সে-ও এই জাতীয় কাজেই জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ। তরন-তারন জেলা পুলিশ জানিয়েছে, এই দম্পতির বাড়ি পাক-ভারত সীমান্তের সন্ধ্রা গ্রামে। সীমান্তের একেবারে গা ঘেঁষে চাষের জমি রয়েছে সুখপ্রীতদের। তথ্য পাচারে সেটাকেই কাজে লাগাত তারা। অমৃতসর সেনানিবাসের গুরুত্বপূর্ণ নানা সামরিক তথ্য, আত্তারি-ওয়াঘা সীমান্তের সেনা ছাউনিগুলির একাধিক মানচিত্র তারা পাক এজেন্টদের কাছে পাচার করেছে মাটিতে পুঁতে। পাঠিয়েছে পঞ্জাবের নানা রাস্তা, একাধিক গুরুত্বপূর্ণ সেতু, এমনকী নির্মীয়মাণ সেতুর ছবিও।
|
জাল নোটের জাল ছিঁড়তে এ বার বাংলাদেশের সীমান্ত রক্ষীদের আর্জি জানাল বিএসএফ। ঢাকায় দু’দেশের সীমান্তরক্ষীদের চার দিনের বৈঠক আজ শেষ হয়েছে। সেই বৈঠকেই বিএসএফ-এর ডিজি বলেছেন, বাংলাদেশের সীমান্ত হয়ে ভারতীয় জাল নোট ভারতে ঢুকছে। যে ভাবে পাচারকারীরা নিয়মিত বিএসএফের হাতে ধরা পড়ছে, তাতে বিষয়টি স্পষ্ট। অনেকে ধরাও পড়ছে না। ফলে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চক্রান্তে জাল নোট ছড়িয়ে পড়ছে। বিএসএফ মনে করছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক হলে জাল নোট পাচারের ঘটনা কমতে পারে।
|
তুষারধসে মৃত ৪ ফরাসি পর্বতারোহীর দেহ শনিবার ফ্রান্সে পৌঁছল। কিছু দিন আগে নেপালের মানাসলু পর্বতে আরোহণের সময় ধসে ৮ পর্বতারোহীর মৃত্যু হয়।
|
ব্রিটিশ রাজকুমার উইলিয়ামের স্ত্রী কেটের ‘টপলেস’ ছবি প্রকাশের তদন্ত করবেন এক ফরাসি বিচারক। ছবি প্রকাশের উপরে আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
|
পোপ ষোড়শ বেনডিক্টের প্রাক্তন পরিচারক পাওলো গ্যাবরিয়েলের বিরুদ্ধে চুরির মামলা শুরু হল। গোপন নথি ফাঁস করার কথা স্বীকার করেছেন তিনি।
|
ইসলাম নিয়ে বিতর্কিত চিত্রপরিচালকের মাথার দাম ঘোষণা করেছিলেন পাক মন্ত্রী গুলাম আহমেদ বিলৌর। অনুতপ্ত নন তিনি। বলেছেন, এমন করাই যেতে পারে।
|