চার ঘণ্টার চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
উদ্ধার করা হচ্ছে সুনীল বাউড়িকে। ছবি: ওমপ্রকাশ সিংহ। |
চার ঘণ্টার চেষ্টায় পরিত্যক্ত প্রায় ৫০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল এক ব্যক্তিকে। তাঁর নাম সুনীল বাউড়ি। বাড়ি জেকেনগর ও সাতগ্রাম সীমান্তে ডাঙালপাড়া এলাকায়। শনিবার বেলা ১২টা নাগাদ মডার্ন সাতগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে আসানসোল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই এলাকায় শৌচকর্ম করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সাধু ভুঁইয়া। তিনিই ওই কুয়ো থেকে সুনীলবাবুর চিৎকার শুনতে পান। স্থানীয় কাউন্সিলর সুখময় পাণ্ডেকে খবর দেন তিনি। সুখময়বাবু লোকজন নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ ও জামুড়িয়া থানার পুলিশ। দমকলের সাহায্যে প্রাথমিক ভাবে তাঁকে নিচে বিস্কুট ও জল পাঠানো হয়। এর পর চার ঘণ্টার চেষ্টায় দড়ির সাহায্যে কুয়ো থেকে বের করে আনা হয় তাঁকে। |
দুর্ঘটনায় মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল পিন্টু দাস (১২) নামে এক ছাত্রের। শনিবার সকালে মেমারি-কাটোয়া রোডের ঘটনা। বাড়ি মন্তেশ্বরের বামুনিয়া বাজারে। পিপলন অরবিন্দ বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে। ট্রাক্টরটিকে আটক করেছে মন্তেশ্বর পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁটে স্কুলে যাচ্ছিল সে। বাড়ি থেকে কিছুটা যাওয়ার পর উল্টো দিক থেকে একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা ধরে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করেন বাসিন্দারা। |
বধূর অশ্লীল ছবি তোলার অভিযোগে গ্রেফতার করা হল কালনা মহকুমাশাসকের নিরাপত্তরক্ষী দিলীপকুমার নায়েককে। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। শনিবার সকালে কালনা মহকুমা আদালত তার জামিনের আর্জি মঞ্জুর করেছে। |