|
|
|
|
|
|
তিনি বলেন
|
গণতান্ত্রিক দেশে কেউ জোর করে
বসে পড়লে আর কী করা যাবে! |
জাভেদ শামিম |
প্রসঙ্গ রাজপথ আটকে রাজনীতি |
|
|
|
|
|
দিন যেমন
অসীম দাস
|
আজকের রাশি: মীন।
নক্ষত্র: পূর্বভাদ্রপদ।
শুভ রং: সাদা, ঘন নীল ও কালো।
এড়িয়ে চলুন: লাল ও কমলা।
শুভ সংখ্যা: ২, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮। |
আজ শুভ কোনও পরিবর্তন। ব্যবসায়ীদের উপার্জন ভাল হলেও উদ্বেগ বাড়তে পারে। বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। নতুন বাসস্থান কেনার পরিকল্পনা। রাজনৈতিক ব্যক্তিরা সতর্ক ভাবে মন্তব্য করুন। সন্তানের সাফল্য। মেদবাহুল্য ও হাঁটুর সমস্যায় ভুগতে পারেন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
বাসরুট অনুমোদনে
কলিকাতায় ৬টি বাসরুটের অনুমোদন লইয়া পরিবহণ দপ্তরের গড়িমসির অভিযোগ উঠিতেছে। কলিকাতা রাষ্ট্রীয় পরিবহণ কর্পোরেশনের অভিযোগ, রুটগুলির অনুমোদন ফাইল বন্দী। কর্পোরেশনের অনুরোধেও কাজ হইতেছে না। নূতন রুটে চালানোর জন্য যত বাস দরকার সবই কর্পোরেশনের গ্যারেজে মজুদ রহিয়াছে।
—আনন্দবাজার পত্রিকা, ২৯ সেপ্টেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|