বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হাম্বানটোটায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে রাত ৭.৩০
খেলার বিস্তারিত খবর জানতে...
  • জিম্বাবোয়ের জারভিসের উইকেট নিয়ে আনন্দে মেতেছেন শ্রীলঙ্কার মেন্ডিস ও সঙ্গকারা। হাম্বানটোটায় রয়টার্সের তোলা ছবি।

  • সান্ত্বনা...জয়ের পর জিম্বাবোয়ের ক্রেমারের সঙ্গে করমর্দন করে এই বার্তাই হয়ত দিচ্ছেন শ্রীলঙ্কার সঙ্গকারা। ছবি: এএফপি

  • উল্লাস...জিম্বাবোয়ের মাসাকাদজার উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতেছেন শ্রীলঙ্কার মেন্ডিস। ছবি: রয়টার্স

  • জিম্বাবোয়ের ক্রেইগ আর্ভিনকে স্টাম্প আউটের পর শ্রীলঙ্কার উইকেটকিপার কুমার সঙ্গকারা। এএফপি-র তোলা ছবি।

  • অজন্তা মেন্ডিসের বলে আউটের পর মাঠ ছাড়ছেন জিম্বাবোয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। ছবি: রয়টার্স

  • জিম্বাবোয়ের অধিনায়ককে আউট করে উল্লাসে মত্ত শ্রীলঙ্কা বাহিনী। ছবি: রয়টার্স

  • শ্রীলঙ্কার দিলশন মুনাউইরার আউটের পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতেছেন জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলর। ছবি: এএফপি।

  • খেলার আগে আফগানিস্তানের মঙ্গল ও শাহজাদের হাতে ব্যাট তুলে দিচ্ছেন হরভজন ও রোহিত শর্মা। ছবি: পিটিআই

  • খেলা শুরুর আগে খুদেদের হাত ধরে পিচের দিকে এগোচ্ছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ছবি: এএফপি

  • প্রেমদাসা স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন গ্রাউন্ড স্টাফদের সঙ্গে আলাপচারিতায় অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ছবি: এএফপি

  • শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে খেলা চলাকালীন দেশের জার্সি গায়ে উল্লাস শ্রীলঙ্কার সমর্থকদের। এএফপি-র তোলা ছবি।

  • খেলার আগে রায়না ও সহবাগের হাতে ব্যাট তুলে দিচ্ছেন আফগানিস্তানের সাদেক ও স্তানিকজাই। ছবি: এএফপি

  • দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কার্স্টেনের তত্বাবধানে নেট প্র্যাক্টিস অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের। ছবি: রয়টার্স।

  • আগামিকাল আফগানিস্তান ম্যাচের আগে কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে অনুশীলনে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

  • 'নজরবন্দি...' রোহিতের প্র্যাক্টিস মনোযোগ দিয়ে দেখছেন 'গুরু' ফ্লেচার। কলম্বোয় এএফপি-র তোলা ছবি।

  • অনুশীলন চলাকালীন ফিল্ডিং কোচ ট্রেভরের সঙ্গে আলোচনায় যুবরাজ। ছবি: রয়টার্স।

  • প্রতিপক্ষ আফগানিস্তান হলেও হাল্কা ভাবে নিতে নারাজ। অনুশীলনের ফাঁকে আলোচনায় ধোনি-বাহিনী। ছবি: রয়টার্স।

  • 'বিনা যুদ্ধে...' শ্রীলঙ্কার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনে মগ্ন এল্টন চিগুম্বুরা। ছবি: রয়টার্স।

  • সৌজন্য... অনুশীলন ম্যাচ হারার পর পাকিস্তানের কামরান আকমলকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। ছবি: এএফপি।

  • উমর আকমলের উইকেট পাওয়ার পর সতীর্থদের অভিনন্দন বোলার অশ্বিনকে। ছবি: এএফপি।