বেহাল জাতীয় সড়ক ও বেসরকারি বাস ধর্মঘটের জেরে যাত্রী দুর্ভোগ চলছেই। এরই পাশাপাশি, মঙ্গলবার থেকে আন্দোলনকারীদের তরফে কয়েকটি এলাকায় ট্রাক চলাচলে বাধা দেওয়া হয়। ফলে পণ্য পরিবহণ ব্যবস্থাও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমদ্যেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শাক-সবজির দাম বাড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। চালানি মাছের দামও বেড়ে যেতে পারে ভেবেও বাসিন্দারা দুর্ভাবনায় রয়েছেন। বালুরঘাট থেকে আলিপুরদুয়ার, সর্বত্র যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সরকারি তরফে বেশি বাস চালানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তব ছবিটা অন্যরকম। বেশির ভাগ বাসেই ঝুলে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌরব চক্রবতী বলেন, “জানি যাত্রীদের কষ্ট হচ্ছে। কিন্তু আমরা নিরুপায় হয়ে বাস বন্ধ রেখেছি। জাতীয় সড়কের পরিস্থিতি যা, তাতে বাস চালালে দুর্ঘটনা বাড়বে।” |
জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়িতে মঙ্গলবার কম সরকারি বাস রাস্তায় নেমেছে বলে অভিযোগ। এদিন সকাল ৯টার পরে দুপুর পর্যন্ত জলপাইগুড়ির শান্তিপাড়া ডিপো থেকে কোনও শিলিগুড়িগামী বাস ছাড়েনি বলে অভিযোগ। ডিপো সূত্রে জানা গিয়েছে প্রতিদিন এই রুটে তিনটে বাস চলাচল করে। মঙ্গলবার চলেছে দুটি বাস। ডিপো সূত্রে জানানো হয়েছে, জাতীয় সড়কে যানজটের জন্য বাস ডিপোয় পৌঁছতে দেরি হয়। শিলিগুড়ির খড়িবাড়ি, নকশালবাড়ি, বাগডোগরা রুটে এ দিন সকালে বাস চলাচল কম থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়। রাস্তার বেহাল পরিস্থিতির জন্য অনেকে বাস চলাচল বন্ধ রেখেছিলেন। দুপুরের পরে বাস চলাচল অবশ্য স্বাভাবিক হয়েছে। মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “এক জেলা থেকে অন্য জেলায় সে সমস্ত বাস চলাচল করা সে ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। তবে নকশালবাড়ি, খড়িবাড়ি রুটে বাস চলাচল যাতে সমস্যা না হয় সে জন্য বাস মালিকদের সংগঠনের সঙ্গে কথা বলব।” শিলিগুড়ির মতো ডুয়ার্সের রুটের নিত্য যাত্রীরাও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বিরুদ্ধে কম বাস চালানোর অভিযোগ করেন। সকাল ৯টা নাগাদ কদমতলা মোড়ে যাত্রীরা বিক্ষোভও দেখিয়েছেন। নাগরাকাটার স্কুল শিক্ষক মৃন্ময় সেনগুপ্ত বলেন, “প্রতি দিন যে বাস চালায় এনবিএসটিসি, তাও এ দিন পাওয়া যায়নি।” |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তনিমা রায় বলেন, “সরকারি তরফে বলা হয়, ধর্মর্ঘট মোকাবিলা করতে বেশি সরকারি বাস চলবে। নেতা-কর্তারা দেখে যান, যাত্রীদের কী হয়রানি হচ্ছে?” মঙ্গলবার ময়নাগুড়িতে যাত্রীদের ছোট গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্মঘট সমর্থকদের। জলপাইগুড়ি ডিপো সূত্রে জানানো হয়েছে, ডুয়ার্স এবং বালুরঘাট রুটের ৩টি বাস যানজটের কারণে ডিপোয় না পৌঁছতে পারায় বাসগুলি এ দিন চালানো যায়নি। রায়গঞ্জের সুপার মার্কেট, মোহনবাটি, ও শিলিগুড়ি মোড়ে একই ছবি। বহু অফিস যাত্রীকে ট্যাক্সি করে গন্তব্যে রওনা হতে হয়। করণদিঘি, ইটাহার, কালিয়াগঞ্জ এলাকার নিত্যযাত্রীরাও দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করে না পেয়ে ভুটভুটিতে চেপে রওনা হন। রায়গঞ্জের উদয়পুর এলাকার বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বাপিকুমার দত্ত ভাটোল এলাকায় কর্মরত। তিনি বলেন, “শিলিগুড়ি মোড় এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও বাস না মেলায় প্রাণের ঝুঁকি নিয়ে বেহাল জাতীয় সড়ক ধরে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা মোটরবাইকে চেপে যাতায়াত করতে বাধ্য হয়েছি।” রায়গঞ্জ জেলা হাসপাতালে দাঁড়িয়ে ইটাহারের বাসিন্দা পেশায় চাল ব্যবসায়ী সোহম আলি বলেন, “আমার মা গত তিনদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে। বাস না মেলায় ৭০০ টাকায় ভুটভুটি ভাড়া করে পরিবারের লোক নিয়ে হাসপাতালে আসতে বাধ্য হয়েছি।” |
জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, রাজ্য সরকার জাতীয় সড়ক সংস্কার ও বাসভাড়া বাড়ানোর ঘোষণা না করা পর্যন্ত বেসরকারি পরিবহণ ধর্মঘট চলবে। এ দিকে, বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবিতে এ বার আন্দোলনে নামার হুমকি দিল যুব কংগ্রেস। আলিপুরদুয়ার থেকে সোনাপুর পযর্ন্ত দীর্ঘ দিন ধরে বেহাল রাস্তা পুজোর আগে মেরামত না হলে আন্দোলনে নামবে আলিপুরদুয়ারের যুব কংগ্রেস নেতৃত্ব। পূর্ত দফতরের (রাস্তা) আলিপুরদুয়ারের সহকারী বাস্তুকার প্রশান্ত পাঁজা জানান, বৃষ্টি কমলে রাস্তাটি মেরামতির কাজ শুরু করা হবে। এমতাবস্থায়, ম্যাক্সি ক্যাব ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ারের সম্পাদক বাপি দাস জানান, ডিজেলের জাম বেড়ে যাওয়ায় তাঁদের গাড়ি চালানোয় সমস্যায় পড়তে হচ্ছে। বুধবার থেকে তাঁরাও ছোট গাড়ি রাস্তায় নামাবেন না। ডুয়ার্স অটো রিকশা ওর্নাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু বিশ্বাস জানান, ভাড়াবৃদ্ধির দাবিতে তারা বুধবার ও বৃহস্পতিবার ধর্মঘট করবেন। |