যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে আজারেঙ্কা-সেরেনা |
যুক্তরাষ্ট্র ওপেনে মহিলা সিঙ্গলস সেমিফাইনালে মারিয়া শারাপোভা ও সারা এরানির বাধা টপকে ফাইনালে উঠলেন যথাক্রমে ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামস। গতকাল রাতের প্রথম সেমিফাইনালে শীর্ষ বাছাই আজারেঙ্কা প্রথম সেট ও একটি ব্রেক পেয়েন্টে পিছিয়ে থেকেও তিন সেটের লড়াইয়ে শারাপোভাকে হারান ৩-৬, ৬-২, ৬-৪ ফলে। প্রসঙ্গত, এই বছর প্রথম কোনও তিন সেটের লড়াই হারলেন শারাপোভা। অন্য দিকে, ইতালির সারা এরানিকে ৬-১, ৬-২ ফলাফলে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেন সেরেনা। শনিবারের ফাইনালে সেরেনা জিতলে ১৯৮৭ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পর প্রথম কোনও ত্রিশোর্ধ্ব মহিলা হিসাবে যুক্তরাষ্ট্র ওপেন জিতবেন তিনি।
|
ফেসবুকে সহকর্মীর অশ্লীল ছবি, গ্রেফতার ১ |
ফেসবুকে ব্যাঙ্ক ম্যানেজারের অশ্লীল ছবি আপলোড করার অভিযোগে গ্রেফতার করা হল ওই ব্যাঙ্কেরই এক কর্মীকে। ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে আজ তুহিন্দ্র ভট্টাচার্য নামে ওই ব্যক্তিকে সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এক বছর আগে ওই ব্যাঙ্কে কাজ পেয়েছিলেন তুহিন্দ্র। কিন্তু কাজে গাফিলতি ও আরও বিশেষ কিছু কারণে তাঁকে বহিষ্কার করেন ম্যানেজার। অভিযোগ, ঘটনার প্রতিশোধ নিতেই তিনি এই পন্থা নেন। আজ তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
মেয়েকে কটূক্তি, প্রতিবাদ করায় প্রহৃত বাবা |
ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে কয়েকটি ছেলের হাতে প্রহৃত হলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় মেয়েকে প্রাইভেট টিউশনে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন কয়েকটি ছেলে তাঁর মেয়ের প্রতি কটূক্তি করতে থাকে। সহ্য করতে না পেরে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। তখনই তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারে ছেলেগুলি। মাথায় ইঁট দিয়ে আঘাতও করে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারু দাস নামে এক জনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
আরামবাগে ঘর ছাড়ার হুমকি সিপিএম নেতাকে |
আগামিকাল হুগলির আরামবাগে জনসভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই জনসভায় যোগ না দেওয়ার জন্য স্থানীয় সিপিএম নেতা শ্যাম চক্রবর্তীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শ্যামবাবুর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে প্রতিনিয়ত ঘর ছাড়ার হুমকি দিচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, গতকাল সন্ধেয় তাঁর বাড়ির সামনে বোমাবাজিও করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সিপিএম নেতৃত্বের একাংশ।
|
দুই জেলায় বাজার ও কারখানায় আগুন |
আজ ভোরে হাওড়ার হরগঞ্জ থানার শান্তি মার্কেটে হঠাত্ই আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি। অন্য দিকে, কলকাতার তালতলায় একটি ব্যাগের কারখানাতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
|