আজকের শিরোনাম
কয়লা কেলেঙ্কারিতে ফের উত্তাল সংসদ
কয়লা ব্লক বন্টন দুর্নীতি নিয়ে আজ ফের উত্তাল হয়ে উঠল সংসদের বাদল অধিবেশন। বিরোধীদের তুমুল হট্টগোলে বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন। ফের অধিবেশন শুরুতেই সংরক্ষণ বিল পেশ করা নিয়ে এসপি ও বিসপি-এর মধ্যে বচসা শুরু হয়। সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ বিল পেশ করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর আজ রাজ্যসভায় বিলটি পেশ করার কথা ছিল। শিবসেনা ও বিএসপি এই বিলের বিরোধীতা করায় যথেষ্ট চাপেই ছিল কেন্দ্র। রাজ্যসভায় তুমুল হট্টগোলের মধ্যে বিলটি পেশ করা হলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এসপি ও বিএসপি সাংসদ নরেশ অগ্রবাল ও অবতার সিংহ। অন্যদিকে সংরক্ষণ বিলটিকে অসাংবিধানিক আখ্যা দেন বিএসপি প্রধান মুলায়ম সিংহ যাদব। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর সারা দিনের মত মুলতুবি হয়ে যায় সংসদ। এই ঘটনার তীব্র নিন্দা করে বিএসপি নেত্রী মায়াবতী জানিয়েছেন যে বিজেপি সাংসদেরা সহযোগিতা করলেই বিলটি পাশ হয়ে যেত। এই ঘটনা যারপরনাই ন্যক্কারজনক বলে মন্তব্য করেন তিনি।

ময়দানে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ ময়দানে গোষ্ঠপালের মূর্তির নীচে শিক্ষক দিবস উপলক্ষে ৫০ জন বিশিষ্ট শিক্ষককে সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদেরা ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানে জেলায় জেলায় অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে তৃণমূল সাংসদ তহবিলের টাকায় বিভিন্ন গ্রামের গ্রাম পঞ্চায়েতদের হাতে তুলে দেওয়া হয় ‘জীবন সাথী’ নামে ৩২টি অ্যাম্বুলেন্স। পরে আরও চারটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

গাছ পড়ে ব্যাহত যান চলাচল
আজ সকাল ৭.৩০ নাগাদ যাদবপুর ও যোধপুর পার্কের মাঝামাঝি এলাকার সেলিমপুরে একটি শিরিষ গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। ফলে নাকাল হয় অফিস যাত্রীরা। এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থলে পৌঁছায় ডিজাস্টার ম্যানেজমেন্টে গ্রুপ ও পুরসভার প্রতিনিধিরা। তাদের তত্ত্বাবধানে রাস্তা থেকে গাছটি তোলা হয়। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.