দলের ভাবমূর্তি উদ্ধারে ডেরেক
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যের নেতিবাচক ছবির মোকাবিলায় দিল্লিতে সক্রিয় হলেন তৃণমূল নেতৃত্ব। দলের একাংশ মনে করে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে গত এক বছরে বিভিন্ন ঘটনায় সরকারের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে। বিষয়টি নিয়ে দলের শীর্ষ স্তরে আলোচনার পরেই সরকারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দিল্লিতে তৎপর হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ দিল্লিতে প্রায় এক ডজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে একটি ব্যক্তিগত আলাপচারিতায় রাজ্যের ইতিবাচক ছবি তুলে ধরেন ডেরেক। পরে তিনি বলেন, “দিল্লিতে বসে পশ্চিমবঙ্গের সার্বিক চিত্রটি পাওয়া সম্ভব নয়।” ওই প্রতিনিধিদের কলকাতায় আমন্ত্রণও জানান তিনি। জমি বিল থেকে খুচরোয় বিদেশি লগ্নি তৃণমূলের অনড় অবস্থানের কারণে সংস্কারমুখী কোনও পদক্ষেপ করতে পারছে না কেন্দ্র। মমতার এই অনড় মনোভাবের কারণ জানাতে গিয়ে ডেরেক বিদেশি সংবাদমাধ্যমের কাছে বলেন, “বিধানসভা ভোটের আগে এই ধরনের সিদ্ধান্ত নেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। দল এখন ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না।” সাংবাদিকদের ডেরেক বলেন, “দলের ওয়েবসাইট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রয়েছেন ফেসবুকে। সেখানেই তৃণমূল তথা সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সর্বশেষ তথ্য পাওয়া যায়।”
|
মিনি মাধ্যমিক এ বছর নয়, জানাল পর্ষদ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বছর শুরু হচ্ছে না ‘মিনি মাধ্যমিক’। ১৩ অগস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, নবম শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, খাতা দেখবেন অন্য স্কুলের শিক্ষকেরা। চলতি শিক্ষাবর্ষেই এই ব্যবস্থা চালু হবে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মঙ্গলবার জানিয়েছে, স্কুল ও ছাত্রছাত্রীদের অনেকেই এই ধরনের একটি পরীক্ষার জন্য ‘প্রস্তুত নয়’। পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় অবশ্য জানান, আগামী বছর নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা পর্ষদই নেবে এবং ২০১৪ থেকে মাধ্যমিকের মার্কশিটে নবম শ্রেণির নম্বরের উল্লেখ থাকবে। তিনি বলেন, “পর্ষদ প্রশ্নপত্র তৈরি করেছিল। কিন্তু দেখা গেল, অনেক স্কুলে তা রাখার মতো গোপন জায়গাই নেই। তা ছাড়া পড়ুয়াদের একাংশ জানিয়েছে, তারা পর্ষদের প্রশ্নে নবম শ্রেণির পরীক্ষা দিতে মানসিক ভাবে প্রস্তুত নয়।” তবে পর্ষদ সূত্রের খবর, অগস্টের মাঝামাঝি সিদ্ধান্ত নিয়ে নভেম্বর-ডিসেম্বরে এত ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এটা বুঝেই পর্ষদও সরকারকে সিদ্ধান্ত বদলাতে হল।
|
স্থগিত নতুন করে স্কুল নথিভুক্তির বিজ্ঞপ্তি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের সব বেসরকারি স্কুলকে নতুন করে নাম নথিভুক্ত করানোর সরকারি বিজ্ঞপ্তি স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাশিস করগুপ্ত সোমবার জানিয়ে দিয়েছেন, বিভিন্ন বিদ্যালয়ের এই সংক্রান্ত মামলা না-মেটা পর্যন্ত স্কুলের নাম নতুন ভাবে নথিভুক্ত করা বা টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। সব বেসরকারি স্কুলকেই নতুন করে নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়ে রাজ্য সরকার গত ৭ মে ও ২১ জুন দু’টি বিজ্ঞপ্তি জারি করে। নতুন ভাবে নাম নথিভুক্তির জন্য শহরের প্রাথমিক স্কুলগুলিকে পাঁচ হাজার, গ্রামীণ প্রাথমিক স্কুলকে তিন হাজার, শহরের জুনিয়র হাই বা হাইস্কুলকে ১০ হাজার এবং গ্রামীণ জুনিয়র হাই বা হাইস্কুলকে সাত হাজার টাকা দিতে হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকারের ওই দু’টি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ৬০টি বেসরকারি স্কুল হাইকোর্টে মামলা করে। আবেদনকারীদের বক্তব্য, ‘সকলের জন্য শিক্ষা’ আইন অনুযায়ী সরকার ওই দু’টি বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু এর ফলে শিক্ষা প্রসারিত না-হয়ে সঙ্কুচিত হওয়ার আশঙ্কা আছে। এমন বিজ্ঞপ্তি জারি করার কোনও এক্তিয়ার রাজ্য সরকারের নেই বলেও জানানো হয় কোর্টে। আবেদনকারীদের মতে, নতুন করে নাম নথিভুক্ত করা আসলে শিক্ষাবিরোধী মনোভাবের প্রতিফলন। বিচারপতি দেবাশিস করগুপ্ত দু’টি বিজ্ঞপ্তিই স্থগিত করে দেন।
|
১২ সেপ্টেম্বর প্রতীক ধর্মঘটের ডাক দিল কন্ট্র্যাক্ট ক্যারেজ বাসমালিকদের সংগঠন। আশঙ্কা, ওই দিন সমস্যা হবে স্কুলপড়ুয়া ও অফিসযাত্রীদের। সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, নানা দাবি নিয়ে পরিবহণমন্ত্রী মদন মিত্রকে চিঠি দিয়েও লাভ হয়নি। মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
|
বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ক্যালেন্ডার |
মার্চ-মে স্নাতক পার্ট থ্রি, জুনে স্নাতকোত্তরের অভিন্ন প্রবেশিকা। আগামী বছর থেকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষা-ক্যালেন্ডার করতে চায় উচ্চশিক্ষা সংসদ। |