প্যারালিম্পিকে প্রথম পদক ভারতের
সংবাদসংস্থা • লন্ডন |
প্যারালিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন গিরিশা হোসানাগারা নাগারাজেগৌড়া। পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন ২৪ বছরের কর্নাটকী অ্যাথলিট। অল্পের জন্য সোনা হারালেন তিনি। গিরিশার বিভাগে যিনি সোনা জিতেছেন, ফিজির সেই অ্যাথলিট ইলিয়েসা দেলানা আর গিরিশা একই উচ্চতায় (১.৭৪ মিটার) লাফিয়েছিলেন। কিন্তু ইলিয়েসা তুলনায় কম বার লাফিয়েছেন বলে তিনি সোনা জেতেন। বাঁ পা স্বাভাবিক ভাবে নাড়াতে পারেন না গিরিশা।
|
ফের ময়দানে অমল দত্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অশীতিপর অমল দত্ত ফিরতে পারেন ময়দানে। কালীঘাট ক্লাব বিশেষ পরামর্শদাতা হিসেবে তাঁর সঙ্গে চুক্তি করতে চায়। ‘ডায়মন্ড সিস্টেম’ খ্যাত কোচ অমল দত্ত বলেছেন, “ওদের পরিকাঠামো পছন্দ হয়েছে। চুক্তি এখনও হয়নি। ছোটদের নিয়েই কাজ করতে আগ্রহী।” কালীঘাট ক্লাবের কর্তা জয়দীপ কোলে বলেন, “আমরা ওনাকে বিশেষ পরামর্শদাতা হিসেবে চাই।”
|
পরীক্ষায় বসতে পারবে উন্মুক্ত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উন্মুক্ত চন্দকে পরীক্ষায় বসার ছাড়পত্র দিল তার কলেজ। এ দিন তারা সংবর্ধনাও দিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে। উন্মুক্তকে তার কলেজ পরীক্ষায় বসতে দিচ্ছে না এই খবর পেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কপিল সিব্বল ও ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন কড়া চিঠি পাঠান দিল্লি বিশ্ব্যবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে। তিনি চিঠি দেন উম্মুক্তর কলেজ কর্তৃপক্ষকে। তাতেই জট খোলে।
|
সময়সীমা বাড়ল ডেকান চার্জার্সের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইপিএলে টিম রাখবে কি না, ঠিক করতে আরও বারো দিন সময় পেল ডেকান চার্জার্স। মঙ্গলবার নয়াদিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। যেখানে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানানো হল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। ওই দিন আইপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠক। ডেকান আগ্রহী না হলে টিম কেনার জন্য নতুন ‘বিড’ দেওয়া হবে।
|
ভবানীপুর ক্লাবকে ৩-০ হারিয়ে এয়ারলাইন্স গোল্ড কাপ ফাইনালে উঠল মহমেডান। গোলদাতা কৃশানু বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড সানডে (২)।
|
কোকাকোলা এলিয়ট শিল্ড চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধন আজ, বুধবার। অনুষ্ঠানে থাকবেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার সুকুমার সমাজপতি। |