টুকরো খবর
শীঘ্রই বাড়ছে পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাসের দাম, স্পষ্ট ইঙ্গিত তেল মন্ত্রকের
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিল তেল মন্ত্রক। আগামী শুক্রবার সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তেল মন্ত্রকের এক পদস্থ কর্তা। জ্বালানি খাতে আর ভর্তুকি দেওয়ার মতো টাকা কেন্দ্রের হাতে নেই, অর্থ মন্ত্রকের এই মন্তব্যের পরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ‘আসন্ন’ বলেই মনে করছে তেল মন্ত্রক। ওই অফিসার জানান, “দর বাড়া ‘আসন্ন’। এ ক্ষেত্রে থেকে সরে আসার প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।” উৎপাদন ও আমদানির খরচ ২৮% বাড়লেও ডিজেল, রান্নার গ্যাস (এল পি জি) এবং রেশনে সরবরাহ করা কেরোসিনের দাম ২০১১ সালের জুনের পর থেকে বাড়েনি বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। ডিজেল ও রান্নার গ্যাস বিক্রি করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দৈনিক লোকসানের বহর ৫৬০ কোটি টাকা। পেট্রোলের ক্ষেত্রে তা প্রতি লিটারে ৫ টাকা। যদিও ২০১০ সালের জুনে পেট্রোলের দাম নিয়ন্ত্রণ থেকে হাত গুটিয়ে নিয়েছে কেন্দ্র, তা সত্ত্বেও বাজার দরের বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ানো হয়নি বলে তেল মন্ত্রক সূত্রের খবর। ডিজেল বিক্রি করে লিটার পিছু লোকসানের অঙ্ক ১৯.২৬ টাকা, কেরোসিন ৩৪.৩৪ টাকা। রান্নার গ্যাসে ১৪.২ কেজির সিলিন্ডার পিছু ক্ষতি ৩৪৭ টাকা। এই ভাবে চললে ৩ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামকে ২০১২-’১৩ অর্থবর্ষে ১,৯২,৯৫১ কোটি টাকা আয় হারাতে হবে বলে জানিয়েছে মন্ত্রক।

গত অর্থবর্ষে বাড়ল শেয়ার বাজারে অনিয়মের সংখ্যা
গত অর্থবর্ষে তিন গুণেরও বেশি বাড়ল শেয়ার বাজারে আর্থিক অনিয়মের সংখ্যা। এই সময়ে বেআইনি লেনদেনের অভিযোগে মোট ১,৩৬৫টি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। এর মধ্যে রয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সংস্থা এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষও। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী নমো নারায়ণ মীনা। ২০১১ সালেও এই সংখ্যাটি ছিল ৩৮৯টি। মীনা বলেন, এই সব অভিযোগের ক্ষেত্রেই সেবি বিষয়গুলি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি আইনে ব্যবস্থা নিয়েছে। তাঁর দাবি, এই সব বেআইনি লেনদেনের ক্ষেত্রে শেয়ার বাজারে সে রকম প্রভাব পড়েনি। তবে যে সংস্থার শেয়ারে অনিয়ম হয়েছে, তাদের উপর প্রভাব পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। গত ২৬ জুলাই পিপাভব ডিফেন্স অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, গ্লোডাইন টেকনোসার্ভ, পার্শ্বনাথ ডেভেলপার্স, টিউলিপ টেলিকমের মতো কয়েকটি সংস্থায় অনিয়মের খোঁজ পায় সেবি। যে কারণে মোট ১৯টি সংস্থার শেয়ার বাজারে লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, আরও নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সংস্থাগুলি অন্য কোনও ধরনের আর্থিক লেনদেনও করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সেবি।

কিংফিশারের জন্য ৫৯০৪ কোটির গ্যারান্টি মাল্যের
কিংফিশার এয়ারলাইন্সের ঋণ এবং অন্যান্য দায়ের জন্য গত অর্থবর্ষে ৫,৯০৪ কোটি টাকা গ্যারান্টি দিয়েছেন সংস্থার কর্ণধার বিজয় মাল্য। তবে ১৪টি ব্যাঙ্কের কনসোর্টিয়ামের আপত্তিতে এ জন্য কোনও কমিশন পাননি তিনি। পাশাপাশি, এই সময়ে বিমান সংস্থাটি থেকে কোনও অর্থও পাননি মাল্য। এর আগের বছর ৬,১৫৬ কোটি টাকা দিয়ে ৫১ কোটির কমিশন পান তিনি। ২০১১-’১২ সালের বার্ষিক রিপোর্টে এ কথা জানিয়েছে সংস্থা। মাল্যর দেওয়া গ্যারান্টির পরিমাণ কমলেও, কিংফিশার এয়ারের হয়ে তাঁর অন্যান্য সংস্থার গ্যারান্টি ৮,৮৬৩ কোটি থেকে বেড়ে হয়েছে ৮,৯২৬ কোটি টাকা। এই সময়ে সংস্থার নিট লোকসানও দ্বিগুণ বেড়েছে। হয়েছে ২,৩২৮ কোটি টাকা। তবে স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ বাড়লেও, কমেছে দীর্ঘ মেয়াদি ঋণের অঙ্ক। ব্যাঙ্কগুলি থেকে ঋণ পেতে কিংফিশার এয়ার তাদের সমস্ত অস্থাবর সম্পত্তি, ট্রেডমার্ক, কিংফিশার হাউস-সহ নানা সম্পদ জামিন রেখেছিল।

ক্রেডিট কার্ডে ঋণ
রাজ্যের হস্ত ও তন্তুবায় শিল্পীরা এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্কঋণ নিতে পারবেন। মহাজনদের চড়া সুদে ঋণের ফাঁদ থেকে শিল্পীদের মুক্তি দিতেই এই উদ্যোগ বলে জানান রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। মহাকরণে তিনি জানান, শিল্পীরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্রেডিট কার্ডে পাঁচ হাজার টাকা থেকে সর্বাধিক দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ধাপে ধাপে সব শিল্পীর কাছেই এই ‘কারিগরি ক্রেডিট কার্ড’ পৌঁছবে।

টেক মহীন্দ্রার অধিগ্রহণ
হাচিসন গ্লোবাল সার্ভিসেসকে কিনে নেওয়ার কথা জানাল ভারতীয় সফটওয়্যার সংস্থা টেক মহীন্দ্রা। ১০০% অংশীদারি কিনতে প্রায় ৪৮৪.০৩ কোটি টাকা দিয়েছে তারা। চুক্তির শর্ত হিসেবে ৫ বছরে হাচিসনের গ্রাহক সংস্থাগুলি মোট ৮৪.৫ কোটি ডলারের ব্যবসা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, মোট ব্যবসার একটি নির্দিষ্ট অংশ ভারতের জন্য বরাদ্দ থাকবে।

দাম বাড়ল
প্রতি পাউন্ডে ২ টাকা করে দাম বাড়ল পাউরুটির। সোমবার থেকে তা কার্যকর হয়েছে, জানান প্রস্তুতকারক সংগঠনগুলির জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইদ্রিশ আলি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.