আজকের শিরোনাম
আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব
আজ আমেরিকার নিউ জার্সিতে ফের বন্দুকবাজের হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে নিউ জার্সির ওল্ড ব্রিজে এক শপিং মলের সামনে। অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজ হঠাত্ই এলোপাথারি গুলি ছুঁড়তে আরম্ভ করে। হামলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশের গুলিতে বন্দুকবাজের মৃত্যু হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

নাড়োরা পাটিয়া মামলার রায়
আজ নাড়োরা পাটিয়া মামলার রায়ে বিজেপি বিধায়ক মায়া কোডনানিকে ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আমদাবাদের বিশেষ আদালত। যাবজ্জীবন কারাবাস হল বজরঙ্গ দলের নেতা বাবু বজরঙ্গির। আদালতের মতে গোধরা পরবর্তী হিংসা কাণ্ড নাড়োরা পাটিয়া হত্যায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ গুজরাতের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিজেপি বিধায়ক মায়া কোডনানি। তাঁকে সহযোগিতা করেছিলেন বাবু বজরঙ্গি। ২০০২-এর ২৮ ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডে প্রাণ হারান ৯৭ জন। এই ঘটনার পর ২০০৯-এ তাঁদের গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল। আদালতের রায়ে দোষী সাব্যস্ত ৩১ জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রীর জনসভা
উন্নয়নের বার্তা নিয়ে আজ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে রেল স্টেশন সংলগ্ন মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের দ্বিতীয় ওয়াগন তৈরির কারখানার শিলান্যাসের পাশাপাশি আরও চারটি প্রকল্পের সূচনা করেন তিনি। ঘোষণা করেন একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও:
• বালুরঘাট এক্সপ্রেসের নাম বদলে হবে তেভাগা এক্সপ্রেস ও সপ্তাহে ৬ দিন চলবে।
• বালুরঘাটে রেলের অ্যাক্সেল কারখানা গড়ার পরিকল্পনা।
• বালুরঘাটে নাট্য অ্যাকাডেমি গড়া হবে।
• দু’টি নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়া হবে।
• একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা।
• ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুন ব্লাড ব্যাঙ্ক তৈরি করা হবে।
• ৬৯২টি নয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হবে।
• হিলি-কুশমুণ্ডীতে তৈরি হবে নতুন কলেজ।
• জেলায় তিনটি মডেল স্কুল তৈরি হবে।
• মহিলাদের জন্য ৩টি হস্টেল তৈরি করা হবে।
• বালুরঘাটে নতুন শপিং-কমপ্লেক্স গড়ার পরিকল্পনা।

নেতা খুনে যাবজ্জীবন অরুণ গাউলির
শিবসেনা নেতা খুনে প্রাক্তন বিধায়ক অরুণ গাউলি-সহ ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ডের সাজা শোনাল বম্বে হাইকোর্ট। ৭ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে গাউলির বিরুদ্ধে। ২০০৮ সালে শিবসেনা নেতা কমলাকর জামসান্দেকরকে হত্যা করার অপরাধে অভিযুক্ত গাউলিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ২০১০-এ হত্যা ছাড়াও ৪৯টি মামলায় জর্জরিত গাউলির বিরুদ্ধে ৩০২, ৩৪, ১২০বি ধারায় মামলা দায়ের করা হয়। ডাব্বাওয়ালা হিসেবে জীবন শুরু করলেও পরবর্তীকালে কুখ্যাত মাফিয়া দলে যোগ দেন অরুণ গাউলি। মুম্বইয়ের অপরাধ জগতে ‘ড্যাডি’ নামে পরিচিত ছিলেন তিনি। ২০০৪-এ চিঞ্চপোকলি থেকে অখিল ভারতীয় সেনার বিধায়ক মনোনীত হন।

বহুতলে অস্বাভাবিক মৃত্যু
গতকাল রাতে দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে তিনজন মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়। রাত আড়াইটে নাগাদ আবাসনের লন থেকে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় যাদবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই তিন মহিলা একই পরিবারের। এর মধ্যে একজনের বয়স ৭০-এর কাছাকাছি ও বাকি দু’জনের ৪০-এর কাছাকাছি। ঘটনাটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রাথমিক তদন্তে লালবাজারের হোমিসাইড বিভাগ জানিয়েছে যে তিন মহিলা গল্ফ গ্রিনের বাসিন্দা। বহুতলের ফায়ার এক্সিট দিয়ে তাঁরা ৩৫ তলার ওপরে ওঠেন। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পার্কিং লট থেকে উদ্ধার হওয়া তাদের গাড়িতে পাওয়া গিয়েছে চিকিত্সার কাগজপত্র। মৃতদের দেহ সনাক্ত করেছেন প্রতিবেশীরা। বৃদ্ধা মহিলার মধ্যে নাম অমিতা মুখোপাধ্যায় ও তাঁর দুই মেয়ে খেয়া ও মুকুতা মুখোপাধ্যায়। দু’দিন আগেই মারা যান বৃদ্ধার স্বামী। তার পর থেকেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন তারা বলে অনুমান পুলিশের। মৃত্যুর পর তাঁরা সমস্ত সম্পত্তি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে দান করে গিয়েছেন বলে জানা গিয়েছে।

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, মৃত ১
গতকাল রাতে বর্ধমানের পোদনা গ্রামে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস নেতা সত্য কর্মকারকে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। আহত অবস্থায় তাঁর ছেলে রাজু কর্মকারকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীরাই তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ কংগ্রেসের। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.