পরিচালকের অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ |
চিত্রপরিচালক যীশু দাশগুপ্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে বলে সার্ভে পার্ক থানায় অভিযোগ করা হয়েছে। যীশুবাবুর অভিযোগ, এটিএম কার্ডের নম্বর ব্যবহার করে একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট থেকে গত ১৪, ১৬ ও ১৯ অগস্ট তিন খেপে ওই টাকা তোলা হয়েছে। প্রতি বারেই গয়নার দোকান থেকে কেনাকাটা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুলিশ জানায়, ২ অগস্ট বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হন যীশুবাবু। তখনই নিজেকে ওই ব্যাঙ্কের কর্মী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর বাড়িতে যান। ব্যাঙ্কের প্রয়োজনে তাঁর প্যান কার্ড ও ভোটার কার্ডের ফোটোকপি নেন ওই ব্যক্তি। বুধবার যীশুবাবু জানান, চিকিৎসার কারণে গত মাসে তিনি যখন মুম্বইয়ে যান, তখন এক ব্যক্তি ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। নিজেকে ওই ব্যাঙ্কের কর্মী বলে জানিয়ে তিনি বলেন, যীশুবাবুর প্যান ও ভোটার কার্ডের ফোটোকপি দরকার। ওই ব্যক্তিই এ মাসের তৃতীয় সপ্তাহে তাঁর বাড়ি গিয়েছিলেন বলে যীশুবাবুর সন্দেহ। ২৩ অগস্ট টাকা লোপাটের বিষয়টি ধরা পড়ে। পুলিশের সন্দেহ, প্যান ও ভোটার কার্ডের ফোটোকপি এবং কোনও ব্যাঙ্ককর্মীর যোগসাজশে এটিএম কার্ডের নম্বর জেনে নিয়ে এই জালিয়াতি করা হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। স্কেচ আঁকানো হয়েছে সন্দেহভাজনের। বাঘা যতীনের একটি গয়নার দোকানে সিসিটিভি থেকে এক সন্দেহভাজনের ছবিও পাওয়া গিয়েছে।
|
হাইকোর্টের অনুমতি ছাড়া শহরে নতুন করে আর কোনও দুর্গাপুজো করা যাবে না। বুধবার পুরসভায় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পুলিশ, সিইএসসি, সেচ, ট্রাম কর্পোরেশন ও নগরোন্নয়ন দফতরের অফিসারেরা বৈঠকে হাজির ছিলেন। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ৩০ সেপ্টেম্বরের আগে রাস্তা ও ট্রামলাইন সারানোর কাজ শেষ করতে বলা হয়েছে। রাস্তা আটকে পুজো না করায় নজর দেবে পুলিশ। পুজোর অনুমতি পাওয়ায় জটিলতা কাটাতে পুরসভায় ‘ওয়ান উইন্ডো’ পদ্ধতি চালু করা হবে।
|
মেট্রোয় ‘ঝাঁপ’ দিয়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। বুধবার রাতে, শোভাবাজার স্টেশনে। মেট্রো রেল সূত্রে খবর, দমদমগামী ট্রেনটি শোভাবাজারে ঢোকার সময়ে ওই ব্যক্তি ‘ঝাঁপ’ দেন। কর্তৃপক্ষ জানান, আধ ঘণ্টা ব্যাহত হয় মেট্রো চলাচল।
|
বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা-গয়না লুঠ করল চার দুষ্কৃতী। মঙ্গলবার, নিমতায়। পুলিশ জানায়, বাড়িতে ছিলেন মালকিন অরুণাদেবী ও মেয়ে। তাঁদের অভিযোগ, চার ভরি গয়না ও ৪০,০০০ টাকা খোয়া যায়।
|
স্কুলগাড়িতে দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত চালক শমিত সরকারকে বুধবার ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজত দিল আদালত। নিগৃহীত ওই ছাত্রী ও ছাত্র মঙ্গলবার গোপন জবানবন্দি দেয়। অভিযোগকারীর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানান, ঘটনাটি ২ অগস্ট ঘটলেও ১২ তারিখ অভিযোগ হয়।
|
বর্ধমানের কাটোয়ায় এক প্রৌঢ়া খুনের ঘটনায় বরাহনগর থেকে এক ব্যক্তি ও তাঁর ছেলেকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত মোহিত শীল ও রোহিত শীল নিহত বিজলি দাসের আত্মীয়। তারা খুনের চক্রান্তে জড়িত ছিল বলে অভিযোগ। বুধবার তাদের আদালতে তোলা হয়।
|
প্রেসিডেন্সি জেলের দুই বাংলাদেশি বন্দি উধাও নিয়ে বিভাগীয় তদন্ত হবে। আইজি (কারা) রণবীর কুমার বুধবার ওই জেল ঘুরে দেখার পরে এ কথা জানান।
|
বেলেঘাটা রাসমণি বাজারের একটি পুকুরে রবি চৌধুরী নামে এক ভ্যানচালকের মৃতদেহ পাওয়া গিয়েছে। বুধবার দুপুরে তিনি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। |