|
|
|
|
|
|
তিনি বলেন
|
একগুঁয়েমি ছেড়ে দিয়ে সরকারের সঙ্গে সহযোগিতা
করুন। তা হলে বেআইনি অটো নিয়ে কী করা
যায়,
মন্ত্রিগোষ্ঠীতে সে বিষয়ে আলোচনা করব। |
মদন মিত্র |
প্রসঙ্গ অটো-রাজ ও বেআইনি অটো |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: ধনু।
নক্ষত্র: উত্তরাষাঢ়া।
শুভ রং: লাল, হলুদ ও কমলা। এড়িয়ে চলুন ঘন নীল ও সবুজ।
শুভ সংখ্যা: ১, ৪, ৫ ও ৮। এড়িয়ে চলুন ৬।
আজ চন্দ্র রবির নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে রবির অবস্থানের জন্য কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের বাক্যে সংযম প্রয়োজন। পুলিশ ও প্রশাসনের কর্মীরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ভাই বা বোনের দ্বারা উপকৃত হতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ। মায়ের ভুল চিকিৎসার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে নতুন পরিকল্পনা। দাম্পত্যে ভুল বোঝাবুঝি। বন্ধু থেকে সতর্ক হোন। চোখ ও হার্টের সমস্যা। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
ইনফ্লুয়েঞ্জার প্রকোপ
কলিকাতায় প্রতিবার বৃষ্টিবাদলে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব হলেও এবার তাহার প্রকোপ বেশি। ধরণটাও ভিন্ন রকমের। সাধারণতঃ ৩/৪ দিন ভোগ থাকে। একবার যাহাকে পাকড়াও করিতেছে তাহাকে সহজে ছাড়িতেছে না। ইহার আক্রমণের সংবাদ পৌরসভাকে দেওয়া বাধ্যতামূলক নয়। তাই উহার প্রকৃত সংখ্যাতত্ত্ব পাওয়া সম্ভব নয়। বাড়িতে রোগ প্রবেশ করিলে অনেককেই কাবু করিতেছে।
— আনন্দবাজার পত্রিকা, ২৮ অগস্ট ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|