আজকের শিরোনাম
কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
আজ দুপুর ৩টে নাগাদ বাচ্চাদের স্কুল থেকে নিয়ে ফেরার সময় কোনা এক্সপ্রেসওয়ের একটি সিগনালে দাঁড়িয়েছিল একটি পুলকার। হঠাত্ পেছন থেকে একটি তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে। ভেতরে থাকা ৮ জন বাচ্চার মধ্যে ৬ জন আহত হয়। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য। আহতদের মধ্যে ২ জনের মাথা ফেটে যায়। তবে সবাইকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ‘গ্রিন পুলিশ’-দের যানবাহন নিয়ন্ত্রণ করা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এমন ঘটনা প্রায়শই ঘটে।

কয়লা দুর্নীতি নিয়ে আজও উত্তাল সংসদের দুই কক্ষ
গতকালের পর আজও কয়লা ব্লক বন্টন দুর্নীতি নিয়ে উত্তাল হল সংসদের দুই কক্ষ। দুর্নীতির দায় নিয়ে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় বিজেপি। আজও এ জন্য দুপুর ২টো পর্যন্ত সংসদ মুতুবি করা হয়েছে। অন্য দিকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর প্রধান বিরোধী পক্ষের এই অনমনীয় মনোভাব নিয়ে মন্তব্য, ‘বিজেপির কাজ ব্ল্যাকমেল করা’। এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপির সাধারণ সম্পাদক রবিশঙ্কর প্রসাদ বলেছেন, যদি তিনি মনে করে থাকেন দুর্নীতি নিয়ে বিজেপি কোনও কঠোর পদক্ষেপ নেবে না তা হলে ভুল ভাবছেন। দুর্নীতি নিয়ে কোনও আপস করা হবে না। বাম সাংসদরা এই প্রসঙ্গে আলাপ আলোচনা চাইছেন, যাতে সঠিক কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে। মেঘের না হলেও সংসদের বাদল অধিবেশন এখন বিজেপি সাংসদদের ‘গর্জন’-এ সরব।

সরকারি নির্দেশিকা মানার খেসারত
রাজ্য সরকারের তরফে পরিবহণমন্ত্রী মদন মিত্র অটোতে ৪ জনের বেশি যাত্রী না তোলার যে নির্দেশিকা জারি করেছিলেন, তা মানতে গিয়ে খেসারত দিতে হল এক অটোচালককে। তপসিয়ার কিম্বার স্ট্রিটের এক অটোচালক ৪ জনের বেশি যাত্রী নিতে অস্বীকার করায় স্থানীয় কিছু যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চলাকালীন এক যুবক চালকের পেটে খুর চালায়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর পেটে ৩৬টি সেলাই পড়ে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

জগদ্দলে কিশোরীকে অপহরণ
গত কাল রাতে জগদ্দলের বিবেকনগরে এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠল তার বাড়ি থেকেই। ১৭ বছরের ওই কিশোরীর মাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একদল দুষ্কৃতী তাকে অপহরণ করে। বাধা দিতে গেলে মহিলাকে আঘাত করে দুষ্কৃতীরা। অপহরণে তাঁদের পরিবারের এক পরিচিত যুবক সুশান্ত আচার্য জড়িত আছে বলে জানিয়েছেন কিশোরীর মা। গোটা ঘটনা নিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুশান্ত আচার্যের নামে অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.