|
|
|
|
|
|
|
খেয়াল রাখুন |
|
অন্ত্রেপ্রেনরশিপ ও দক্ষতা বাড়ানোর তিনটি পাঠ্যক্রম করাবে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক। পাঠ্যক্রমগুলি করানো হবে কলকাতার এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই) ও গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অন্ত্রেপ্রেনরশিপ (আইআইই)-এর যৌথ উদ্যোগে। আইআইই কেন্দ্রীয় সরকারের অধীন একটি প্রতিষ্ঠান এবং ইডিআই তৈরি করেছে বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স।
পাঠ্যক্রম তিনটি হল
• ১২৫ ঘন্টার ট্যুর অপারেটর কোর্স। ন্যূনতম দশম উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যাবে
• ১২৫ ঘন্টার ফ্যাশন ডিজাইনিং কোর্স। ন্যূনতম দশম উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যাবে
• ১৫০ ঘন্টার ফুড প্রসেসিং কোর্স। অন্তত অষ্টম শ্রেণি পাস করে আসলে ভাল হয়
তিনটির ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছর। ক্লাস হবে সল্ট লেক সেক্টর তিনের আই-বি ব্লকে অবস্থিত ইডিআইয়ের চত্বরে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর। ভর্তি সম্পর্কে জানতে ফোন করে নিন (০৩৩) ২৩৩৫৭২৫৮/ ৭৬৮১/ ৯৮০৪২১২৯৩১। দেখুন www.edikolkata.org ওয়েবসাইট। |
|
আমেরিকার বালটিমোর মেরিল্যান্ডে অবস্থিত জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে দূরশিক্ষায় কার্ডিওলজি, ডায়াবেটোলজি ও রিউম্যাটোলজি-র উপর আন্তর্জাতিক স্নাতকোত্তর পাঠ্যক্রম করার সুযোগ পাচ্ছেন ভারতের ডাক্তারি পড়ুয়ারা। এর জন্য ওই মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতের হানসা মেডসেল। মূলত বিভিন্ন ওষুধ সংস্থার ব্র্যান্ড প্রচার, বিপণন কৌশল ঠিক করা ও ডাক্তারদের উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত হানসা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, যৌথ উদ্যোগে আনা আমেরিকার আন্তর্জাতিক স্নাতকোত্তর পাঠ্যক্রমগুলি চিকিৎসকদের বিশেষ কিছু বিষয়ে দক্ষতা বাড়াতে সাহায্য করবে। ওই সব বিষয়ে সারা বিশ্বের আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলি সম্পর্কেও জানতে পারবেন তাঁরা। বিশেষত বর্তমান যুগে যেখানে, আমজনতার মধ্যে কার্ডিয়াক, ডায়াবেটিস ও রিউম্যাটয়েড আর্থ্রাইটিস-এর মতো রোগের প্রকোপ তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে, সেখানে এই ধরনের পাঠ্যক্রম ভারতীয় ছাত্রদের পক্ষে যথেষ্ট সহায়ক হবে বলে মত সংশ্লিষ্ট মহলের। মেডিসিনে স্নাতকোত্তর হলে এই কোর্স করা যাবে। মেডিসিনে স্নাতকরাও পড়ার সুযোগ পাবেন যদি তিন বছরের অভিজ্ঞতা থাকে। এ বিষয়ে আরও তথ্য জানতে দেখে নিন www.hansamedcell.com ওয়েবসাইট।
|
অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া (এআইএসএফএম) স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম আনতে জোট বাঁধল জওহরলাল নেহরু আর্কিটেকচার অ্যান্ড ফাইন আর্টস ইউনিভার্সিটির সঙ্গে। দু’পক্ষের চুক্তি সই হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দেশের চলচ্চিত্র শিল্পের খুঁটিনাটি বিষয়ে পড়ুয়াদের দক্ষ করে তুলবে ফিল্ম ও মিডিয়ার এই স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রম। প্রসঙ্গত, এআইএসএফএম দেশের প্রথম সারির একটি ফিল্ম স্কুল, যার প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রখ্যাত অভিনেতা আক্কিনেনি নাগার্জুন।
|
সাউথ এক্সটেনশন দিল্লিতে ক্যাম্পাস খুলল মুম্বইয়ের ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ এক্সেলেন্স (আইসিই)। গোটা উত্তর ভারতে প্রতিষ্ঠানটির আঞ্চলিক অফিস হিসেবে কাজ করবে এটি। প্রাথমিক ভাবে এখানে করানো হবে অ্যাক্টিং, মডেলিং, অ্যানিমেশন ও ভিএফ-এক্স, ডান্স ও ইয়ং ফিল্ম মেকার প্রোগ্রাম ফর কিডস পাঠ্যক্রম। পাশাপাশি, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কেউ এখানে সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, এডিটিং, প্রোডাকশন, স্ক্রিপ্টরাইটিং, সাউন্ড রেকর্ডিংয়ের মতো বিষয়ে স্পেশালাইজেশন করতে চাইলে, এই দিল্লি ক্যাম্পাসই তাঁদের বাছাই করে মুম্বই পাঠাবে। প্রসঙ্গত, আইসিই অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন বালাজি টেলিফিল্মস-এর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর একতা কপূর। ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন www.theiceinstitute.com ওয়েবসাইট।
|
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর |
|
|
|
প্রশ্ন: উচ্চমাধ্যমিক পাশ করেছি। চলচ্চিত্র পরিচালক হতে চাই। এর জন্য ন্যূনতম কী যোগ্যতার প্রয়োজন? কোন কোন সরকারি প্রতিষ্ঠানে চলচ্চিত্র পরিচালনার পাঠ্যক্রম চালু রয়েছে?
বাপি চট্টোপাধ্যায়, বারাসত
উত্তর: উচ্চ মাধ্যমিকের পর নয়, যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পর দু’টি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র পরিচালনার প্রশিক্ষণ নেওয়া যায়। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। এফটিআইআই-এ রয়েছে তিন বছরের পি জি ডিপ্লোমা ইন ডিরেকশন। আর এসআরএফটিআই-এ পড়ানো হয় তিন বছরের ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং-এর পাঠ্যক্রম।
প্রশ্ন: প্রাণী বিজ্ঞান নিয়ে সাম্মানিক স্নাতক পড়ছি। এর পর স্নাতকোত্তরে কি নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়তে পারি?
সায়নী সিনহা, রবীন্দ্রনগর
উত্তর: অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই নিউট্রিশন নিয়ে যাঁরা সাম্মানিক স্নাতক, তাঁদেরই এম এসসি পড়ার সুযোগ দেওয়া হয়। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় ডায়েটেটিক্স অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্ট পাঠ্যক্রমে প্রাণী বিজ্ঞানের পড়ুয়ারাও ভর্তি হতে পারেন। |
|
প্রশ্ন: দ্বাদশ শ্রেণিতে পড়ি বিজ্ঞান নিয়ে। উচ্চ মাধ্যমিকের পর এয়ারফোর্সে যোগ দিতে চাই। এর জন্য কী যোগ্যতা লাগে এবং কোন ওয়েবসাইটে সে সম্পর্কে সবিস্তার তথ্য পাব জানালে ভাল হয়।
ইমরান শেখ, কান্দি
উত্তর: দ্বাদশের পর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষা ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এগজামিনেশন দিয়ে আপনি ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বিমানবাহিনীতে যোগ দিতে পারেন। তবে ১০+২ স্তরে অঙ্ক এবং পদার্থ বিজ্ঞান বিষয় দু’টি থাকতেই হবে। যাঁরা ১০+২-এর চূড়ান্ত বর্ষের ছাত্র, তাঁরাও পরীক্ষাটি দিতে পারেন। www.upsc.gov.in ওয়েবসাইটে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন।
প্রশ্ন: দ্বাদশ পড়ি। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কোন কলেজে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, জানালে উপকৃত হব (বি-টেক স্তরে)।
শক্তি দাস, বারুইপুর
উত্তর: দ্বাদশের পর জয়েন্ট দিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক পড়া যায় লিলুয়ার এমসিকেভি ও দমদমের ডক্টর সুধীরচন্দ্র সুর ইঞ্জিনিয়ারিং কলেজ। ফুড টেকনোলজি পড়ানো হয় হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনো ইন্ডিয়া। এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজে। |
|
|
|
|
|