অণ্ণা সমর্থকদের ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ |
অণ্ণা হজারে সমর্থকদের একটি দল অরবিন্দ কেজরিওয়াল-এর নেতৃত্বে আজ কয়লা ব্লক বন্টন দুর্নীতির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে তাঁর বাড়ি যায়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। এই ঘটনায় অনেকে আহত ও গ্রেফতার হয়েছেন। ঘটনার জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন কেজরিওয়াল।
|
ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: এপি। |
বিরাট কোহলির পর এবার উন্মুক্তচাঁদের নেতৃত্বে গতবারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে অনূর্দ্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। নির্ধারিত ৫০ ওভারের ১৪ বল বাকি থাকতেই ২২৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জেতানোর পেছনে অধিনায়ক উন্মুক্তচাঁদের অপরাজিত ১১১ রানের ইনিংসেরই মুখ্য ভূমিকা রয়েছে। ৬২ রান করে যোগ্য সঙ্গত করেছেন স্মিত পটেল। বোলিংয়ে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ৪টি উইকেট দখল করেন সন্দীপ শর্মা।
|
প্রয়াত হলেন নিল অ্যালডেন আর্মস্ট্রং। ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের পিঠে পা রেখে ইতিহাস গড়েছিলেন তিনি। ৮২ বছরের আর্মস্ট্রং বেশ কিছু দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে খবর। এ মাসের শুরুতে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারও করা হয়েছিল। তিনি বহুদিন নাসা-র বিভিন্ন মহাকাশ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়াও সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদেও নিযুক্ত ছিলেন তিনি। মহাকাশ প্রকল্পে যুক্ত হওয়ার আগে নৌসেনায় পাইলট হিসেবে কাজ করেছেন আর্মস্ট্রং। লড়েছিলেন কোরিয়ার যুদ্ধেও।
|
আজ সকালে বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গল ৯৫ বছর বয়সে মুম্বই-তে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কিংবদন্তি এই অভিনেতা থিয়েটার ও সিনেমায় সাফল্যের সঙ্গে দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় করেছেন। কাশ্মীরী পণ্ডিত পরিবারে জন্ম হলেও তাঁর শৈশব কেটেছিল পাকিস্তানের পেশোয়ারে। দেশ ভাগের সময় পাকিস্তানে ১৯৪৬ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত জেলে কাটিয়েছিলেন তিনি। পরে মুক্ত হওয়ার পর মুম্বই-তে সপরিবারে চলে আসেন। ১৯৬৬ সালে প্রায় ৫০ বছর বয়সে বাসু ভট্টাচার্যের ‘তিসরি কসম’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে তাঁর। তার পর প্রায় দীর্ঘ পাঁচ দশক অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০৬ সালে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
|
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় গায়ে অ্যাসিড তরুণীর |
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এক তরুণীর গায়ে অ্যাসিড ঢেলে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন ৭২ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। তরুণীর পারিবারিক সূত্রের খবর, প্রায়ই রাস্তাঘাটে চলাচল করার সময় কটুক্তি করত ওই দুষ্কৃতীরা। এই নিয়ে বহুবার নালিশও জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। ঘটনায় অভিযুক্ত ডালিম ও সুইটি-কে গ্রেফতার করা হয়েছ। স্থানীয় মানুষদের দাবি, ধৃতদের কঠোর শাস্তি দিতে হবে।
|
শিশু মৃত্যুতে ভাঙচুর দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে |
আজ সকালে এক সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ সদ্যজাত ওই শিশুটির জন্মের পর হাত থেকে ফেলে দিয়েছিলেন কর্তব্যরত নার্স। তার পর অবস্থার অবনতি দেখে শিশুটিকে আইসিইউ-তে রাখা হয়। আজ সকালে তার মৃত্যুতে ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা। অন্য দিকে হাত থেকে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ ছিল বাচ্চাটি। আর তার ফলেই এই মৃত্যু। ভাঙচুর থামাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনায় এখনও পর্যন্ত দু’ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
গতকাল সল্টলেকের পর আজ ব্যারাকপুরে বিভিন্ন রুটে অটো বন্ধ রাখলেন চালকরা। পরিবহণ মন্ত্রী মদন মিত্রের নির্দেশিকার বিরোধিতা করে তাঁরা অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি অটোতে ৪ জনের বেশি যাত্রী না নেওয়া যায় তা হলে বাড়াতে হবে ভাড়া। |