পুরমন্ত্রীর সওয়াল
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
গাড়ি তৈরির কারখানা গড়তে সিঙ্গুরে নয় টাটা কর্তৃপক্ষকে কল্যাণীতে জমি দেওয়া উচিত ছিল। শনিবার নদিয়ার কল্যাণীতে একটি বাস টার্মিনাসের শিলান্যাস করতে এসে এমনই দাবি পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের।মন্ত্রী বলেন, ‘‘শুধু রাজনীতি করতে গিয়েই সিঙ্গুরে টাটাদের জমি দেওয়া হয়েছিল। ওই জমি কল্যাণীতে দিলে কী ক্ষতি হত?” এ দিন প্রস্তাবিত বাস টার্মিনাসের উদ্বোধন করে পুরমন্ত্রী জানান, শুধু শিলান্যাসই নয়, বর্তমান রাজ্য সরকার প্রকল্পের কাজ কবে শেষ হবে তা-ও উল্লেখ করে দেয়। মন্ত্রী বলেন, ‘‘এই বাস টার্মিনালের কাজ শেষ করার সময়সীমা আঠারো মাস হলেও আগামী পনেরো মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’’ |
বোমায় জখম পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মুর্শিদাবাদের খোসালপুর গ্রামে কংগ্রেস-সিপিএম গণ্ডগোল মেটাতে গিয়ে বোমার ঘায়ে গুরুতর জখম হয়েছেন ফরাক্কা থানার এক পুলিশ কর্মী। গোপীনাথ চট্টোপাধ্যায় নামে ওই এএসআই-কে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনায় ৮ জন ধৃত। গ্রাম্য বিবাদের জেরে দিন কয়েক ধরেই সেখানে দফায় দফায় গণ্ডগোল চলছিল। |
খুনে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
|
দিন কয়েক আগে বচসা বেধেছিল দুই বন্ধুর। তারই বদলা নিতে মোবারক শেখ নামে বছর তিরিশের এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল সেলিম শেখ। ঘটনাটি রঘুনাথগঞ্জের দস্তামারা গ্রামে। পুলিশ সেলিমকে গ্রেফতার করেছে। |
পাচারকারীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
|
সীমান্তরক্ষীদের গুলিতে শুক্রবার রাতে মারা গেলেন ধনঞ্জয় মণ্ডল (২৫) নামে এক যুবক। রানিনগরের হারুডাঙা চরের ঘটনা। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, বাংলাদেশে গরু পাচারের সময়ে ওই যুবককে বাধ্য হয়েই গুলি করে তারা। |
গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
|
শনিবার ৩০ কেজি গাঁজা পাচারের সময়ে হরিহরপাড়ার গোবরগাড়া গ্রাম থেকে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে সাজাহান শেখ তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। |