চা বাগানের শ্রমিকবস্তি থেকে বেআইনি কাঠ উদ্ধার করতে গিয়ে বাসিন্দাদের আক্রমণে আহত হলেন তিন বনকর্মী। আটক করা কাঠ লুঠ করে বন দফতরের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। শনিবার মালবাজার থানার সাওগাঁও এলাকার ওই ঘটনায় আহত একজনের আঘাত গুরুতর। তাঁকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বলেন, “পুলিশি টহল চলছে। বন দফতরের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।” বন দফতর সূত্রের খবর, এ দিন সকালে বৈকুন্ঠপুর ডিভিশন, বন নিগম এবং ওয়াইল্ড লাইফ (১)-এর যৌথ ভাবে ওই চা বাগানে অভিযান শুরু করেন। ওই এলাকা থেকে ৮ লক্ষ টাকার বেআইনি শাল এবং সেগুন কাঠ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বনকর্মীদের লক্ষ করে ঢিল ছোড়েন। জখম হন তিন বনকর্মী। নিগৃহীত হন দুই এডিএফও দিব্যজ্যোতি জানা এবং কুনাল বন্দ্যোপাধ্যায়। আটক করা কাঠ লুঠ করা হয়। তার পরেই গাড়ি আগুন ধরানোর চেষ্টা হয়। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “মারাত্মক ঘটনা। আহত বনকর্মীরা সবরকম সাহায্য পাবেন।” উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজকুমার মাহাতোলিয়া বলেন, “ওই বাগানে ফের অভিযান চালানো হবে। এ দিনের ঘটনা নিয়ে মালবাজার থানায় অভিযোগ করা হয়েছে।”
|
বাঘের আক্রমণে নিহত হলেন মহিলা। অবস্থা সামলাতে খাঁচা থেকে পালানো বাঘটিকে গুলি করে হত্যা করতে বাধ্য হন কোলোন চিড়িয়াখানার কর্তৃপক্ষ।
|