দেওয়াল চাপা পড়ে মৃত ছাত্রী, জখম ৫ |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। শনিবার বিকেলে মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের শিয়ালখাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ওই ছাত্রীর নাম অনিতা কিস্কু (১০)। সে স্থানীয় ধামাচিয়া গ্রামের প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গুরুতর জখম অবস্থায় আরও ৫ পড়ুয়াকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন বিকেল ৩টে নাগাদ অনিতা ও মিনতি মাণ্ডি, সাবিত্রী মাণ্ডি, ঊর্মিলা টুডু, রঞ্জিত সোরেন ও মণি কিস্কু নামে পাঁচ জন গ্রামে খেলছিল। অনিতার পাঁচ বছরের বোন মণি ও রঞ্জিত ধামাকিয়া স্কুলেরই পড়ুয়া। বাকিরা ধামাকিয়া উচ্চ বিদ্যালয়ের। বৃষ্টি নামায় ওই ছয় পড়ুয়া আশ্রয় নেয় গণেশ টুডু নামে এক ব্যক্তির বাড়িতে। হঠাৎই মাটির দেওয়াল ও অ্যাসবেসটসের ওই ঘরটি আচমকা ভেঙে পড়লে ছ’জনই চাপা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিতার। গ্রামবাসীরা বাকি পাঁচ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
|
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেল এক দুষ্কৃতী। শনিবার সকাল ৬টা নাগাদ অন্ডাল থানায় ঘটনাটি ঘটে। দুর্গাপুরের এডিসিপি সুনীল যাদব জানান, ফেরার ওই দুষ্কৃতীর নাম মিঠুন মণ্ডল। শৌচাগার যাওয়ার সময়ে কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যায় সে। গত ২২ অগস্ট কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স অন্ডাল মোড় থেকে সাড়ে চার লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার করে মিঠুন-সহ দু’জনকে। দুর্গাপুর মহকুমা আদালতে তুললে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত হয়েছিল। |