টুকরো খবর
দু’মাস ধরে মর্গে পড়ে দেহ
দু’মাস ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে একটি মুণ্ডহীন দেহ। এক ব্যক্তি দেহটি তাঁর বাবার বলে দাবি করেছেন। কিন্তু, স্পষ্ট তথ্য-প্রমাণ দিতে না-পারায় পুলিশ দেহ দিতে চায়নি। তাই আদালতের দ্বারস্থ হয় পুলিশ। অবশেষে বুধবার মালদহের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দেহের দাবিদার তথা মোথাবাড়ির বাসিন্দা নগেন চৌধুরীর ডিএনএ পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক গবেষণাগারে পরীক্ষা করানোর প্রস্তুতি হচ্ছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “দুমাস আগে মোথাবাড়ি ফাঁড়ির পুলিশ একটি মুণ্ডহীন দেহ উদ্ধার করে। নগেন চৌধুরী নামের এক ব্যক্তি দাবি করেন, দেহটি তাঁর বাবার। কোনও প্রমাণ তিনি দিতে পারেননি। আমরা দেহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছি। পুলিশের পক্ষ থেকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে দাবিদারের ডিএনএ পরীক্ষা করানোর আর্জি জানানো হয়েছিল। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। ডিএনএ পরীক্ষায় যদি প্রমাণিত হয় মৃতদেহটি দাবিদারের বাবার। তবে দেহটি তাঁর হাতেই দেব।” সাকুল্লাপুরের সীতারাম চৌধুরী ও বসন্ত চৌধুরী দুই যমজ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন গোলমাল চলছিল। ১৭ জুন সীতারামবাবু নিখোঁজ হন। ১৮ জুন গঙ্গা নদীর ধার থেকে একটি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।

প্রতিবাদ, বিক্ষোভ
বিডিও অফিসের নোটিশ বোর্ডে এসএফআই এবং ডিওয়াইএফআই-র পোস্টার লাগানোর প্রতিবাদে বিক্ষোভ দেখাল তৃণমূলের সমর্থকরা। বুধবার দুপুরে করণদিঘি বিডিও অফিসে ওই ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। স্থানীয় বিডিও শম্ভুদ্বীপ সরকার বলেন, “অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” তৃণমূলের অভিযোগ, এসএফআই এবং ডিওয়াইএফআই সরকারি নোটিশ বোর্ডে সম্মেলনের পোষ্টার দিয়েছে। দলের ব্লক সভাপতি হাপিজউদ্দিন ইকবাল বলেন, “এটা কোনও ভাবে মেনে নেওয়া হবে না।” ডিওয়াইএফআই-র ডালখোলা জোনাল কমিটির সম্পাদক চন্দন বিশ্বাস অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন।

বালুরঘাটে অনুজ শর্মা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ দিনাজপুর সফরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার বালুরঘাট ঘুরে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি অনুজ শর্মা। এ দিন তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। সীমান্ত এলাকা সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩০ অগস্ট বিকেলের মধ্যে মুখ্যমন্ত্রী ইটাহার থেকে বালুরঘাট পৌঁছবেন। বালুরঘাটের নাট্যতীর্থ মঞ্চে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক সেরে রাতে থাকবেন সার্কিট হাউসে। পরদিন, ৩১ অগস্ট সকালে সার্কিট হাউসে বৈঠক করে দুপুরে বুনিয়াদপুরে রেলের ওয়াগান ফ্যাক্টরির শিলান্যাস করবেন। সেখানে দলের তরফে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী কয়েক বার বালুরঘাটে এলেও মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম তিনি ওই জেলায় পা রাখছেন।

মহামিছিল
সিপিএমের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মাথাভাঙায় মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার মাথাভাঙা শহরের মেলার মাঠ থেকে ওই মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। নেতৃত্ব দেন মাথাভাঙা-১ ব্লক সভাপতি মজিরুল হোসেন, তৃণমূল শ্রমিক কংগ্রেস নেতা আলিজার রহমান, সুলতান হোসেন প্রমুখ। তৃণমূলের অভিযোগ, সিপিএম নেতারা রাজ্য জুড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এমাসেই মাথাভাঙায় ডিওয়াইএফআইয়ের কোচবিহার জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় মাথাভাঙায় বিরোধী দলনেতা সূর্য্যকান্ত মিশ্রও সরকার বিরোধী নানা মন্তব্য করেন।

জাতীয় সড়ক
যাতায়াতের অযোগ্য রাস্তা। বর্ষায় রাস্তার যা হাল তাতে রাস্তা না বলে চষা খেত বললেও ভুল হয় না। সর্বস্তরে আবেদন জানিয়েও ফল না হওয়ায় মাঝ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মালদহের রতুয়ার মহেশপুরে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ৮১ নম্বর জাতীয় সড়কের ভগবানপুর থেকে মহেশপুর পর্য়ন্ত রাস্তা দীর্ঘদিন বেহাল। এক দশক আগে রাস্তাটি মেরামত করা হলেও তার পর আর সংস্কার হয়নি। সামসি পঞ্চায়েতের প্রধান মোশারফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পুজোর পরেই কাজ হওয়ার কথা। ওই সড়ক সংস্কারের মতো অর্থ পঞ্চায়েতের নেই।” জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ মোস্তাক আলম বলেন, “ওই রাস্তার প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাঠানো হয়েছে।”

ছবি ও তথ্য: বাপি মজুমদার।
মালগাড়ি বেলাইন
মালগাড়ির একটি কামরা বেলাইন হওয়ায় নিউ কোচবিহার স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল। বুধবার নিউ কোচবিহার স্টেশনে ঢোকার মুখে এনজেপি’র দিক থেকে আসা ওই মালগাড়ির একটি কামরা বেলাইন হয়ে পড়ে। ওই ঘটনার জেরে নিউ কোচবিহার মুখী উত্তরবঙ্গ এক্সপ্রেসকে আধ ঘণ্টা পুন্ডিবাড়ী স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। রেলকর্মীরা ওই কামরাটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অবরোধ
বেহাল রাস্তা মেরামতের দাবিতে প্রায় তিন ঘণ্টা দিনহাটা-কোচবিহার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল জনতা। বুধবার কোচবিহারের চাকির মোড় এলাকায় সকাল ১০ টা থেকে অবরোধ হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.