অনূর্ধ্ব ১৯ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে জয়ী হল ভারত। আগামী ২৬ শে অগস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এর আগে দু’বার জয় লাভের পর অনূর্ধ্ব ১৯শে ভারতীয় ক্রিকেট দল এবার জিততে আরও মরিয়া। ২০০০ সালে বিশ্বজয়ী অনূর্ধ্ব ১৯ দলে ছিলেন যুবরাজ সিং ও ২০০৮-এ বিশ্বজয়ী দলে ছিলেন বিরাট কোহলি, যারা পরবর্তীকালে সাফ্যলের সঙ্গে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। তাই ভারতীয় দলে নতুন ভবিষ্যতের তারকা খুঁজতে নজর এই দলে। |
প্রধানমন্ত্রীর ইস্তফা চেয়ে উত্তাল লোকসভা |
কয়লা কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে আজ ফের উত্তাল হয়ে ওঠে সংসদ। বেলা বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। এর পর অধিবেশন শুরু হলে বিরোধীরা ফের হইচই করতে থাকে। বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার। |
মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠক |
আজ দুপুর সাড়ে বারোটায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আর্থিক অবস্থা, সারের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ , জাতীয় সড়কের বেহাল দশা-সহ খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধীতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানালেন |
আবার লুঠ করে ধর্ষণ করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার এলাকার চৌহরি গ্রামে। গত কাল রাতে পাঁচ জন দুষ্কৃতীর এক দল হানা দেয় ওই গ্রামের এক বাড়িতে। সারা রাত ধরে লুঠপাট চালায় তারা। এরপর তারা ওই গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। উত্তেজিত জনতা দু’জনকে ধরে ফেলে এবং গণপিটুনিতে মৃত্যু হয় তাদের। ঘটনার তদন্তে নামে পুলিশ। |
গত কাল রাতে ব্যারাকপুরে চিড়িয়ামোড়ে একটি সোনা রুপোর কারখানায় চুরি হয়। কারখানাটির তিনটি দরজা ও় তেরোটি তালা ভেঙে চুরি যায় সোনা ও রুপোর বাট। বাটগুলির মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
অন্যদিকে দক্ষিণ কলকাতায় বেহালার এক বাড়িতে তালা ভেঙে চুরি যায় বাড়ির মূল্যবান জিনিস। বাড়ির মালিক জানিয়েছেন চুরি যাওয়া জিনিসের আনুমানিক দাম আড়াই লক্ষ টাকা। |
বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে সাঁতরা গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হল ৫০০টি হাত বোমা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। |