টুকরো খবর
রাজভবনে রোশনেরা
শিক্ষা-স্বাস্থ্য-পর্যটনের দ্রুত প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) বদ্ধপরিকর। ওই কাজ করতে নানা ধরনের সমস্যা হতে হতে পারে। যে হেতু প্রশাসন চালানোর অভিজ্ঞতা নেই, সে জন্য রাজ্য সরকারের কাছ থেকে নিয়মিত পরামর্শ নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন জিটিএ পরিচালনায় থাকা গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। বুধবার দুপুরে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করেন বিমল গুরুঙ্গ। রাজভবনে বৈঠকের পরে গুরুঙ্গ বলেন, “রাজ্যপালের সঙ্গে স্বাস্থ্য, পর্যটন, কর্মসংস্থান সহ কয়েকটি বিষয়ে কথাবার্তা হয়েছে। রাজ্যপাল তাঁকে জানিয়েছেন, রাজ্য সরকার জিটিএ-কে সব রকম সাহায্য করবে। তিনি নিজেও যতটা সম্ভব সাহায্য করবেন।” পাশাপাশি, জিটিএ প্রধান জানান, পাহাড়ে ফের ‘গোল্ড কাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। কয়েকটি বড় ক্লাব তাতে যোগদান করবে। সেপ্টেম্বরের শেষে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে অক্টোবরের প্রথম পর্যন্ত। প্রসঙ্গত, একসময়ে দার্জিলিং গোল্ড কাপ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এ দিন মুখ্য সচিব সমর ঘোষের সঙ্গে দেখা করেন রোশন গিরি। রাজ্য সরকারের এক প্রতিনিধি জানান, পাহাড়ে সদ্য নতুন প্রশাসন গঠন হয়েছে। কাজের পূর্ব-অভিজ্ঞতা নেই জিটিএ প্রশাসনের। প্রশাসন চালানোর পাঠ নিতে রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন রোশন গিরি। সল্টলেকে গোর্খা ভবনে বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সরকারি সূত্রের খবর, দার্জিলিং-এর চা বাগানের শ্রমিকদের সরকারের কাছ থেকে বকেয়া ৩ কোটি টাকা এবং সেখানে পঞ্চায়েত বিভাগের একটি জলপ্রকল্প নিয়ে দু’পক্ষে আলোচনা হয়।

অটোর দৌরাত্ম্য আলিপুরদুয়ারে
ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে অটো রিকশার দাপট বেড়ে চলায় আলিপুরদুয়ার শহরের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে প্রশাসনের কর্তারা যান চলাচল নিয়ে বৈঠক করে দায় সারছেন। কাজের কাজ কিছু হচ্ছে না। বৃহস্পতিবার ফের বৈঠক ডাকা হয়েছে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “শহরে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ বা প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টে তাঁরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসছেন। এ ভাবে শহরকে যানজট মুক্ত করা যাবে না। প্রয়োজন কড়া আইনি ব্যবস্থা।” শুধু বেপরোয়া চলাচল নয়। বিভিন্ন মহলের অভিযোগ, বিপদ জেনেও অটোগুলিতে নিদিষ্ট সংখ্যার চেয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে। রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে কটুক্তি মিলছে। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় অটো রিকশার দাপটের অভিযোগ অস্বীকার করেননি। তিনি বলেন, “শহরের যান চলাচলের বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউসে একটি বৈঠক হবে। অটো স্ট্যান্ড সহ যান চলাচলের সমস্যা নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।” যদিও প্রশাসনের ওই বৈঠকের উপরে ভরসা রাখতে পারছে না অভিভাবক মঞ্চ। সম্পাদক ল্যারি বসু বলেন, “বৈঠক করে কী হবে! দীর্ঘ দিন শহরের ব্যস্ততম এলাকায় পুলিশের সামনে বেপরোয়া ভাবে যান চলাচল চলছে। বেশি যাত্রী তোলা হচ্ছে। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ২০০৮-২০০৯ সালে প্রশাসনিক বৈঠক হলেও পরিস্থিতি পাল্টায়নি।”

বাম নেতার মৃত্যু
জলপাইগুড়ি জেলা সিপিএমের বর্ষীয়ান নেতা এবং ক্রান্তির পাঁচবারের বিধায়ক সুধন রাহার (৭৬) মৃত্যু হয়েছে। বুধবার মালবাজারে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে দ্রুত মালবাজারে চলে আসেন জলপাইগুড়ি জেলার আরেক বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সান্যাল, এবং সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় বন্ধু মজুমদার। মানিক বাবু জানান পেশাগত জীবনে শিক্ষকতা করতেন সুধনবাবু। ১৯৭১ সালে জলপাইগুড়ি জেলা কৃষক সভার সম্পাদক পদে নিযুক্ত হন। রাজ্যব্যাপী কৃষক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ ছাড়াও মালবাজার মহকুমার প্রথম প্রস্তাবকও সুধনবাবু। ধরলা সেতু, মাল পরিমল মিত্র স্মৃতি কলেজ নির্মানের ক্ষেত্রেও সুধনবাবু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বলে মানিকবাবু জানিয়েছেন। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হওয়ার পাশাপাশি মালবাজারে দলের জোনাল সম্পাদক পদও সামলেছেন তিনি। শারীরিক অসুস্থতার দরুন গত কয়েক বছর আগে দলীয় দায়িত্ব থেকে সুধন বাবুকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে মানিক বাবু জানান।

ধর্মঘট উঠল
ব্লক প্রশাসনের আশ্বাসে অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নিলেন রেশন ডিলাররা। এসইউসিআই-এর এক নেতা ফালাকাটা ব্লকের বিভিন্ন দোকানে গিয়ে ডিলারদের বিরুদ্ধে গ্রাহকদের উসকানি দিয়ে গণ্ডগোল করাচ্ছেন বলে অভিযোগ তুলে তিন দিন ধরে ধর্মঘট করছিল ডিলারদের সংগঠন। চলতি সপ্তাহে ব্লকের ৪৮ টি রেশন দোকান ধর্মঘটের ডাক দেন। বুধবার বিডিও-র আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারর করেন তাঁরা। বৃহস্পতিবার থেকে রেশন সরবরাহ স্বাভাবিক থাকবে বলে ডিলাররা জানান। ফালাকাটার বিডিও সুশান্ত মণ্ডল বলেন, “ধর্মঘট তুলে নেবার জন্য ডিলারদের অনুরোধ করেছি। তাঁরা আমাদের কথা মেনে নিয়েছেন। তবে রেশন দোকানে ঠিকমত সামগ্রী সরবরাহ করা হচ্ছে কি না তা আমরা দেখছি।” ফালাকাটা ব্লক ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুবল মণ্ডল বলেন, “সুষ্ঠু মত রেশন সরবরাহ করার আশ্বাস বিডিও-র কাছ থেকে মেলার পরে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.