অ্যাসোচেমের সাম্প্রতিক সমীক্ষা |
কর্মসংস্থান নিয়ে অ্যাসোচেমের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী অনেকটাই পিছিয়ে আছে কলকাতা। এপ্রিল থেকে জুনের পরিসংখ্যানে দেখা গেছে কলকাতায় কর্মসংস্থান হ্রাস পেয়েছে ৩৩ শতাংশ। রিপোর্ট অনুযায়ী কর্মসংস্থানের নিরিখে এগিয়ে আছে দিল্লি, দ্বিতীয় স্থানে মুম্বই, তৃতীয় বেঙ্গালুরু এবং সবশেষে কলকাতা। ত্রৈমাসিক পরিসংখ্যানে দিল্লিতে কর্মসংস্থান হয়েছে ২৯০০০ জনের। কলকাতায় এই সংখ্যা ৫৪০০। সমীক্ষা অনুযায়ী ২০১২-১৩ আর্থিক বছরে কর্মসংস্থানে ভাঁটার সম্ভাব্য কারণগুলি হল—
• সরকারের জমি নীতির জটিলতা
• শিল্পে বিনিযোগ কম হওয়ার কারণে কর্মসংস্থান হ্রাস
• আর্থিক মন্দা
|
হাওড়ায় পথ দুর্ঘটনা, মৃত ১ |
আজ হাওড়ার পাঁচলায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে পাঁচলার বেলতলা নামক জায়গায়। তিনজন আরোহী-সহ একটি মোটরবাইককে পিছন থেকে ধাক্কা মারে একটি স্যান্ট্রো গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বাকি দু’জনকে। ঘটনার পর থেকেই পথ অবরোধ করে এলাকাবাসীরা। চালক-সহ ঘাতক গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাফ নামানো হয়েছে বলে জানা গিয়েছে।
|
কয়লা ব্লক বন্টন নিয়ে ক্যাগের পেশ করা রিপোর্টের জেরেই আজ উত্তাল হয়ে উঠল সংসদের বাদল অধিবেশন। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে বিরোধীপক্ষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। দিনভর উত্তেজনার জেরে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। অন্যদিকে বিরোধীদের হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করতে বাধ্য হন স্পিকার।
|
আজ চিত্পুরের গাঙ্গুলিপাড়া লেন থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই ফুলরেণু চৌধুরী নামে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটে গাঙ্গুলিপাড়া লেনের এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর একতলার বাড়িতে। গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বৃদ্ধাকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কোদালের হাতল। এই অস্ত্র দিয়েই খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। এমনকি খোয়া গেছে বৃদ্ধার গয়নাও। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুর। পেশাদার দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে মনে করা হচ্ছে।
|