নিক্কো পার্কে দুর্ঘটনা, আহত ১৫ |
সল্টলেকের নিক্কো পার্কে ওয়াটার স্লাইড রাইডে একটি দুর্ঘটনায় কয়েকজন শিশু-সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। জানা যাচ্ছে স্লাইডটি নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে তদন্ত করে যদি এই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অন্য দিকে কর্তৃপক্ষের দাবি, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভিড় হওয়ার কারণেই এই দুর্ঘটনা।
|
ফের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বামুনগাছি মাঝেরপাড়ায়। দেবজ্যোতি কর ভৌমিক ও তার কিছু সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এই মহিলা। জানা যাচ্ছে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করা হয়। আজ সকালে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরে তারাই পুলিশে খবর দেয়। মহিলার অভিযোগের ভিত্তিতে দেবজ্যোতি-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
রাষ্ট্রপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংমা |
লাভজনক পদে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়া এবং সর্বশেষে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এনডিএ পদপ্রার্থী পিএ সাংমা। অনেকেই মনে করেছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের পরই সাংমা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবেন। তবে প্রায় এক মাস কেটে যাওয়ার পর এই সিদ্ধান্ত শাসকদল ইউপিএ-কে চাপে ফেলার প্রধান বিরোধীদল বিজেপি-র আরও একটি কৌশল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারিতে যখন একদিকে উত্তাল সংসদের দুই কক্ষ, ঠিক তখনই সাংমা-র এই সিদ্ধান্ত ইউপিএ-কে আরও অস্বস্তিতে ফেলবে তাতে কোনও সন্দেহ নেই।
|
ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন রাহুল দ্রাবিড় |
এ বছর ধ্যানচাঁদ পুরস্কারের জন্য ভারতের অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের নাম মনোনীত হয়েছে। আজ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন ধ্যানচাঁদ পুরস্কার-সহ, অর্জুন, রাজীব খেল রত্ন-এর মতো পুরস্কারের জন্য মনোনীত খলোয়াড়দের নাম ঘোষণা করবেন।
|
গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও এখনও বেশ খানিকটা ঘাটতি রয়েই গিয়েছে। সামগ্রিক ভাবে উত্তর ভারতে মোট ঘাটতির পরিমাণ ২৫ শতাংশ। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে এই চিত্র কিছুটা বদলালেও এখনও ১৫ শতাংশের মতো ঘাটতি রয়েছে। পশ্চিম ও মধ্য ভারতে ঘাটতি রয়েছে ১০ শতাংশ এবং দক্ষিণ ভারত জুড়ে ঘাটতির পরিমাণ প্রায় ১৮ শতাংশ। সমগ্র দেশের হিসেবে এখনও ১৬ শতাংশের উপর বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। তবে দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সারা দেশ জুড়েই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এতে সামগ্রিক ভাবে ঘাটতি কিছুটা কমবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
|
মুর্শিদাবাদে ভগবানগোলায় নাতির হাতে খুন হলেন দিদিমা। পেনশন নিয়ে গোলমালের জেরেই এই খুন হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এই ঘটনায় গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি। |