সূর্যের লক্ষ গুণ বেশি উষ্ণতা
সংবাদসংস্থা • লন্ডন |
সূর্যের কেন্দ্রের থেকে অন্তত এক লক্ষ গুণ বেশি উষ্ণতা! তা-ও আবার পৃথিবীতে তৈরি করেছেন এক দল বিজ্ঞানী! অন্তত সার্নের বিজ্ঞানীদের তাই দাবি। তাঁদের এই ঘোষণায় হই চই পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। এই ঘটনা ইতিমধ্যেই ভেঙে দিয়েছে যাবতীয় গিনেস বিশ্ব রেকর্ড। একটি ব্রিটিশ দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। সেই পত্রিকায় সার্নের তরফে জানানো হয়েছে, জেনিভার লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে শিসের আয়নিত কণার মধ্যে ধাক্কা লাগার ফলে খুব অল্প সময়ের জন্য কণাগুলি একটা গলিত দশায় (কোয়ার্ক-গ্লুয়ন প্লাজমা) পৌঁছয়। বিজ্ঞানীদের দাবি, এই প্লাজমা গঠনের সময়েই তৈরি হয় ওই বিশাল উষ্ণতা। তাঁদের এই গবেষণা বিজ্ঞান পত্রিকা ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। এর আগে ব্রুকহেভেনের রিলেটিভিস্টিক হেভি আয়ন কোলাইডারে সোনার আনয়িত কণার সংঘর্ষে বিজ্ঞানীরা তৈরি করেছিলেন সূর্যের থেকে অনেক বেশি উষ্ণতা। কিন্তু সার্নের বিজ্ঞানীদের দাবি, এ বারের উষ্ণতা ব্রকহেভেনের গবেষণাগারের থেকে অন্তত ৩৮ গুণ বেশি। ওই উষ্ণতার সঠিক পরিমাপ এখনও করতে পারেননি বিজ্ঞানীরা। তবে তাঁদের মতে, মাত্রাটা ৫ লক্ষ ৫০ হাজার কোটি ডিগ্রির আশপাশেই থাকবে।
|
সাইটে থাবা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সিবিআই-সহ দেশের কয়েকটি সরকারি সংস্থার ওয়েবসাইটের পরে হ্যাকারেরা এবার থাবা বসিয়েছিল একটি পর্যটন সংস্থার ওয়েবসাইটে। উত্তরবঙ্গ থেকে পরিচালিত ‘হেল্প ট্যুরিজম’ নামে পর্যটন সংস্থার ওয়েবসাইটির নিয়ন্ত্রণ প্রায় ৪৮ ঘন্টা ধরে দখল করে রেখেছিল হ্যাকারদের একটি গোষ্ঠী। ওয়েবসাইটটি খুললেই কাশ্মীরকে মুক্ত করার দাবি ভেসে উঠেছে স্ক্রিনে। এই ঘটনায় পাকিস্তানি হ্যাকাররা জড়িত বলে মনে করা হচ্ছে। সোমবার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরে ওয়েবসাইটটিকে হ্যাকারদের কবল থেকে মুক্ত করা হয়। ১৮ অগস্ট থেকে ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে চলে যায় বলে জানা গিয়েছে। সম্প্রতি অসমের পরিস্থিতিকে কেন্দ্র করে পাকিস্তানি বিভিন্ন ওয়েবসাইটে যে উস্কানিমূলক প্রচার চালানোর পর উত্তরবঙ্গ থেকে পরিচালিত ওয়েবসাইটে হ্যাকারদের হ্যাক করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ‘ওয়ালি’ নামে এক হ্যাকারগোষ্ঠী তাতে নিজেদের পরিচয় লিখে রাখে।
|
কাজ শুরু করল ‘কিউরিওসিটি’। ১০ সেকেন্ড ধরে মঙ্গলপৃষ্ঠে নির্দিষ্ট একটি পাথরের উপর লেসার রশ্মি ছুড়ে মঙ্গলের ভূপৃষ্ঠ সম্পর্কে তথ্য বিশ্লেষণ শুরু হল সোমবার। |