কয়লা ব্লক দুর্নীতি, ফের চাপে কেন্দ্র |
আজ রাজ্যসভায় ক্যাগ রিপোর্ট পেশের পর থেকেই ফের চাপের মুখে পড়েছে কেন্দ্র। কয়লা ব্লক বন্টনে দুর্নীতির অভিযোগ এনে রীতিমত সরব হয়েছে বিরোধী পক্ষ। ২০০৫-২০০৮-এর মধ্যে কয়লা ব্লক বন্টন হয়। ক্যাগ রিপোর্ট অনুযায়ী বন্টনে অস্বচ্ছতার জন্য মোট ১লক্ষ ৮৬ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের। সেই সময় এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনমোহন সিংহ। নিলাম ছাড়াই কয়লা ব্লক বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগে স্বভাবতই বেকায়দায় কেন্দ্র। বিজেপি নেতা প্রকাশ জাভড়েকরের মতে কেলেঙ্কারির সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে ইউপিএ সরকার। অন্যদিকে দোষীদের শাস্তি দাবি করছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল জানিয়েছেন ক্যাগ রিপোর্টের সঙ্গে সরকার সহমত নয়। নিয়ম মেনেই ব্লক বন্টন করা হয়েছিল, তাই রাজস্ব ক্ষতির পরিমাণের সঙ্গেও একমত নয় কেন্দ্র।
|
কলেজ সার্ভিস কমিশন বিলে সম্মতি রাজ্যপালের |
কলেজ সার্ভিস কমিশন বিল ২০১২-এ সম্মতি দিলেন রাজ্যপাল। এই বিলে ৩৫টি নতুন নিয়ম সংযোজিত করা হচ্ছে বলে জানা গিয়েছে। নতুন বিল অনুযায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জোন ভিত্তিক পরীক্ষা বাতিল করে সিঙ্গল প্যানেলে পরীক্ষা নেওয়া হবে। সেট পরীক্ষায় আংশিক সময়ের শিক্ষকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়ার পাশাপাশি দেওয়া হবে অতিরিক্ত নম্বরও। ইন্টারভিউতেও বিশেষ সুবিধা দেওয়া হবে তাঁদের। আসন্ন বিধানসভা অধিবেশনে এই বিলটি আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
|
অব্যাহত ‘ঘরে ফেরা’, এখনও উত্তপ্ত উত্তর-পূর্ব |
সরকারী আশ্বাসেও কাটেনি আতঙ্ক। হামলার গুজবে এখনও কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে যাচ্ছেন উত্তর-পূর্ব ভারতের বহু মানুষ। আজ বাদল অধিবেশনে অসম পরিস্থিতি নিয়ে সংসদে কেন্দ্রকে নোটিশ দেয় এসপি, বিজেপি, ও সিপিএম। লোকসভায় অসমের হিংসা পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। অন্যদিকে রাজ্যসভায় প্রধানমন্ত্রী জানান যে নিরাপদেই রয়েছেন উত্তর-পূর্বের মানুষ। এসএমএসে গুজব রটানো বন্ধ করতে উত্তর-পূর্বের রাজ্যগুলি-সহ কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গুজরাতে ১৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে বাল্ক এসএমএস।
|
মাওবাদীদের অস্ত্রভাণ্ডারের খোঁজ |
আজ গোপীবল্লভপুরের একটি গ্রাম ও সংলগ্ন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্রের খোঁজ পায় যৌথবাহিনী। ধৃত মাও নেতা রঞ্জন মুণ্ডাকে জেরা করেই এই অস্ত্রের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। নয়াগ্রাম মাও স্কোয়াডের নেতা রঞ্জন মুণ্ডাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। তখনই তাকে জেরা করে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়া যায়। উদ্ধার হয়েছে এ কে ৪৭, ডিটোনেটর, এসএলআর ম্যাগাজিন-সহ প্রচুর কার্তুজ। খোঁজ এখনও জারি রেখেছে যৌথবাহিনী।
|
ফের রোগী মৃত্যু, উত্তেজনা আর জি করে |
আজ সকাল থেকেই এক কিশোরের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে আর জি কর হাসপাতাল চত্বর। চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়েরা। ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট লাগায় গতকাল রাতে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা সন্তু রায় নামে ১৫ বছরের ওই কিশোরকে ভর্তি করা হয় আর জি করে। অস্ত্রোপচারের পর আজ ভোরে মৃত্যু হয় তার। সামান্য পায়ে চোট থেকে কিভাবে ওই কিশোরের মৃত্যু হল তার সঠিক কারণ ডাক্তারেরা বলতে পারেননি। পাশাপাশি রোগীর আত্মীয়দের থেকে প্রেসক্রিপশনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই উত্তেজনার জেরে আপাতত বন্ধ রয়েছে রোগী ভর্তি। বন্ধ রয়েছে জরুরী বিভাগও। ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
|