জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কে? দলীয় বিধায়ক এবং ব্লক-নেতাদের সঙ্গে দু-দফায় বৈঠক করে বুধবার সে প্রশ্ন উস্কে দিয়ে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র নলহাটির বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রায় ঘন্টা পাঁচেকের বৈঠক শেষে তিনি স্পষ্ট বলছেন, “জেলা কংগ্রেস ও দিল্লি যদি আমাকে অনুমতি দেয় তবে আমি জঙ্গিপুরে প্রার্থী হতে রাজি।”
জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ ব্যাপারে আগাম ‘সম্মতি’ জানিয়েছিলেন। এ দিনও অধীর বলেন, “সাংসদ পদে কে প্রার্থী হবেন, তা জেলা কংগ্রেস ঠিক করে না। তবে ওই কেন্দ্রে হাইকম্যান্ড যাঁকেই মনোনয়ন দেবেন আমরা তাঁকে স্বাগত জানাব।”
বুধবার সকালেই জঙ্গিপুরে এসে রঘুনাথগঞ্জের লাগোয়া দেউলিতে প্রণববাবুর সদ্য-সমাপ্ত বাড়ি, ‘জঙ্গিপুর ভবন’-এ যান অভিজিৎবাবু। বেলা দশটা নাগাদ সে বাড়িতেই দফায় দফায় শুরু হয় বৈঠক। সেখানে জঙ্গিপুর লোকসভা এলাকার কংগ্রেসের ব্লক সভাপতি থেকে বিধায়ক, সব স্তরের দলীয় নেতারাই হাজির ছিলেন। পরে স্থানীয় বিধায়কদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসেন তিনি। বিকেলে ফিরে যাওয়া আগে তাঁর মন্তব্য, “বাড়িটা তৈরি হয়ে গেলে এখানে এসেও থাকতে পারি। জঙ্গিপুর আর নলহাটি, দুটো জায়গা তো প্রায় পাশাপাশি। যেখানেই থাকি না কেন আমার কোনও অসুবিধা হবে না। তবে নলহাটির মানুষ আমাকে বিধায়ক করেছেন। তাঁদের সঙ্গেও কথা বলা দরকার। দল যে দায়িত্ব দেবে তাই পালন করব।”
২০০৪ এবং ২০০৯। দু-দফায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে থেকেই নির্বাচিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত মাসে লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার দিন কয়েক আগেও নিজের কেন্দ্রে এসে যে সব কাজের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তার তদারকি করে গিয়েছিলেন প্রণববাবু। এ দিন সেই সব কাজের অগ্রগতি নিয়েও খোঁজ খবর নেন প্রণব-পুত্র। বাবার ঘনিষ্ঠদের সঙ্গে সে ব্যাপারে আলোচনাও করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
রঘুনাথগঞ্জের বিধায়ক ও কংগ্রেসের জঙ্গিপুর মহকুমা সভাপতি আখরুজ্জামান বলেন, “প্রণববাবুর আমলে শুরু হওয়া প্রকল্পগুলির হাল হকিকত সম্বন্ধে বিশেষ করে খোঁজ নেন অভিজিৎবাবু। তিনি মনোনয়ন পেলে এলাকার কংগ্রেস কর্মীরা তাঁর জন্য কোমর বেঁধে খাটবে, এ নিয়ে সংশয় নেই।” |