বিপিএল রেশনকার্ডধারীদের সকলকে স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা, বিপিএল তালিকাভুক্তদের বিপিএল রেশনকার্ড অবিলম্বে দেওয়া, মহকুমার সমস্ত আদিবাসী পরিবারগুলিকে অন্ত্যোদয় ও অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসে-সহ মোট ৬ দফা দাবিতে সোমবার বোলপুর মহকুমাশাসককে স্মারকলিপি দিল বোলপুর ব্লক ও শহর কংগ্রেস।
সংগঠনের পক্ষ থেকে জেলা আইএনটিইউসি-র সাধারণ সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন পুরপ্রধান তপনকুমার সাহা বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু শুধু একটা অংশই কেবল নয়, সমস্ত প্রাপ্য আদিবাসী পরিবারগুলিকেই অন্ত্যোদয় ও অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে।” অন্য দিকে, বোলপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ জাহাঙ্গির হোসেন-এর দাবি, এ দিন সংগঠনের দাবিগুলি মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি অবিলম্বে রূপায়ণ করতে হবে। এ ছাড়া চাষিদের কাছে সহায়ক মূল্যে ধান কেনা, শহর ও গ্রামীণ এলাকার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর আবেদনও করেছি।” পুলিশ ও প্রশাসনকে দলমত নির্বিশেষে নিরপেক্ষ আচরণ করার পাশাপাশি তপনবাবুর দাবি, “শিবপুর মৌজায় রাজ্য সরকার শিল্প করুক। কিন্তু শিল্প গড়ে না ওঠা পর্যন্ত সেখানে চাষিদের চাষ করতে দেওয়া হোক।”
বোলপুর মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “আবেদনকারীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।” প্রসঙ্গত, গত ২৭ জুলাই বোলপুরে সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের বনের পুকুর ডাঙায় আদিবাসী পাড়াতে ঢুকে তাঁদের সমস্যার কথা জানতে পারেন তিনি। তাঁর নির্দেশে ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসন ওই এলাকার ৯১টি আদিবাসী পরিবারকে অন্ত্যোদয় যোজনার কার্ড বিলি করা হয়। |