টুকরো খবর
কুষ্ঠরোগীদের আশ্রমে জল প্রকল্প উদ্বোধন
মাল্লাগুড়িতে কুষ্ঠরোগীদের আশ্রম চেতনায় জলের ব্যবস্থা করে দিলেন শিলিগুড়ির তৃণমূল বিধায়ক রুদ্র ভট্টাচার্য। রবিবার তিনি ওই প্রকল্পের উদ্বোধন করেন। কুষ্ঠরোগীদের ওই আশ্রমে পুরসভার জলের ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। দুটি কুয়ো এবং তিনটি নলকূপ দিয়ে জল ওঠে না। কুষ্ঠরোগীদের কাছে অভিযোগ পেয়ে বিধায়ক নিজেই এগিয়ে আসেন। বিধায়ক বলেন, “চেতনা আশ্রমের সঙ্গে আমি দীর্ঘদিন ধরেই জড়িত। এখানকার বাসিন্দারা সমস্যায় পড়তে ব্যক্তিগত উদ্যোগেই বরাবর সমাধানের চেষ্টা করেছি।”

পড়ে মৃত্যু রং মিস্ত্রির
চার তলার দেওয়ালে রঙের কাজ করার সময় কোমরে বাঁধা দড়ি খুলে পড়ে গেলে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বেলা ১০ টা নাগাদ শিলিগুড়ির ঝঙ্কার মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ বর্মন (২২)। বাড়ি মেখলিগঞ্জের জামালদহে। শিলিগুড়ির শালুগাড়ায় মামা জীতেন বর্মনের বাড়িতে থেকেই তিনি রঙের কাজ করতেন। রঙ করার কাজের ঠিকাদার জীতেনবাবু। তাঁর কাছেই বিশ্বজিৎ কাজ করতেন। ঝঙ্কারমোড় এলাকার একটি বহুতলে রঙের কাজ করছিলেন বিশ্বজিৎ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভাড়া বেঁধে চার তলার দেওয়াল রঙ করার সময় কোমরের দড়ি খুলে ওই ব্যক্তি পড়ে যান। জীতেনবাবু পুলিশকে জানান, কোমরে দড়ি বেঁধেই কাজ করছিল বিশ্বজিৎ। কোনও কারণে তা আলগা হয়ে খুলে যাওয়াতেই বিপত্তি ঘটেছে।

শামুকতলায় শরণার্থী শিবির
ছবি: লেখক
অসমে ফের গোষ্ঠী সংঘর্ষ হওয়ায় শামুকতলার থানার মোমিনপড়া শরণার্থী শিবিরে ঘরছাড়াদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার নতুন করে আরও সাত জন শরণার্থী ওই শিবিরে আশ্রয় নেন। থাকার জায়গার সমস্যা হওয়ায় রবিবার ওই সাত জন মাদারিহাট ত্রাণ শিবিরে চলে যান। সরকারি হিসেবে এখন মোমিনপাড়ায় শরণার্থীর সংখ্যা দাঁড়াল ১১৫১। নিম্ন অসমে গোষ্ঠী সংঘর্ষের জেরে গত ২২ জুলাই থেকে ওই এলাকায় চলে আসছেন বহু দুর্গত। প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা শরণার্থীদের মসজিদে থাকার ব্যবস্থা করে দেন। মসজিদে ঠাসাঠাসি করে থাকতে হচ্ছে তাঁদের। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “শরণার্থীদের ফেরানোর জন্য অসম প্রশাসনের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। শরণার্থীদের সঙ্গেও কথা বলা হবে।”

দু’হাতে আঁকা-লেখা
দুই হাতে সমান তালে একই লেখা লিখতে বা ছবি আঁকতে পারেন নিশান চট্টোপাধ্যায়। তবে দুই হাতে একই সঙ্গে দুটি লেখা বা আঁকা দেখলে মনে হবে যেন একটি অপরটির আয়নায় ফুটে ওঠা ছবি। বছরখানেক আগে নিজেরই এই প্রতিভা নজরে পড়ে শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নিশানের। তার পর বাবা মাকে জানায় ওই ছাত্র। তা দেখে অবাক তাঁরাও।

ব্যাঙ্ককর্মীদের জেলা সম্মেলন
বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ আসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স আসোসিয়েশনের জেলা সম্মেলন জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল রবিবার। আইন কলেজে দুই সংগঠনের জেলা সম্মেলনে ২২-২৩ অগস্ট দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে র বিষয়ে আলোচনা হয়।

প্রতীকী প্রতিবাদ
বেহাল জাতীয় সড়ক মেরামতির দাবিতে রবিবার প্রতীকী প্রতিবাদ জানাল সমাজ ও নদী বাঁচাও কমিটি। এদিন কমিটির তরফে জলপাইগুড়ি শহর লাগোয়া গোশালা মোড়ে ২ মিনিট অবরোধ করা হয়।

মোবাইল চুরি, ধৃত
হাটের মধ্যে সামরিক বাহিনীর অফিসারের স্ত্রীর মোবাইল চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে বাগডোগরা হাটে। ব্যবসায়ীরা ওই মহিলাকে হাতেনাতে ধরে বাগডোগরা থানায় নিয়ে যান। সেখানে ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.