শহর প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত হলেও শিলিগুড়ির চম্পাসারি সব্জি বাজার, মাছ-মাংসের বাজারে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী জবরদস্তি তা ব্যবহারের চেষ্টা করছেন বলে অভিযোগ। রবিবার শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে ওই বাজারে প্রচারে নেমে বিষয়টি নজরে পড়ে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যডভেঞ্চার ফাইন্ডেশন (ন্যাফ)-এর সদস্যদের। তাঁরা বাজারের ব্যবসায়ী সমিতিকে জানান। ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, পুরসভার তরফে নিয়মিত নজরদারি চলছে না বলেই এই সমস্যা হচ্ছে। বারবার বলার পরেও যাঁরা মানছেন না তাঁদের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। অথচ পুরসভার পরিবেশ বিভাগ সে ব্যাপারে কিছুটা গা ছাড়া মনোভাব দেখাচ্ছে বলে তাঁরা অভিযোগ তুলেছেন। ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা পরিবেশ বিভাগের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ওই দায়িত্ব দেওয়া হয়েছে পুরসভার সাফাই বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্তকে। তিনি বলেন, “শহর প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রাখতে পুর কর্তৃপক্ষ উদাসীন নয়। শহরের সুনাম নষ্ট করতে কেউ চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। প্রতিটি বরোতে নির্দেশ পাঠানো হয়েছে এলাকার বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে ফের আলোচনা করতে। কোনও ব্যবসায়ী জবরদস্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন দেখলেই জরিমানা করা হবে। ক্রেতা, বাসিন্দারাও প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা দিতে হবে।” পরিবেশ বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে অভিযানের জন্য বরোগুলিতে ‘টিম’ তৈরি করা হয়েছে। দু একদিনেই অভিযান শুরু করা হবে। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, “বাজারের অধিকাংশ ব্যবসায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন না। দু’ এক জন যাঁরা জবরদস্তি ব্যবহার করছেন, শহরের সুনাম নষ্ট করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে। কয়েকটি ব্যবসায়ী সমিতির কর্মকর্তারাও আমাদের এ কথা জানিয়েছেন।” |