টুকরো খবর |
বিমান ছিনতাইয়ের ছক ফাঁস
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্বাধীনতা দিবসের আগে বিমান ছিনতাইয়ের ছক কষেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। গোয়েন্দা সূত্রে এই খবর জানা গিয়েছে। ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) একটি রিপোর্টে জানিয়েছে, আমদাবাদ বিমানবন্দর থেকে ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে জঙ্গিরা। এই রিপোর্টের ভিত্তিতে আমদাবাদে সতর্কতা জারি করা হয়েছে। ভারতে অন্তত ১০টি হামলার পরিকল্পনার কথা অবশ্য পুলিশকে আগেই জানিয়েছিল লস্কর জঙ্গি আবু জিন্দল। ওই হামলাগুলিতে যোগ দিতে রাজি হয়েছিল জিন্দল। তবে লক্ষ্যবস্তুগুলির কথা তার জানা নেই বলেই দাবি পুলিশের। আজ মুম্বইয়ে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিও দিয়েছে জিন্দল। ওই স্বীকারোক্তি থেকে মুম্বই হামলায় লস্করের ভূমিকা সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। জিন্দলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আব্দুল রাফেকে আটক করেছে মুম্বই পুলিশের অপরাধ-দমন শাখা। আবু জিন্দল ওরফে সৈয়দ জাবিউদ্দিন আনসারির মতো রাফেও মহারাষ্ট্রের বিড় এলাকার বাসিন্দা। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত পশ্চিম এশিয়ায় ছিল সে। তখনই জঙ্গিদের সংস্পর্শে এসেছিল রাফে। পরে বিড়ের বরসি নাকা এলাকায় একটি দোকান খুলেছিল সে। পুলিশের দাবি, জিন্দল জঙ্গি হানার ছক নিয়ে রাফের সঙ্গে আলোচনা করেছিল। ২৬/১১ কাণ্ডের কথাও আগেই জানত সে। ফলে, ওই মামলায় রাফের সাক্ষ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা তদন্তকারীদের।
|
দুষ্কৃতী ধরতে যাওয়া পুলিশকে পিটিয়ে খুন
সংবাদসংস্থা • রৌরকেল্লা |
|
পুলিশ অফিসারের উদ্ধার করা দেহ। রবিবার উত্তমকুমার পালের তোলা ছবি। |
দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে জনতার হামলায় নিহত হলেন পুলিশের এক এএসআই। আহত হয়েছেন আরও চার পুলিশ। নিহত এএসআই এবং পুলিশের গাড়ির চালককে গাড়ি-সহ নদীতে ফেলে দেয় জনতা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার দূর্বাহল গ্রামের কাছে। আদিবাসী-অধ্যুষিত দূর্বাহল গ্রামে বুলু মাঝি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশের একটি দল। ধরা পড়ার পরেই চিৎকার শুরু করে বুলু। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে পুলিশের উপরে হামলা চালায়। দলের বাকি সদস্যরা পালালেও এএসআই নবীন পটেল ও গাড়ির চালককে ধরে ফেলে জনতা। ওড়িশা পুলিশের ইনস্পেক্টর জেনারেল (পশ্চিমাঞ্চল) ওয়াই কে জেঠওয়া এ দিন বলেছেন, পটেল ও চালককে মারধর করার পরে গাড়ির সঙ্গে বেঁধে বড়জোড় নদীতে ফেলে দেওয়া হয়। চালক কোনওক্রমে বাঁধন খুলে সাঁতরে পাড়ে উঠেন। কিন্তু, নবীন পটেল শেষ রক্ষা করতে পারেননি। আজ ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তাঁর দেহ পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বুলুর বড় ভাই-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
মাজুলিতে আলফা-পুলিশ গুলির লড়াই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
স্বাধীনতা দিবসের আগে বিশেষ অভিযান চালিয়ে মাজুলি ও ধুবুরি থেকে দুই আলফা জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত কাল রাতে মাজুলি থেকে আলফার এক সদস্যকে গ্রেফতার করার পরে জানা যায়, মাজুলির কাকচাপোরির কাছে আলফা সদস্যরা ঘাঁটি গেড়েছে। আজ ভোরে কাক চাপোরি এলাকায় হানা দেয় পুলিশ বাহিনী। দুই পক্ষে গুলির লড়াইয়ের পরে জঙ্গিরা পালায়। তাদের ঘাঁটি থেকে তিনটি ওয়াকি টকি, মোবাইল, ব্যাটারি ও দুটি ব্যাগ মিলেছে। অন্য দিকে, ধুবুরির দক্ষিণ রায়পুর গ্রামে হানা দিয়ে সেনাবাহিনী ও পুলিশ হিতেশ রায় নামে এক জঙ্গিকে গ্রেফতার করে। তার কাছ থেকে তিন কিলো ওজনের একটি আইইডি, ৫টি সিমকার্ড ও মোবাইল পাওয়া গিয়েছে। আলফা-সহ উত্তর-পূর্বের ১৩টি জঙ্গি সংগঠনের স্বাধীনতা দিবস বয়কটের ডাকের পরিপ্রেক্ষিতে কয়েক দিন আগে থেকেই নেওয়া হয়েছে কড়া সতর্কতামূলক ব্যবস্থা। রেল এবং সড়কপথে তো বটেই, জলপথেও নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সন্দেহ হলেই গাড়ি থামিয়ে দেখা হচ্ছে। সরাইঘাট সেতুতেও চলছে নজরদারি। শুক্রবার রাতে তিনসুকিয়ায় আইইডি রাখতে এসে পাঁচ আলফা জঙ্গি পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, তিনসুকিয়া প্যারাড গ্রাউন্ডের কাছেই স্বাধীনতা দিবসে বিস্ফোরণ ঘটাতে পারে আলফা। শুক্রবার মাঠের পাশে কবরখানায় দুটি বোমা পোঁতার সময় পুলিশ জঙ্গিদের ঘিরে ফেলে। দুই পক্ষে গুলির লড়াইয়ের পরে পাঁচ জঙ্গি আত্মসমর্পণ করে। গত কাল শিবসাগরের চড়াইদেও এলাকার বাপুখুরিতে একটি আইইডি উদ্ধার হয়। এখান থেকেই ৯ অগস্ট আরও একটি বোমা উদ্ধার হয়েছিল। আরও বিস্ফোরকের সন্ধানে রাজ্য জুড়ে ট্রেন, বাসে জোরদার তল্লাশি চলছে। ১৩ থেকে ১৬ অগস্ট, নিয়মমাফিক নৈশ ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
|
উদ্যোক্তাদের বিরুদ্ধে হত্যার মামলা পুলিশের
সংবাদসংস্থা • মুম্বই |
হিংসার ঘটনায় জড়িত সন্দেহে আজ ২৩ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অসমে হিংসার বিরুদ্ধে গত কাল মুম্বইয়ের আজাদ ময়দানে প্রতিবাদসভায় আয়োজন করেছিল রাজা অ্যাকাডেমি-সহ বেশ কয়েকটি সংগঠন। প্রতিবাদ মঞ্চ থেকেই ছড়িয়ে পড়ে হিংসা। প্রাণ যায় দু’জনের। জখম হন ৪৬ জন। পুলিশ জানিয়েছে, প্রতিবাদসভার আয়োজকদের বিরুদ্ধে তাই হত্যার অভিযোগ আনা হয়েছে। ধৃত ২৩ জনকে ১৯ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে স্থানীয় আদালত। আদালতে পুলিশ অভিযোগ করেছে, কালকের ঘটনায় চাদের দু’টি অস্ত্রও ছিনতাই হয়েছে। সেগুলির খোঁজ চলছে। ফের যাতে হিংসা না ছড়ায়, তার জন্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আসা ট্রেনগুলিতে নিরাপত্তা বাড়াতে বলেছে কেন্দ্র। বিজেপির প্রতিনিধি দল আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে শাস্তির আবেদন জানিয়েছে। চহ্বাণ বলেন, “উত্তেজনাপ্রবণ এলাকায় সিআরপিআর, র্যাপিড অ্যাকশন ফোর্স,রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদসভা হঠাৎ করে কেন হিংসাত্মক হল, তা তদন্ত করে দেখবে অপরাধ-দমন শাখা।” জনতাকে গুজব না ছড়ানোরও আবেদন জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে হিংসাত্মক ঘটনার নিন্দা করেছেন।
|
চাক্কা বন্ধের জেরে দুর্ভোগ শিলচরে
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
সাতটি সংগঠনের ডাকে শিলচরে অনির্দিষ্টকালীন চাকা বন্ধের প্রথম দিনেই যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। সকালে সরকারি-বেসরকারি বাস রাস্তায় বেরোলেও বিক্ষোভকারীদের বাধায় সেগুলিও কিছু পরে বন্ধ হয়ে যায়। সুমো, ম্যাক্স, ক্রুইজার প্রভৃতি হালকা যানবাহনের পার্কিং স্ট্যান্ড শিলচর শহর থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদেই এই চাক্কা বন্ধের ডাক। শিলচর শহরকে যানজটমুক্ত করতে বাণিজ্যিক যানবাহনের পার্কিং স্ট্যান্ড শহর থেকে সরিয়ে নেওয়া নিয়ে চার বছর ধরে বিতর্ক চলছে। শিলচরে যাত্রী গাড়ি ঢোকার সঙ্গে করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষেরও সম্পর্ক রয়েছে বলে তিন জেলার সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। মামলা, আইন-আদালতও কম হয়নি। এ বার গৌহাটি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যে-সব বাণিজ্যিক যানবাহনের স্ট্যান্ডের জন্য নিজস্ব জমি নেই, তারা শহরে প্রবেশ করতে পারবে না। সেই সূত্রেই কাল সকালে শহরের সব ক’টি প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড বসায়। কোনও হালকা যানবাহনকে শহরে ঢুকতে দেওয়া হয়নি। এতেই ক্ষুব্ধ গাড়ির মালিক ও চালকেরা। কাছাড়ের জেলাশাসক হরেন্দ্রকুমার দেবমহন্ত জানান, দীর্ঘদিন থেকেই বিষয়টি নিয়ে মামলা চলছে। শেষ পর্যন্ত হাইকোর্টের এই নির্দেশ না মানলে তিনিই আদালত অবমাননার দায়ে পড়বেন।
|
মোবাইল নিয়ে দেখলেই গুলি, কাশ্মীরে হুমকি মেয়েদের
সংবাদসংস্থা • শ্রীনগর |
‘পর্দা’য় মুখ ঢেকে রাস্তায় না বেরোলে মেয়েদের মুখে ঢেলে দেওয়া হবে অ্যাসিড। আর যদি কোনও মেয়েকে প্রকাশ্যে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তা হলে শাস্তিস্বরূপ তাকে গুলি করে মারা হবে। গত কয়েক দিনে এমন সতর্কবাণী দেওয়া পোস্টারগুলিতে ছেয়ে গিয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বেশ কয়েকটি মসজিদ। সৌজন্যে ‘লস্কর-আল-কায়দা’ এবং ‘আল-কায়দা-মুজাহিদিন’। তবে গত দু’দশকে কাশ্মীর উপত্যকায় এমন কোনও জঙ্গি সংগঠনের নাম শোনা যায়নি। পুলিশ এই বিষয়ে অবশ্য মুখ খোলেনি। তবে জানিয়েছে, পোস্টারগুলি কেউ মশকরা করার জন্য লাগিয়েছে, না সত্যিই হুমকি দিয়েছে তা তদন্ত করে দেখা হবে। শুধু মেয়েরাই নয়, ওই পোস্টারগুলিতে হুমকি দেওয়া হয়েছে গ্রামের পঞ্চায়েত প্রধানদেরও। বলা হয়েছে, তাঁরা যদি পদত্যাগ না করেন তা হলে ‘ফল মিলবে হাতেনাতে’। পুলিশ বিষয়টিকে এখনও গুরুত্ব না দিলেও শুক্রবারের নমাজের পরই পদত্যাগের কথা মৌখিক ভাবে ঘোষণা করে দিয়েছেন অনেকেই। এই বছরের শুরুর দিকে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে হুমকি দিয়ে একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল দক্ষিণ কাশ্মীরের ত্রাল শহরে।
|
সাংমা নাগরি জমি আন্দোলনের পাশে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
এ বার রাঁচির নাগরির জমি আন্দোলনের পাশে দাঁড়ালেন পি এ সাংমা। আজ বিকেলে তিনি নাগরিতে গিয়ে জমি আন্দোলনকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নাগরির জমি আন্দোলনের বিষয়টি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দরজায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাংমা বলেন, “শুধু নাগরিই নয়, ভূমিপুত্র আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করার আরও ঘটনা ছড়িয়ে রয়েছে অসম-সহ দেশের বিভিন্ন অংশে।” এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিবেচনা করার জরুরি বলে অভিমত সাংমার।
|
গ্রেনেড হানা থেকে রক্ষা সাংবাদিকের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংবাদপত্রের সম্পাদকের উপরে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন মণিপুরের সাংবাদিকরা। গত কাল রাতে মণিপুর সাংবাদিক সংগঠনের সভাপতি তথা সানালেইবাক সংবাদপত্রের সম্পাদক এ মোবি সিংহের ঘরের বাইরে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। যেখানে বসে মোবি সিংহ কাজ করেন, সেখানে পড়ে গ্রেনেডটি ফাটে। ভাগ্যক্রমে ওই সময় মোবি রান্নাঘরে থাকায় প্রাণে বেঁচে যান। মণিপুরের সাংবাদিকদের চরম শাস্তির হুমকি দিয়ে রেখেছে কুকি জঙ্গিরা। তাদের বিবৃতি হুবহু সংবাদপত্রে প্রকাশ করতে রাজি হননি সাংবাদিকরা। তার প্রতিশোধ নিতেই এই আক্রমণ।
|
বাম যুব সমাবেশ
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
চার দফা দাবি পুরণের লক্ষ্যে গত কাল রাজভবন অভিযান করল বাম যুব সংগঠন (ডিওয়াইএফআই) এবং বাম উপজাতি যুব সংগঠনের (টিওয়াইএফ) কর্মী-সমর্থকেরা। তিনটে বড় মিছিল শহর পরিক্রমা করে জড়ো হয় সার্কিট হাউসের সামনে সমাবেশ মঞ্চে। মিছিলের জন্য যানজটে কয়েক ঘণ্টা স্তব্ধ হয়ে যায় গোটা আগরতলা শহর। বক্তৃতা করেন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সভাপতি এবং কেরলের বাম বিধায়ক পি সি রামকৃষ্ণণ, টিওয়াইএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধাচরণ দেববর্মা।
|
বিলাসরাওকে নিয়ে উদ্যোগী নরেন্দ্র মোদী
সংবাদসংস্থা • আমদাবাদ |
কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা বিলাসরাও দেশমুখের চিকিৎসা নিয়ে উদ্যোগী হলেন নরেন্দ্র মোদী। লিভার সংক্রান্ত সমস্যায় আক্রান্ত বিলাসরাও। তাঁর লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর জন্য জরুরি ভিত্তিতে বিকল্প লিভার তৈরি রাখতে গুজরাতের স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন মোদী।
|
গুলিতে মৃত |
ভিড়ে ঠাসা টাইমস স্কোয়ারে এক ব্যক্তিকে গুলি করে মারল পুলিশ। ছুরি নিয়ে তিনি ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, তিনি আত্মসমর্পণ না করাতেই গুলি চলে।
|
অরুণার নয়া দাবি |
কিছু দিন আগে গীতিকা গর্ভপাত করান বলে দাবি করলেন ধৃত অরুণা চাড্ডা। গীতিকার পরিবার তা অস্বীকার করেছে। রবিবার গোপাল কাণ্ডার অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ।
|
আবেদনে সীমিত শব্দ |
তথ্য জানার অধিকার আইনে এ বার আবেদন করতে হবে অনধিক পাঁচশো শব্দে। কী ভাবে এই আবেদন করা যাবে তার নতুন ধাঁচও নির্দিষ্ট করে দিয়েছে সরকার।
|
তামাকে নিষেধাজ্ঞা |
নিকোটিন ও তামাকজাত দ্রব্য বন্ধে উদ্যোগী হল হরিয়ানা সরকার। স্বাধীনতা দিবস থেকে এই জাতীয় পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে সেখানে।
|
জলাধার নিয়ে বিরোধ |
কাশ্মীরের নিমো-বাজগো জলাধার পূর্ণ করতে ভারতকে নিষেধ করল পাকিস্তান। তাদের আশঙ্কা, এর ফলে সিন্ধু নদ থেকে তাদের জলের ভাগে টান পড়বে।
|
ভেসে গেলেন দু’জন |
হড়পা বানে ভেসে গেলেন মা ও মেয়ে। উত্তরাখণ্ডের কুমায়ুনের ঘটনা। বন্যাবিধ্বস্ত এই অঞ্চলে রবিবার ১৫৮ জনকে হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। |
|