খেলার টুকরো খবর |
|
ফুটবলে জিতল ইয়ংস্টার ক্লাব
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
—নিজস্ব চিত্র। |
কালনা ১ ব্লক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বিজাড়া ইয়ংস্টার ক্লাব। শনিবার ধাত্রীগ্রাম ফুটবল মাঠে ১-০ গোলে উপলতি পল্লীমঙ্গল ক্লাবকে হারায় তারা। মাঠে হাজির ছিলেন প্রাক্তন দুই জাতী ফুটবল তারকা দেবাশিস গঙ্গোপাধ্যায় ও সুবীর ঘোষ। খেলা শেষে দু’দলকেই ট্রফি দেওয়া হয়। এছাড়া উদ্যোক্তাদের তরফে রাজ্য ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন কবাডি খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বিবেকানন্দ কালচারাল সোসাইটি আয়োজিত সুধীন্দ্রনাথ চন্দ ও ভারতী দেবী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল ইয়ং বেঙ্গল। তারা কনিষ্ক মাঠে তানসেন ক্লাবকে ৪-০ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের সঞ্জীব বাউরি এবং প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের ওমপ্রকাশ সাউ। খেলাটি পরিচালনা করেন বিমান দাস, অভীক চক্রবর্তী, মুকুল মাজি ও মনসারাম সো। এ দিনের ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর বংশীধর সাহা প্রমুখরা।
|
আদিবাসী ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আদিবাসী ফুটবল প্রতিযোগিতার রবিবারের প্রথম খেলায় জয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা আসানসোল স্টেডিয়ামে টাইব্রেকারে ২-০ গোলে খুষকাপাড়া আদিবাসী ক্লাবকে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। দ্বিতীয় খেলায় আদিবাসী পঞ্চগ্রাম সমিতি বড়ডাঙ্গা আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারায়।
|
চ্যাম্পিয়ন গির্জাপাড়া
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ডিওয়াইএফ-য়ের রানিগঞ্জ ৫ নম্বর লোকাল কমিটি আয়োজিত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল গির্জাপাড়া এফসি। রানিগঞ্জ রেল মাঠের খেলায় তারা শিশুবাগান এফসিকে ১-০ গোলে হারায়। পুরস্কার বিতরণ করেন রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র।
|
হারল পলাশডিহা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের রবিবারের খেলায় এমএএমসি মাঠে ২-০ গোলে পলাশডিহা তরুণ সঙ্ঘকে হারাল ডায়মন্ড ক্লাব। গোল করেন মানিক সিংহ ও দেবাশিস বাউরি।
|
চ্যাম্পিয়ন আরজু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বোরিং ডাঙা আদিবাসী সঙ্ঘের উদ্যোগে শনিবার থেকে শুরু হওয়া দু’দিনের আদিবাসী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আরজু ক্লাব। বোরিং ডাঙা মাঠে তারা মাঝিরবাঁধ ৩ নম্বরকে ১-০ গোলে ফাইনালে হারায়। এই প্রতিযোগিতায় ২৬টি দল যোগ দিয়েছিল।
|
ক্রীড়া সংস্থার কমিটি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গঠিত হল দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার নতুন কমিটি। কার্যকরী সভাপতি নির্বাচিত হন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন মহকুমাশাসক আয়েষা রানী এ। সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাপস সরকার। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন স্বপন কুমার মসান্ত।
|
জয়ী চেলিডাঙা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল দেশবন্ধু সুভাষপল্লি। আপার চেলিডাঙ্গা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা ইউনিফায়েডকে ২-০ গোলে হারায়।
|
জয়ী কাজোড়া
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শনিবার প্রথম দিনের খেলায় জয়ী হল কাজোড়া ফুটবল ক্লাব। বক্তারনগর মাঠে তারা ২-০ গোলে পড়াশকোল পদ্মাবতী সঙ্ঘকে হারায়। |
|