মুম্বইয়ে বিক্ষোভ সমাবেশে উত্তেজনা |
অসম ও মায়ানমারে সম্প্রতি হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মুম্বইয়ের আজাদ ময়দানে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল বিশেষ এক গোষ্ঠীর সমর্থকরা। স্বল্প কিছু জনতার জমায়েতের আশায় বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জমায়েতে হিমশিম খায় পুলিশ প্রশাসন। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করলে অবস্থা আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাটি ঘটে ঠিক দুপুর ২.৩০ নাগাদ। বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর পাল্টা আক্রমণ চালায়, বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আক্রমণ করা হয় সংবাদমাধ্যমের উপর। জানা গিয়েছে, পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার।
|
হিমাচলপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৪০ |
হিমাচলপ্রদেশে চম্বার কাছে গাগলায় এক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৪০ জনের। গুরুতর আহত প্রায় ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজেরার কাছে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ জনের। হাসপাতালের পথে মৃত্যু হয়েছে আরও ৮ যাত্রীর। মৃতেরা প্রত্যেকেই চম্বার বাসিন্দা বলে জানা গিয়েছে। এঁরা সকলেই তীর্থযাত্রী। বাসে করে মণিমহেশ যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বাসটি। পুরোদমে উদ্ধারকাজ করা হচ্ছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এদিকে, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পি কে ধুমল।
|
ওয়াশিংটনে দুর্ঘটনায় মৃত্যু ৫ ভারতীয়র |
ওয়াশিংটনের ওকলাহামা শহরে মৃত্যু হল ৫ ভারতীয়র। এঁরা প্রত্যেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হায়দরাবাদ থেকে কর্মসূত্রে ওয়াশিংটনে গিয়েছিলেন ওই ব্যক্তিরা। জানা গিয়েছে, ওকলাহামা শহরের হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পরই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ ব্যক্তির। আরও জানা গিয়েছে, ঘটনার সময় গাড়ির আরোহীদের কারও সিট বেল্ট বাঁধা ছিল না। এই দুর্ঘটনার পরই কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃতদের পরিচয় সম্পর্কে কোনও তালিকা প্রাকাশ করা হয়নি। এ দিকে, তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (তানা)-র পক্ষ থেকে মৃতদের চিহ্নিত করা হয়েছে। মৃতেরা হলেন যশবন্ত রেড্ডি, সুব্বায়াগারি, ফণীন্দ্র গারে, অনুরাগ আনথাটি, শ্রীনিবাস রবি ও বেঙ্কট। তানা-র প্রেসিডেন্ট প্রসাদ থোতাকুরা জানিয়েছেন, দেহগুলি দেশে দ্রুত পাঠানোর জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন।
|
টাকা নিয়ে বচসা, বন্ধুর হাতে খুন ইছাপুরের বাসিন্দা |
টাকা নিয়ে বচসার জেরে খুন হলেন অমল দাস নামে এক ব্যক্তি। গত রাতে ঘটনাটি ঘটেছে ইছাপুরের কল্যাণপল্লীতে। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক দিন আগে অমলবাবু টাকা ধার দিয়েছিলেন তাঁর এক বন্ধুকে। গত রাতে তিনি টাকা চাইতে যান লব সরকার নামে ওই বন্ধুর কাছে। ধারের টাকা না দেওয়ায় অমলবাবুর সঙ্গে লবের বচসা বাধে। সেই সময় সেখানে উপস্থিত ছিল আরও ৫-৬ জন। এরা সকলে মিলে অমলবাবুকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে একটি মাঠে ফেলে রেখে যায়। পরে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এ দিকে, এই ঘটনায় অভিযুক্ত লব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। জয় সরকার, নিমাই প্রামাণিক ও কিশোর-সহ আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। |