|
|
|
|
|
|
টুকরো খবর |
শিক্ষা শিবির |
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং হর্টিকালচার বিভাগের উদ্যোগে শিক্ষামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল। সম্প্রতি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর আশ্রমেই আয়োজিত এই শিবিরে খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার যথার্থ ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা হয়। ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ।
|
কবি স্মরণে |
বাইশে শ্রাবণ উপলক্ষে বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে হাওড়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে গান, আবৃত্তি এবং নাটক ‘ডাকঘর’ মঞ্চস্থ করে ছাত্রীরা। এ ছাড়াও ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শনের উপর আলোচনা সভা। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক ধীমান চক্রবর্তী।
|
|
জয়তী আচার্যের রবীন্দ্রসঙ্গীতের সিডি ‘পরাণসখা’-র প্রকাশ অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
ও রজত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শিল্পী। সম্প্রতি মিউজিক ওয়ার্ল্ডে। —নিজস্ব চিত্র
|
|
১ নম্বর ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো। ছিলেন
সুব্রত গঙ্গোপাধ্যায়,
বিধায়ক তথা
মেয়র পারিষদ শশী পাঁজা,
ইমন চট্টোপাধ্যায়,
মনোজ মুরলী নায়ার প্রমুখ।
সম্প্রতি জগৎ মুখার্জি পার্কে। —নিজস্ব চিত্র
|
|
কাঁকুড়গাছি প্রোগ্রেসিভ ইয়ুথ অ্যাসোসিয়েশনের খুঁটিপুজো। ছবি: শৌভিক দে
|
|
বেলতলা শক্তি সঙ্ঘের খুঁটিপুজো। ছবি: শুভাশিস ভট্টাচার্য |
|
|
|
|
|
|