প্রথম ডিভিশন লিগ শুরু বর্ধমানে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের প্রথম ডিভিশন ফুটবল লিগ শুরু হল বুধবার থেকে। রাধারানি স্টেডিয়ামে এই লিগে তরুন স্পোর্টিং ক্লাব ২-১ গোলে বিধানপল্লি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে। এ দিন স্পন্দন মাঠে তৃতীয় ডিভিশন ফুটবল লিগে রতন স্মৃতি সঙ্ঘ ২-০ গোলে হারায় ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবকে। মঙ্গলবার স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম ম্যাচে বিদ্যাসাগর অ্যাথলেটিক ক্লাব ৪-১ গোলে হারায় বিবেকানন্দ কোচিং সেন্টারকে।
|
বারাবনিতে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি বারাবনি প্রিমিয়ার ফুটবল লিগের বুধবারের খেলা শেষ হল অমীমাংসিতভাবে। জামগ্রাম আদিবাসী কৃষক সমিতি ও পলাশবন আদিবাসী সঙ্ঘের এই খেলায় কোনও গোল হয়নি।
|
দ্বিতীয় ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের বুধবারের খেলা শেষ হল অমীমাংসিতভাবে। দুর্গাপুরের এমএএমসি মাঠে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ও দুর্গাপুর স্পোর্টিং ক্লাবের এই খেলায় কোনও দলই গোল করতে পারেনি। ১৭ অগস্ট থেকে প্রথম ডিভিশন লিগ শুরু হবে। এই প্রতিযোগিতায় যোগ দেবে ৬টি দল। ১৯ অগস্ট সুপার ডিভিশন লিগে ১৫টি দল অংশ নেবে।
|
আদিবাসী ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আদিবাসী ফুটবল প্রতিযোগিতার বুধবারের প্রথম খেলায় জয়ী হল সিধু কানু বিবি গাঁওতা। আসানসোল স্টেডিয়ামে লাস্কার সামলেতকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায় তারা। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয় বড়ডাঙ্গা আদিবাসী মিলন সঙ্ঘ। তারা আদিবাসী খরমবাঁধ বিধান সমিতিকে ৩-২ গোলে হারায়।
|
জয়ী আড়াডাঙা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বুধবার প্রথম দিনের খেলায় জয়ী হল আড়াডাঙা এমবিজি। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের এই খেলায় তারা আসানসোল ইয়ং মেনস ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দলই একটি করে গোল করে। ম্যাচের সেরা হন বিজয়ী দলের ববি হেমব্রম। খেলাটি পরিচালনা করেন অনিমেষ দাস ও রুপেন্দু বন্দ্যোপাধ্যায়। |