|
|
|
|
|
|
তিনি বলেন
|
এ রকম জনবহুল জায়গায় প্রতিটি বাড়ির
সামনে আলাদা করে টহল দেওয়া কার্যত অসম্ভব। |
রাজীব কুমার |
প্রসঙ্গ নিউ টাউনে ডাকাতি |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: মেষ।
নক্ষত্র: অশ্বিনী।
শুভ রং: কালো, সবুজ ও আকাশি। এড়িয়ে চলুন নীল ও বেগুনি।
শুভ সংখ্যা: ১, ৩, ৪ ও ৮। এড়িয়ে চলুন ৮ সংখ্যাকে।
কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের দুশ্চিন্তা বাড়বে। ভাই বা বোনের সাফল্য। সন্তানের জন্য দুশ্চিন্তা। দাম্পত্যে সুখী হলেও প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি। মাথা ঠান্ডা রাখুন। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা। অর্শ থেকে সাবধান। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
বাইশে শ্রাবণ
মঙ্গলবার বাইশে শ্রাবণ, অনাড়ম্বরভাবে মহানগরীতে কবিগুরু রবীন্দ্রনাথের তিরোধান দিবস উদ্যাপিত হয়। রবীন্দ্রমেলা, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী সোসাইটি ও রামকৃষ্ণ ইনস্টিটিউট প্রভৃতি প্রতিষ্ঠানের পক্ষ হইতে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পিত হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে ঘরটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছিলেন সেটি দর্শনার্থীর ভিড়ে ভরিয়া যায়।
— আনন্দবাজার পত্রিকা, ৮ অগস্ট ১৯৬২। । বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|