বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী |
আজ বেলপাহাড়ির জনসভায় উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় অস্ত্র-সহ আত্মসমর্পণ করল মাওবাদী রবি মুর্মু ও তার স্ত্রী। জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন তিনি, তার মধ্যে—
• পুলিশে প্রায় ৫ হাজার কর্মী নিয়োগ করা হবে।
• রেলে নিয়োগ করা হবে ৭০০ কর্মীকে।
• বিচারের জন্য যাতে মেদিনীপুরে না যেতে হয় সেইজন্য বেলপাহাড়িতেই তৈরি হবে আদালত।
• প্রতি ব্লকে একটি করে আইটিআই তৈরি করা হবে।
• তৈরি হবে রাস্তাঘাট ও ৩০ শয্যার হাসপাতাল।
• মাও হামলায় নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।
• ৮০টি স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা হবে, নিয়োগ করা হবে ১০ হাজার ছেলেমেয়েকে।
• চলছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও।
• আবাসিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হবে সাড়ে সাত কোটি টাকা।
• ব্লকে ব্লকে তৈরি হবে কিষাণবাজার, আগামী বছরের মধ্যে প্রায় ৩৩১টি কিষাণবাজার তৈরি করা হবে।
• প্রতি ব্লকে হিমঘর তৈরি করা হবে।
• স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের জন্য তৈরি হবে পর্যটনকেন্দ্র।
মাওবাদীদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান যে জঙ্গলমহলের শান্তি
বিঘ্নিত করলে বা উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
|
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক |
মুখ্যমন্ত্রী হওয়ার পর পঞ্চমবার জঙ্গলমহলে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই ঝাড়গ্রাম পৌঁছান তিনি। আজ প্রশাসনিক বৈঠকে নানা উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন তিনি। কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অসমাপ্ত কাজ শেষ করার জন্য নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের। পাশাপাশি উন্নয়ন ও জনসংযোগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি। স্বাস্থ্য, পানীয় জল ও ১০০ দিনের কাজে গতি আনার জন্যও নির্দেশ দেন। মাওদের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্যেও জোর দেন মুখ্যমন্ত্রী।
|
আজ বাদল অধিবেশনের প্রথম দিনেই অসমে হিংসা পরিস্থিতি নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। প্রশ্নোত্তর পর্ব বাতিল করে অসমের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সরব হন বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে মুলতুবি হয়ে যায় লোকসভা। ফের অধিবেশন শুরু হতেই কেন্দ্রকে আক্রমণ করেন প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। অনুপ্রবেশের জন্যই সমস্যা তৈরি হচ্ছে বলে জানান তিনি। তাঁর মতে অসমে গোষ্ঠী সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করা উচিত বলেও জানান তিনি। এই প্রসঙ্গে অধ্যক্ষ মীরা কুমার জানান যে অসম সরকারের নেতৃত্বে তদন্ত শুরু করবে সিবিআই। অন্যদিকে সরকারকে সরাসরি আক্রমণ করে ২০০৯-এর লোকসভা নির্বাচনকে অবৈধ বলে মন্তব্য করলে উত্তাল হয়ে ওঠে সংসদ। আডবাণীর মন্তব্যের প্রতিবাদ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে, সোনিয়া গাঁধী প্রমুখ। আডবাণী প্রস্তাবিত আলোচনার বাইরে গিয়েছেন বলে প্রতিবাদ জানান পবন কুমার বনশল। পরে সাফাই হিসেবে আডবাণী জানান যে ২০০৯-এর লোকসভা নির্বাচন নয় ২০০৮-এর আস্থাভোট নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। অবেশষে নিজের ‘অবৈধ’ শব্দটি প্রত্যাহার করেন তিনি।
|
ফের শিশু নির্যাতনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের বার্ণপুর এলাকায়। আজ সকালে বার্ণপুরের একটি স্কুলের পিছনের নালা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পুষ্পা ঠাকুর নামে ৭ বছরের ওই শিশুটি গতকাল স্কুলে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার। আজ সকালে স্কুলেরই পিছনের নালা থেকে ওই শিশুটির গলা কাটা দেহ উদ্ধার হয়। শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে ওই শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে থাকে স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ প্রশমিত করতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|