রাখী পূর্ণিমার দিন সরকারি নির্দেশ অমান্য করে মুখ্যমন্ত্রীর ছবি-সব ব্যানার না টাঙিয়ে তাঁকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস পরিচালিত বসিরহাট পুরসভায় প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ইচ্ছা করেই পুরকর্তৃপক্ষ এই কাণ্ড করেছেন। তৃণমূলের পক্ষে অভিযোগের প্রতিলিপি মহকুমাশাসক এবং রাজ্যের পুরমন্ত্রীর কাছে পাটানো হয়েছে।
প্রসঙ্গত, সরকারি ওই নির্দেশিকায় বলা ছিল, রাখী পূর্ণিমার অনুষ্ঠান পালনের জন্য জনবহুল এলাকায় মঞ্চ তৈরি করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি রাখতে হবে। এ ছাড়া একদিকে রবীন্দ্রনাথ এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ ব্যানার টাঙাতে হবে। এক হাজার রাখী রাখতে হবে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে স্থানীয় বিশিষ্ট মানুষদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করতে হবে। রাজ্যের সব পুরসভাকেই এই সরকারি নির্দেশ পাঠানো হয়।
তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে পুরপ্রধান কৃষ্ণা মজুমদারের দাবি, “অনুষ্ঠানের আগের মুহূর্তে সরকারি নির্দেশিকা পাওয়ায় কিছু সমস্যা তৈরি হয়। তবে তার মধ্যেও যথাসম্ভব নিয়ম মানার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে অসম্মান করার কোনও অভিপ্রায়ই কারও ছিল না। সামান্য বিষয় নিয়ে রাজনীতি করা হচ্ছে।” তিনি আরও জানান, রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে, সকলকে মিষ্টিমুখ করিয়ে এবং সারাদিন রবীন্দ্রসঙ্গীত বাজানোর মধ্যে দিয়ে রাখিপূর্ণিমা উৎসব পালন করা হয়। |