টুকরো খবর
বাসকর্মীরা অনড়, ধর্মঘট চলছেই
বাস বন্ধ। তাই ভরসা ভ্যান, ট্রাক্টর। কাটোয়ায়
এসটিকেকে রোডে ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়।
দু’দিন কেটে গেলেও বাস ধর্মঘট ওঠেনি কাটোয়ায়। বাসকর্মীরা ‘প্রাণের ঝুঁকি’ নিয়ে বাস চালাতে রাজি না হওয়ায় গত সোমবার থেকে এসটিকেকে রোডে বাস ধর্মঘট শুরু করেছেন মালিকেরা। বাসকর্মীরা জানিয়েছেন, শুধু এসটিকেকে রোড নয়, কাটোয়া-করুই রাস্তারও একই হাল। ওই রাস্তাতেও বাস চলছে না। ওই দুই রাস্তায় যাতায়াতকারী প্রায় একশো বাস বন্ধ রয়েছে। বাসকর্মীদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে যেখানে-সেখানে ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে থাকে। তার জেরে বাস চলাচলে বিঘ্ন ঘটে। খানাখন্দে ভরা রাস্তায় বাস নিয়ে যাতায়াতে প্রাণের ঝুঁকিও রয়েছে। তাই ওই রাস্তা দিয়ে বাস চালাতে তাঁরা আর আগ্রহী নন বলে জানিয়ে দেন। এর ফলে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী। কাটোয়া বাসমালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীরা বাস চালাতে রাজি না হলে তাদের কিছু করার নেই। আইএনটিইউসি প্রভাবিত কাটোয়া মহকুমা বাসমালিক সমিতির সম্পাদক নারায়ণচন্দ্র সেন জানান, কর্মচারীরা সাহস পাচ্ছেন না। তাই আপাতত অন্তত রাস্তার গর্তগুলি সারিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তবে কাটোয়া-বর্ধমান, কাটোয়া-গুসকরা, কাটোয়া-বহরমপুর ও সিউড়ি রুটে বাস চলছে। পূর্ত দফতর (সড়ক)-এর তরফে জানানো হয়েছে, আজ, বুধবার থেকে রাস্তা সারানোর কাজ শুরু হবে। কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম বলেন, “বাস চালাতে বলা হয়েছে। দু’এক দিনের মধ্যে বাস চালু না হলে সরকারি বাস নামানো হবে।”

ভোটে লড়ল টিএমসিপি-র দু’টি গোষ্ঠী
বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের ছাত্র সংসদ গঠনে তৃণমূল ছাত্র পরিষদের দু’টি গোষ্ঠীর মধ্যে ভোটাভুটি হল মঙ্গলবার। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তুহিন হালদার ও ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক কার্তিক ঘরামির অনুগামীদের মধ্যে ভোটাভুটি হয়। জয়ী হন কার্তিক ঘরামির অনুগামীরা। ১৫ জনের কমিটিতে সভাপতি হয়েছেন বাবুলাল তুরি ও সাধারণ সম্পাদক তৃণমূল ছাত্র পরিষদের শ্যামচাঁদ তুঙ্গা। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে উত্তেজনাও দেখা যায়। তৃণমূলের বিভিন্ন নেতা ও কর্মীরা ছাড়াও শহরের লক্ষ্মীপুর, খাগড়াগড়, নবাবহাট, খোসবাগান ইত্যাদি এলাকা থেকে বহিরাগতেরা আসেন। তবে উপাচার্য স্ম্ৃতিকুমার সরকারের নির্দেশে, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তপনকুমার সামন্ত ভোটের আগেই বহিরাগতদের বাইরে বের করে দেন। ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। উপাচার্য বলেন, “ছাত্র সংসদের কাজ পঠনপাঠন-সহ বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়ন করা। আশা করি নতুন সংসদ সে দিকেই মন দেবে।”

ছাত্রের ঝুলন্ত দেহ পূর্বস্থলীতে
অস্বাভাবিক মৃত্যু হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রের। সোমবার দুপুরে পূর্বস্থলীর বড়কোবলা গ্রামে একটি আম গাছে পাটের দড়িতে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের দেহ মেলে। পুলিশ জানায়, মৃতের নাম বাবুলাল ওঁরাও (১১)। সে শ্রীরামপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সোমবার সকালে বাড়ি থেকে বেরোয় বাবুলাল। দুপুর পর্যন্ত না ফেরায় খোঁজ শুরু হয়। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর দেহে মেলে। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়না-তদন্ত হয়।

কেতুগ্রামে ট্রাক্টর উল্টে জখম ২৭
—নিজস্ব চিত্র।
শবদাহ করে ফেরার পথে ট্রলি-সমেত ট্রাক্টর উল্টে আহত হলেন ২৭ জন। মঙ্গলবার সন্ধ্যায় কেতুগ্রামের মুরুন্দি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর জখম ৬ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের সালারের এড়েরা গ্রাম থেকে কেতুগ্রামের উদ্ধারণপুরে শবদাহ করতে এসেছিলেন ওই বাসিন্দারা। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.