টুকরো খবর |
স্নান করতে গিয়ে তলিয়ে গেল বালক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মাছ চাষের জন্য ওই এলাকায় একটি খাল খনন করা হয়। ডি সেক্টর মুকুল স্কুলের প্রাথমিকের পড়ুয়া মনীশ এ দিন সেখানেই স্নান করতে নেমেছিল। খালটি বেশ গভীর হওয়ায় সে তলিয়ে যায়। এ দিকে, অনেকটা সময় পেরিয়ে গেলেও মনীশ বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। দুপুর ১২টা নাগাদ তার দেহ ভেসে ওঠে। বাসিন্দাদের অভিযোগ, কয়েক জন যুবক মাছ চাষের জন্য ওই খালটি খুঁড়েছে। এমন ভাবে সেটি খোঁড়া হয়েছে যে এক বার পড়ে গেলে উঠে আসা বেশ কঠিন। তাছাড়া বৃষ্টি হওয়ায় খালের দেওয়ালটি পিচ্ছিল হয়ে গিয়েছিল। তাই মনীশ সম্ভবত দেওয়ালও ধরতে পারেনি।
স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বালক। পরে তার দেহ ভেসে ওঠে। পুলিশ জানায়, মৃত বালকের নাম মনীশ হরিজন (৭)। বাড়ি ১০ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ বস্তিতে। |
|
এই খালেই তলিয়ে যায় মনীশ। মঙ্গলবারের নিজস্ব চিত্র। |
বাসিন্দারা জানান, খালটি যেখানে খোঁড়া হয়েছে সেটি কারও ব্যক্তিগত জায়গা নয়। সেটি দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) জায়গা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা ঘুঘুর দাবি, “এ ভাবে ডিএসপির জায়গা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা বে-আইনি।” খালটি কারা কেটেছে তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
|
জমিদাতাদের ভাতার দাবি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
—নিজস্ব চিত্র। |
শিল্পের জন্য দুর্গাপুরের শঙ্করপুর ও কালিগঞ্জ মৌজায় জমি নেওয়া হয়েছিল ছয়ের দশকে। কিন্তু সেই জমি বর্তমানে এডিডিএ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও প্রোমোটারদের হাতে তুলে দিচ্ছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার সিপিএমের বিভিন্ন গণ সংগঠনের পক্ষ থেকে মহকুমাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সিটু, কৃষকসভা, মহিলা সমিতি, ডিওয়াইএফ, এসএফআই এ দিনের কর্মসূচিতে সামিল হন। সিআইটিইউ-এর পক্ষে পঙ্কজ রায় সরকারের অভিযোগ, “পড়ে থাকা জমিতে প্রায় চার দশক ধরে চাষ করছিলেন প্রায় একশো জন চাষি। তাঁদের অধিকাংশই ওই জমির মালিকও। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পরে তাঁদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে।” তাঁর দাবি, “অবিলম্বে জমির প্রকৃত মালিক ও খেত মজুরদের নথিবদ্ধ করে সিঙ্গুরের মতো ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।” মহকুমাশাসক আয়েষা রানি এ বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।
|
কাউন্সিলরের সঙ্গে ‘দুর্ব্যবহার’, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে ‘অভব্য’ আচরণের প্রতিবাদে সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখালেন কংগ্রেসের বেশ কিছু সদস্য-সমর্থক। পরে তাঁদের তরফে পুলিশের কাছে একটি প্রতিবাদপত্রও দেওয়া হয়। তাঁরা দাবি করেন, যে পুলিশকর্মী এই আচরণ করেছেন, তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে থানা থেকে অপসারণ করতে হবে। অন্যথায় শহর জুরে আন্দোলনে নামবেন তাঁরা। কংগ্রেসের জেলা নেতা তথা আসানসোলের মেয়র পারিষদ রবিউল ইসলাম অভিযোগ করেন, আসানসোলের ওয়ার্ড কাউন্সিলর শিবপ্রসাদ বর্মন একটি কাজ নিয়ে সোমবার রাতে থানায় যান এবং সেখানে এক এএসআই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।
|
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ইসিএলের এক সরবরাহকারীর অফিসের তালা ভেঙে বেশকিছু নগদ টাকা এবং সামগ্রী চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানিগঞ্জ পূর্ব কলেজ পাড়ার ঘটনা। ওই সরবরাহকারী তারক সিংহ জানান, মঙ্গলবার সকালে তিনি দেখেন যে অফিসের তালা ভাঙা। রানিগঞ্জ পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
জুয়ার ঠেকে ধৃত ৯
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নিয়ামতপুরের লছিপুর এলাকায় একটি জুয়ার ঠেকে অভিযান চালিয়ে ন’জনকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। জুময়ার বোর্ড থেকে উদ্ধার করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন থেকেই তাঁদের কাছে খবর ছিল, লছিপুর এলাকার বেশ কিছু জায়গায় গোপনে জুয়ার ঠেক চলছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ ওই ঠেকে অভিযান চালায়।
|
জল চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
অনিয়মিত জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঘণ্টা তিনেক উৎপাদন বন্ধ করে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন খনিকর্মী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার পড়াশিয়া কোলিয়ারির কেন্দা পিটের ঘটনা। এজেন্ট ডিপি সিংহ জানান, শীঘ্রই স্থায়ী সমাধান করা হবে।
|
বেতন কমানোর প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক ধাক্কায় কয়েক হাজার টাকা বেতন কমানোর প্রতিবাদে মঙ্গলবার ইস্কোর টাউন ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে বিক্ষোভ দেখালেন একদল বেসরকারি নিরাপত্তাকর্মী। এঁরা সকলেই অবসর প্রাপ্ত সেনাকর্মী। বিক্ষোভকারীদের পক্ষে গৌতম কোনারের অভিযোগ, বর্তমানে তাঁরা যে ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করেন তাঁদের মেয়াদ ফুরোচ্ছে ১৪ অগস্ট। নতুন যে ঠিকাদার সংস্থা বরাত পেয়েছে তারা কয়েক হাজার টাকা কম বেতন দেওয়ার কথা জানিয়েছ। তবে এই বিষয়টি তাঁদের এক্তিয়ার ভুক্ত না হওয়ায় ইস্কো কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেননি।
|
পড়ুয়াদের সামগ্রী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কারখানা সংলগ্ন গ্রামগুলিতে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির আওতায় কোটা, পণ্ডালি ও সোঁয়াই গ্রামের ৮টি স্কুলের প্রায় সাড়ে সাতশো পড়ুয়াকে শিক্ষাসামগ্রী দিতে উদ্যোগী হয়েছে পানাগড়ের বেসরকারি সার কারখানা। ইতিমধ্যে ৫টি স্কুলের পড়ুয়াদের সামগ্রী দেওয়া হয়েছে।
|
কোথায় কী |
বর্ধমান
বৃক্ষরোপন উৎসব। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। সকাল ১১টা।
দুর্গাপুর
দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ। এমএএমসি মাঠ। বিকাল ৩টা ৪৫ মিনিট। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
আসানসোল
আদিবাসী ফুটবল প্রতিযোগিতা। আসানসোল স্টেডিয়াম। দুপুর
২টা ও বিকাল ৪টা। উদ্যোগ: আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা।
রাজীব গাঁধী ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। আপার চেলিডাঙ্গা রাজীব
গাঁধী মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: তৃণমূল স্পোর্টস সেল ও আসানসোল মমতা ব্রিগেড। |
|