বিকল্প বিজেপি, দাবি রাহুলের |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ সভা করলেন রানিগঞ্জে। নিজস্ব চিত্র। |
৩৪ বছরে বামফ্রন্ট বা ১৫ মাসে তৃণমূল, কেউই মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারায় এখন একমাত্র বিকল্প বিজেপিএমনটাই দাবি দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের। সোমবার রানিগঞ্জের সভায় তিনি জানান, নানা দাবিদাওয়ায় শীঘ্রই তাঁরা রাজ্য জুড়ে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি এবং ছোট ছোট পথসভার আয়োজন করবেন। তথ্য-সহ ওই দুই সরকারের ‘ব্যর্থতার’ খতিয়ান নিয়ে মানুষের কাছে যাবেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, “ইমাম ভাতা থেকে চোলাই-কাণ্ড, সব ক্ষেত্রে ঘুষের রাজনীতি চলছে। প্রতিশ্রুতির বন্যা বইছে, কিন্তু উন্নতি হচ্ছে না।” কৃষকের অপমৃত্যু থেকে শিল্পনীতি, সব বিষয়েই রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, ইদানীং তাঁদের সভায় যা ভিড় হচ্ছে তাতে প্রমাণ হয়, মানুষ বিজেপি-র উপরে ভরসা রাখছেন।
|
বৃষ্টি কম হয়েছে। খরার মতো পরিস্থিতি হয়েছে নানা রাজ্যে। অবস্থা সামলাতে ১০০ দিনের কাজ ও অন্য কিছু প্রকল্প একসঙ্গে জোড়া হবে বলে জানিয়েছেন পি চিদম্বরম। |